Preposition Solution HSC Chattogram Board-2023

Fill in the Blanks with Suitable Prepositions:

Corruption is a curse (a) —— a nation. It is a great hindrance (b) —— development. (c) —— corrupt people, a nation will surely sink (d) —— oblivion. Corrupt people are hated by all. The common people have no respect (e) —— them. They are devoid (f) —— honesty. They stick (g) —— their evil activities. They do not abide (h) —— the social rules. Morality does not have any effect (i) —— them. They bring nothing for the nation. It is high time we stood (j) —— them.

Preposition Solution HSC Chattogram

ব্যাখ্যাসহ solution

1.Corruption is a curse (a) —– a nation.

ব্যাখ্যা: গ্যাপের আগের অংশে বলা হচ্ছে ,  Corruption is a curse যার অর্থ দুর্নীতি একটি অভিশাপ। গ্যাপের পরের অংশে বলা হচ্ছে, a nation অর্থ  ‘একটি জাতি  দুটি মিলালে হয়, দুর্নীতি একাটি জাতি একটি অভিশাপ। কিন্তু বাক্যটি অর্থপূর্ণ হয়নি। গ্যাপে যদি for ব্যবহার করা হয়, তবে বাক্যটি সঠিক হবে।

Corruption is a curse (a) for a nation.

অনুবাদদুর্নীতি একাটি জাতির জন্য একটি অভিশাপ।
Answer (a) for

2. It is a great hindrance (b) —— the development.

ব্যাখ্যা: hindrance অর্থ প্রতিবন্ধকতা।  এরপর Appropriate preposition হিসেবে to ব্যবহৃত হয়।
অনুবাদ: এটি (দুর্নীতি) উন্নয়নের পথে একটি বড় প্রতিবন্ধকতা।
Answer (b) to

3. (c )  ——- corrupt people, a nation will surely sink (d) —– oblivion.

ব্যাখ্যা: গ্যাপ (c)  এরপর আছে corrupt people.  যার অর্থ ‘দুর্নীতিগ্রস্ত মানুষ’। অর্থ্যাৎ এখানে দুর্নীতিগ্রস্ত মানুষের কারণে বোঝাতে Preposition হিসেবে for ব্যবহৃত হবে।

পরের অংশে বলা হচ্ছে,  ‘একটি জাতি অবশেষে নিশ্চিতভাবে বিস্মৃতির অতল তলে হারিয়ে যাবে। এখানে বিস্মৃতির অতল তলে হারিয়ে যাওয়া অর্থে ‘sink into oblivion’ Phrase টি ব্যবহৃত হবে। অতএব এখানে Preposition হবে into. 
Answer (c.)  for
Answer (d) into

Preposition Solution HSC Chattogram

4. Corrupted people are hatred by all.
অনুবাদ: দুর্নীতিগ্রস্ত মানুষ সকলের দ্বারা ঘৃণিত।
ব্যাখ্যা: এখানে কোন গ্যাপ নাই । চলে যাচ্ছি পরের লাইনে।

5. The common people have no respect (e) —— them.
ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে – সাধারণ মানুষের তাদের (দুর্নীতিগ্রস্ত লোকদের) —- সম্মান নেই। প্রকৃতপক্ষে এখানে একটি Phrases গঠিত হয়েছে Respect for somebody= কারো জন্য সম্মান। অতএব   গ্যাপ (e) তে Preposition হিসেবে for বসে। যেমন : Students should have respect for their teachers.
Answer (e ) for

6. They are devoid (g) —- honesty.
অনুবাদ: তারা সততা বিবর্জিত।
ব্যাখ্যা: বিবর্জিত অর্থে drvoid এরপর Appropriate Preposition হিসেবে of ব্যবহৃত হবে।|
Answer (g) of

7. They stick (g) —— their evil activities.
ব্যাখ্যা: লাইনটির বাংলা অর্থ হলো – তারা (দুর্নীতিগ্রস্ত লোকেরা) তাদের অপকর্মে মগ্ন থাকে। মগ্ন থাকা/ লেগে থাকা অর্থে Stick এরপর Appropriate Preposition হিসেবে to বসবে।
Answer (g) to

Preposition Solution HSC Chattogram

8. They do not abide (h) —– social rules.
ব্যাখ্যা: মেনে চলা অর্থে abide এরপর Appropriate Preposition হিসেবে by বসে।
অনুবাদ: তারা সামাজিক নিয়মকানুন মেনে চলে না।
Answer (h) by

9. Morality doesn’t have any impact (i) —- them.
ব্যখ্যা: গ্যাপ (i) এর আগে পরে আছে doesn’t have any impact — these criminals. যার অর্থ ‘ এই অপরাধীদের উপর কোন প্রভাব পড়ে না’। কারো উপর কোন প্রভাব পড়া বোঝাতে impact এরপর Preposition হিসেবে on ব্যবহৃত হয়।

অনুবাদ: নৈতিকতা এই অপরাধীদের উপর কোন প্রভাব ফেলো না।
Answer (i) on.

10. They bring no sweet f। ruit for the nation.
ব্যাখ্যা: তারা দেশের জন্য ভালো ফল বয়ে আনে না। এখানে কোন গ্যাপ নাই পরের লাইনে চলে যাচ্ছি।

11. It is high time we stood (j) —– them unitedly.
ব্যাখ্যা: ঐক্যবদ্ধভাবে তাদের পক্ষে নয় বরং বিপক্ষে দাড়াতে হবে। অতএব এখানে৷ Preposition হিসেবে against বসবে।
অনুবাদ: তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাবড়ানোর এটাই উপযুক্ত সময়।
Answer (j) against

Preposition Solution HSC Chattogram

 Facebook Page: English with Rasel

 Facebook Group:English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype