Print Friendly, PDF & Email

(b) with

কোন কিছু সরবরাহ করা অর্থে provide এরপর Preposition হিসেবে with বসে।

2. Choose the correct preposition. The police is looking—-the case.

(a) after
(b) on
(c)up
(d) into

 

Ans: into 

Look after-দেখাশুনা করা, Look on- দর্শক হওয়া, Look up- অভিধানে শব্দ খুজে বের করা, Look into- তদন্ত করা।পুলিশ সাধারণত মামলার তদন্ত করে থাকে। সুতরাং এখানে সঠিক উত্তর (d)

3. He goes to school —- foot.

(a) on
(b) by
(c) in 
(d) with

 

 (a) on

পায়ে হেটে যাওয়া অর্থে foot এর পূর্বে Preposition হিসেবে on ব্যবহৃত হয়।

4. Fill in the gap with preposition: He died………….overeating?

(a) by
(b) for
(c) due to 
(d) from

 

(d) from

die of (a disease) রোগে মারা যাওয়া
Die from (an effect) কোন কিছুর প্রভাবে মারাযাওয়া।
He died from over eating.
Die for (a cause) কোন কারণে/ কোন কিছুর জন্য মারা যাওয়া
He died for his country.
Die by (poison) বিষাক্রান্ত হয়ে মারা যাওয়া
Die in (peace) শান্তিতে মারা যাওয়া

5. Fill-up with correct preposition: I prefer milk ___tea.

(a) than 
(b) for 
(c) to 
(d) with

(c) to

দুটি জিনিসের মধ্যে যে কোন একটি বেশি পছন্দ করা বুঝাতে Prefer এরপর Preposition হিসেবে to বসে।

6. He ___ me in my difficulty.

(a) stand at
(b) stand for
(c) stand by
(d) upon

 

(c) stand by

বিপদে পাশে থাকা অর্থে Preposition হিসেবে stand এরপর by ব্যবহৃত হয়। অর্থ্যাৎ বিপদের সময় কাউকে সাহায্যের জন্য এগিয়ে আসা বুঝাতে stand এরপর by-preposition ব্যবহৃত হয়।

7. —-course of time, he became a famous writer.

(a) In
(b) Of
(c) For
(d) By

 

 (a) In

‘In course of time’ একটি Phrase । এর অর্থ হলো ’সময়ের সাথে সাথে’ বা ’কালক্রমে’। ’কালক্রমে সে একজন বিখ্যাত লেখক হয়েছিলেন’ অর্থে শূন্যস্থানে In বসবে।

Preposition MCQ for Job

8.Ignorance is obstacle —- progress.

(a) for
(b) to
(c) from
(d) with

(b) to

obstacle এর পর Appropriate Preposition হিসেবে সবসময় to ব্যবহৃত হয়।

9. He fell —– a trap.

(a) of 
(b) off
(c) out
(d) into

(d) into 

ব্যাখ্যা: fell into অর্থ কোন অবস্থায় পতিত হওয়া। বাক্যটি অর্থপূর্ণ করতে fell এর সাথে into ব্যবহৃত হয়।

10. The man is —- his son’s fault.

(a) blind to 
(b) blind of
(c) blind in
(d) blind at

 

 (a) blind to

blind to অর্থ দেখেও না দেখার ভান করা। প্রদত্ত বাক্যটিকে অর্থপূর্ণ করতে শূন্যস্থানে blind to বসবে।

11. Identify the appropriate preposition: Your opinion is identical —- mine.

(a) in
(b) with
(c) for
(d) by

(b) with

 এক রকম বা কাছাখাছি বুঝাতে Identical এর পর Preposition হিসেবে to/with বসে।

12. Select the appropriate preposition: Are you doing anything special —- the weekend. 

(a) at 
(b) with
(c) on
(d) for

(a) at

‘The weekend’ এর পর American English- এ on ব্যবহৃত হতে দেখা যায়। কিন্তু British English-এ at ব্যবহৃত হয়। আমরা যেহেতু British English অনুসরন করি, তাই at প্রাধান্য পাবে। 

13. Do you have any money —- you. 
Fill in the blank with appropriate preposition:

(a) on
(b) over
(c) to
(d) in

 

(a) on

অর্থ সম্পদ কারো দ্বারা বহন করা বা কারো মালিকানায় থাকা বোঝালে Noun/ pronoun এর পূর্বে on বসে। যেমন: Have you got any money on you? কাউকে অর্থ-সম্পদ প্রদান করা অর্থে Noun/ pronoun এর পূর্বে to বসে। যেমন: we will refund your money to you in full if you are not entirely satisfied. 

15. He takes pride —– his wealth.

(a) of
(b) upon
(c) at
(d) in

(d) in 

 Pride যখন verb হিসেবে ব্যবহৃত হয়, তখন এরপর Pride এরপর on ব্যবহৃত হয়।Pride যখন take কে তার সাথে নিয়ে ব্যবহৃত হয়, তখন Pride এরপর Preposition in ব্যবহৃত হয়।

16. My parents always stand —- my decision.

(a) at 
(b) by
(c) on 
(d) up

 

(b) by

 কারো পাশে থাকা বা কারো কোন কাজকে বা কোন ব্যক্তিকে সমর্থন করা  অর্থে ‍stand এরপর Preposition হিসেবে by বসে।

17. He deals in rice but he does not know how to deal —- customers.

(a) to
(b) in
(c) for
(d) with

 

(d) with.

Deal in অর্থ ব্যবসা করা।অন্যদিকে Deal with অর্থ কারো সাথে আচরন বা ব্যবহার।

18. I saw him — my way —- school.

(a) to, to
(b) on, to
(c) to, at
(d) at, to

 

(d) on, to 

এই বাক্যটির অর্থ ‘আমি তাকে আমার স্কুলে যাওয়ার  পথে দেখেছিলাম।’
on my way to school- অর্থ আমার স্কুলে যাওয়ার পথে। 

19. As she was talking, he suddenly broke —- saying, ‘That’s a lie!’

(a) off
(b) in
(c) down
(d) into

 

 (b) in

 

Break in একটি Phrasal verb যার অর্থ ’কথার মাঝে কথা বলা বা চলমান কোন কিছুতে হস্তক্ষেপ করা’। বাক্যটির অর্থ- সে (মেয়েটি) কথা বলার সময়, সে (ছেলেটি) ‘এটি মিথ্যা’ বলে তার (মেয়েটির) কথা থামিয়ে দিল। সুতরাং শূন্যস্থানে in বসবে। Break off অর্থ সাময়িকভাবে থামা বা বিরতি নেয়া। Break down অর্থ ভেঙ্গে পড়া। অন্যদিকে Break into অর্থ বলপূর্বক প্রবেশ করা।

20. You may go for a walk if you feel —- it.

(a) about
(b) on
(c) like
(d) for
 

(c) like

 

মাঝে মাঝে like- Preposition হিসেবে ব্যবহৃত হয়। feel like sth অর্থ কোন কিছু করার ইচ্ছা পোষণ করা বা কোন কিছু করার ঝোঁক  থাকা বুঝায়।

21. His building is adjacent —– mine.

(a) on
(b) for
(c) with
(d) to 

(d) to

Adjacent এরপর Appropriate Preposition হিসেবে to বসে। 

22. Fill in the blank with appropriate  preposition: Hamlet pretended —– madness.

(a) with
(b) at
(c) against
(d) of

(d) of

Pretend of sth অর্থ কোন কিছুর ভান করা। যেমন Pretend of sickness/ pretend of madness etc.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top