
Preposition Solution Dinajpur Board HSC-2023
Fill in the blanks with Appropriate Prepositions:
Drug addiction has become a serious problem (a) ____ modern society. Many young men and women are falling victims (b) ____ this. There are many reasons (c) ____ drug addiction. Drugs are expensive. So, to manage money, the addicts often go (d) ____ stealing, killing or all sorts of misdeeds. Drugs are smuggled (e) ____ a country and the smugglers carry (f) ____ drug business freely. Bangladesh is not free (g) ____ the curse of drugs. But we cannot allow this (h) ____ our country. The first thing to do is to highlight its dangerous effects (i) ___ people. The government and mass media can play an effective role (j) ____ this respect.
(a) in; (b) to; (c) for/behind; (d) for; (e) into; (f) on/out; (g) from; (h) in; (i) to; (j) in
Preposition Solution Dinajpur Board
ব্যাখ্যাসহ Solution
1.Drug addiction has become a serious problem (a) ____ modern society
ব্যাখ্যা: মাদকাসক্তি আধুনিক সমাজে একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কোথায়? উত্তর হলো- অধুনিক সমাজে। আধুনিক সমাজে ইংরেজি হলো in modern society. অতএব গ্যাপে Preposition হিসাবে in ব্যবহৃত হবে।
Answer (a) in
2.Many young men and women are falling victims (b) ____ this.
ব্যাখ্যা: অনেক যুবক যুবতী এর শিকারে পরিণত হচ্ছে। fall victim to something অর্থ- কোন কিছুর শিকারে পরিণত হওয়া। অতএব গ্যাপ (b) তে Victim এরপর Preposition হবে to বসবে।
Answer (b) to
3. There are many reasons (c) ____ drug addiction.
ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে – মাদকাসক্তির জন্য/পেছনে অনেক কারণ আছে। এখানে গ্যাপ (c ) তে জন্য অর্থে for / পেছনে অর্থে behind বসবে।
Answer ( c) for/ behind
Preposition Solution Dinajpur Board
4. Drugs are expensive. So, to manage money, the addicts often go (d) ____ stealing, killing or all sorts of misdeeds.
ব্যাখ্যা: Drugs are expensive= মাদক ব্যয়বহুল। So, to manage money= তাই টাকার ব্যবস্থা করতে, the addicts often go (d) ____ stealing, killing or all sorts of misdeeds= মাদকাসক্তরা প্রায়ই চুরি , হত্যা অথবা সকল প্রকার অপকর্ম উদ্বদ্ধ হয়। Go for doing something = কোন কিছু করতে উদ্বুদ্ধ হওয়া। অতএব গ্যাপ (d) তে Preposition হিসেবে for ব্যবহৃত হবে।
Answer (d) for
5. Drugs are smuggled (e) ____ a country and the smugglers carry (f) ____ drug business freely.
ব্যাখ্যা: পাচার করে একটি দেশে মাদক নিয়ে আসা হয় এবং পাচারকারীরা উন্মুক্তভাবে মাদকের ব্যবসা চালিয়ে যায়।
smuggle into a country পাচার করে একটি দেশে নিয়ে আসা। আবার smuggle from a country= একটি দেশ থেকে চোরাকারবার করে নিয়ে যাওয়া। অতএব গ্যাপ (e) হবে into.
অন্যদিকে carry on/out অর্থ চালিয়ে যাওয়া। তাই গ্যাপ (f) এ হবে on/out.
Answer (e) into
Answer (f) on/out
Preposition Solution Dinajpur Board
6. Bangladesh is not free (g) ____ the curse of drugs.
ব্যাখ্যা: বাংলা অনুবাদ হচ্ছে – বাংলাদেশ মাদকের অভিশাপ হতে মুক্ত নয়। কোন কিছু থেকে মুক্ত থাকা বুঝাতে Free এরপর Preposition হিসেবে from বসে। সুতরাং গ্যাপ (g) তে হবে from.
Answer (g) from
7. But we cannot allow this (h) ____ our country.
ব্যাখ্যা: বাংলা হচ্ছে- কিন্তু আমরা আমাদের দেশে এটি (মাদক) অনুমোদন দিতে পারি না। আমাদের দেশে অর্থে- in our country হবে। অতএব গ্যাপ (h) এ হবে in.
Answer (h) in
8. The first thing to do is to highlight its dangerous effects (i) ___ people.
ব্যাখ্যা: The first thing to do= প্রথম যে জিনিসটা করতে হবে; to highlight its dangerous effects (i) ___ people.= গুরুত্বারোপ করতে হবে মানুষের উপর এর (মাদকের) মারত্মক প্রভাব। কারো উপর প্রভাব বুঝাতে effect এরপর Preposition হিসেবে on বসে।
Answer (i) on
Preposition Solution Dinajpur Board
8. The first thing to do is to highlight its dangerous effects (i) ___ people.
ব্যাখ্যা: The first thing to do= প্রথম যে জিনিসটা করতে হবে; to highlight its dangerous effects (i) ___ people.= গুরুত্বারোপ করতে হবে মানুষের উপর এর (মাদকের) মারত্মক প্রভাব। কারো উপর প্রভাব বুঝাতে effect এরপর Preposition হিসেবে on বসে।
Answer (i) on
9.The government and mass media can play an effective role (j) ____ this respect.
ব্যাখ্যা: অনুবাদ হলো- সরকার এবং গণমাধ্যম এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারে। ‘এই বিষয়ে / এই ব্যপারে’ অর্থে in this respect ব্যবহৃত হয়। অতএব গ্যাপ (j) তে হবে in.
Answer (j) in
Preposition Solution Dinajpur Board
Facebook Page: English with Rasel
Facebook Group:English with Rasel