Preposition Solution Cumilla Board

Preposition Solution Cumilla Board HSC-2023

A craftwork is an applied form (a) —– art, a social and cultural product reflecting the inclusive nature (b) —– folk imagination. A craftwork, which usually doesn’t bear the signature of its maker, retains a personal touch. When we look (c) —-  a thirty years old Nakshi Kantha, we wonder (d) —- its motifs and designs that point (e) —- the artistic ingenuity and the presence of the maker (f) —– it. The fact that we do not know her name or any other details (g) —– her does not take anything (h) —– from our appreciation (i) —- the artist. Indeed, the intimate nature (j) —– the Kantha and the tactile feeling it generates animate the work and make it very inviting.

Preposition Solution Cumilla Board

ব্যাখ্যাসহ Solution

1.A craftwork is an applied form (a) —– art, a social and cultural product reflecting the inclusive nature (b) —– folk imagination.

ব্যাখ্যা: বাংলা অর্থ ‘কারুকার্য হলো শিল্পের একটি প্রায়োগিক রূপ, যা লোক কল্পনার সমেত প্রকৃতিকে প্রতিফলনকারী সামাজিক ও সাংস্কৃতিক পণ্য’।
এখানে গ্যাপ (a) তে  বলা হচ্ছে ‘form — art’ বাংলা অর্থ ‘শিল্পের রূপ’।  এই ‘শিল্পের’ বোঝাতে Possessive / অধিকার অর্থে Preposition  হিসাবে of ব্যবহৃত হবে।

Answer (a) of

গ্যাপ (b) তে বলা হচ্ছে ‘ inclusive nature —- folk imagination’ যার বাংলা অর্থ ‘লোক কল্পনার সমেত প্রকৃতি’ এখানেও Possessive / অধিকার বোঝানো হয়েছে- যেমন: ‘লোক কল্পনার’।

তাই এখানেও of ব্যবহৃত হবে।

Answer (b) of

Preposition Solution Cumilla Board

2. When we look (c) —-  a thirty years old Nakshi Kantha,
we wonder (d) —- its motifs and designs that point (e) —-
the artistic ingenuity and the presence of the maker (f) —– it.

ব্যখ্যা: বাংলা অর্থ ‘আমরা যখন ৩০ বছরের পুরানো নকশি কাঁথার দিকে তাকাই,
তখন আমরা এর প্রধান বিষয়বস্তু এবং এর নকশা দেখে বিস্মিত হই।

যা এর মধ্যে থাকা শৈল্পিক অভিনবত্ব এবং এর কারিগরকে নির্দেশ করে।

এই লাইনটিতে 4 টি গ্যাপ রয়েছে।

গ্যাপ (c) তে বলা হচ্ছে ‘when we look (c) —- ‍ a thirty year old Nakshi Kantha’কোনকিছুর দিকে তাকানো বোঝাতে look এরপর Preposition হিসেবে at ব্যবহৃত হয়।
Answer (c) at;

গ্যাপ (d) তে বলা হচ্ছে ‘we wonder (d) —– it motif and design’
কোন কিছুু দেখে বিস্মিত হওয়া বোঝাতে wonder এরপর Preposition হিসেবে at বসে।
Answer (d) at;

গ্যাপ (e) এ বলা হচ্ছে that point (e) —– the artistic ingenuity and the presence .

এই লাইনটিতে বলা হয়েছে ‘নশকি কাঁথার মটিফ ও ডিজাইন এর শৈল্পীক অভিনবত্ব ও এর করিগরকে নির্দেশ করে।
’নির্দেশ করা’ বোঝাতে point এরপর Appropriate Preposition হিসেবে to ব্যবহৃত হয়ে থাক।
Answer (e) to

গ্যাপ (f) এ আছে ‘the maker (f) —- it’  এখানে ‘এর  (নকশি কাঁথার) করিগর’ বোঝানো হচ্ছে। এখানে অধিকার Possessive অর্থে of হবে। 

Answer (f) of

Preposition Solution Cumilla Board

3. The fact that we do not know her name or any other details (g) —– her does not take anything (h) —– from our appreciation (i) —- the artist.

ব্যাখ্যা: বাংলা অর্থ ‘আমারা  যে কারিগরের নাম বা তাঁর সম্পর্কে বিস্তারিত কোন কিছু জানি না,
এই বিষয়টি আমাদেরকে শিল্পীর প্রসংশা করা থেকে দূরে সরিয়ে রাখতে পারে না’।

 গ্যাপ (g) এ আছে any detail (g) —- her. অর্থ্যাৎ ‘তার সম্পর্কে বিস্তারিত কোন কিছু’।
এখানে সম্পর্কে অর্থে Preposition হিসেবে  about ব্যবহৃত হবে। 

Answer (g) about;

গ্যাপ (h) এ বলা হচ্ছে take anything (h) —- from our appreciation. বাংলা হলো কোন কিছুই আমাদের প্রশংসা থেকে দূরে /সরিয়ে রাখতে পারে না।

এখানে away ব্যবহৃত হবে। 

 Answer (h) away

গ্যাপ (i)  তে আছে our appreciation (i) —- the artist. শিল্পীর কন্য আমাদের প্রশংসা। এখানে ‘জন্য’ অর্থে Preposition হিসেবে for বসবে। 

Answer (i) for

Preposition Solution Cumilla Board

4. Indeed, the intimate nature (j) —– the Kantha and the tactile feeling it generates animate the work and make it very inviting.

 ব্যাখ্যা: বাংলা অর্থ ‘প্রকৃতপক্ষে কাঁথার প্রগাঢ় প্রকৃতি এবং কাঁথা যে ইন্দ্রিয়গ্রাহ্য অনুভুতি তৈরি করে,
তা কর্মটিকে প্রাণবন্ত এবং খুব আকর্ষণীয় করে তোলে’।
এখানে বলা হচ্ছে  ‘কাঁথার প্রকৃতি’ মানে  এখানেও অধিকার / Possessive অর্থে  Preposition হিসেবে 

of ব্যবহৃত হয়।

Answer (j) of

 Facebook Page: English with Rasel

 Facebook Group:English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype