Preposition Solution Jashore Board HSC- 2023

Complete the Text with Suitable Prepositions:

Books are really our best friends as we can rely (a) — them when we are bored, upset, depressed, lonely or annoyed.

They Share (b) — us information and knowledge any time we need.

They enable us to have a glimpse (c)—- cultures, traditions, arts, history, geography,
health, psychology and many other subjects and aspects of life.

Good books always guide us (d) —- the right path (e) —- life.

Reading good books, helps us understand the world (f) — us better.

While reading books, we build new and creative thoughts, images and opinions (g) —– our mind.
This habit helps us explore life (h) — different perspectives.

In other words, it has several positive effects (i) —- our body, mind and soul.

In fact, the habit of reading is one (j) —- the best qualities that a person can possess.

 

Preposition Solution Jashore Board

1. Books are really our best friends as we can rely (a) — them

when we are bored, upset, depressed, lonely or annoyed.

ব্যাখ্যা: লাইনটির বাংলা অর্থ:  ’বই আমাদের সর্বোৎকৃষ্ট বন্ধু। কারণ যখন আমরা বিরক্ত, হতাশ, মানসিকভাবে বিপর্যস্ত,
একাকী এবং কোন বিষয় নিয়ে অসন্তুষ্ট থাকি , তখন আমরা বইয়ের উপর নির্ভর করতে পারি’।

লক্ষ্যকরুন গ্যাপ (a) এর আগে রয়েছে rely যার অর্থ- ’নির্ভর করা’ rely এরপর Appropriate Preposition হিসেবে on বসে।

অর্থ্যাৎ rely on. নির্ভর করা অর্থে আরো কিছু Preposition যুক্ত শব্দ রয়েছে

যেমন: Depend on; Count on ইত্যাদি। অতএব এখানে সঠিক উত্তর হবে on।

Answer: (a) on

2. They Share (b) — us information and knowledge any time we need.

ব্যাখ্যা: বাংলা অর্থ- ‘বই আমাদের সাথে প্রয়োজনীয় জ্ঞান ও তথ্য শেয়ার করে যখনই আমাদের প্রয়োজন হয়’।

এখানে দেখুন গ্যাপ (b) এর আগে আছে share. share এরপর Preposition হিসেবে with বসে।

অতএব Answer (b) with

Preposition Solution Jashore Board

3. They enable us to have a glimpse (c)—- cultures, traditions, arts, history, geography, health, psychology and many other subjects and aspects of life.

ব্যাখ্যা: এই লাইনটির বাংলা অর্থ- ‘বই আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প, ইতিহাস,

স্বাস্থ্য, মনস্তত্ত্ব এবং জীবনের আরো অনেক বিষয় ও  রূপ এক নজরে দেখতে সক্ষম করে তুলে’।

একটি phrase হলো have a glimpse of something/someone
যার অর্থ- ’কাউকে/কোন কিছুকে এক নজরে দেখতে পাওয়া’। 
এই Phrase টিতে glimpse এরপর Preposition- of ব্যবহৃত হয়।
অতএব গ্যাপ (c) তে glimpse এরপর of বসবে।

Answer (c) of

4. Good books always guide us (d) —- the right path (e) —- life.

ব্যাখ্যা: এই লাইনটিতে দুটি গ্যাপ রয়েছে। গ্যাপ (d) এবং গ্যাপ (e) . 
লাইনটির বাংলা অর্থ- ‘ভালো বই আমদের জীবনের সঠিক পথে পরিচালিত করে’।

লক্ষকরুন গ্যাপ (d) এর আগে guide us. এই guide এরপর Preposition হিসেবে to বসে।

একই রকম আরেকটি শব্দ lead to ধাবিত করা/ পরিচালিত কর। অতএব গ্যাপ (d) তে answer হবে to

গ্যাপ (e) লক্ষকরুন, এখানে বলা হয়েছে  the right path (e) —- life. যার বাংলা অর্থ – ’জীবনের সঠিক পথে’ ।

কিসের সঠিক পথে? জীবনের। অতএব এখানে ’অধিকার’ বোঝানে হয়েছে।

আর আমরা জনি ’অধিকার’  বোঝালে Preposition হিসেবে of ব্যবহৃত হয়। অতএব গ্যাপ (e) তে of হবে।

Answer (d) to; (e) of.

Preposition Solution Jashore Board

5. Reading good books, helps us understand the world (f) — us better.

ব্যাখ্যা: ভালো বই পড়া আমাদের চারপাশের পৃথিবীকে  অধিকতর ভালোভাবে বোঝতে সাহায্য করে।

লক্ষকরুন, গ্যাপ (f) এর আগে পরে আছে the world (f) —- us. যার অর্থ- ’আমাদের চারপাশের পৃথিবী’।
এখানে Preposition হিসেবে around বসবে।

Answer (f) around.

6. While reading books, we build new and creative thoughts, images and opinions (g) —– our mind. 

ব্যাখ্যা: বাংলা অর্থ- ‘যখন আমরা বই পড়ি, তখন আমরা আমাদের মনে নতুন এবং সৃজনশীল চিন্তা, ছবি ও মতামত গড়ে তুলি’।

গ্যাপ (g) তে  বলা হয়েছে —- our mind. যার মানে- ‘আমাদের মনে’। অতএব এখানে Preposition হবে in. অর্থ্যাৎ in our mind- আমাদের মনে।

Answer (g) in.

7. This habit helps us explore life (h) — different perspectives.

ব্যাখ্যা: এই লাইনটির বাংলা- ‘এই অভ্যাস (বই পড়ার অভ্যাস) জীবন কে বিভিন্ন দিক থেকে অনুসন্ধান করতে আমাদের সাহায্য করে। 

লক্ষকরুন, গ্যাপ (h) এর আগে পরে explore life (h) —- different  perspectives. যার অর্থ- ‘জীবন কে বিভিন্ন দিক থেকে অনুসন্ধান করা’।

এখানে Preposition হবে from. অর্থ্যাৎ from different perspectives.

Answer (h) from.

Preposition Solution Jashore Board

8. In other words, it has several positive effects (i) —- our body, mind and soul.

ব্যাখ্যা: বাংলা অর্থ- ‘অন্যভাবে বলা যায়,  আমাদের শরীর, মন এবং আত্মার উপর  এর (বই পড়ার) অনেক ইতিবাচক প্রভাব রয়েছে’।

দেখুন ’শরীর, মন এবং আত্মার উপর প্রভাব’ বোঝাতে  effects এরপর Preposition- on বসবে।

Answer (i)  on.

9. In fact, the habit of reading is one (j) —- the best qualities that a person can possess.

ব্যাখ্যা: বাংলা অর্থ- ‘প্রকৃতপক্ষে, বই পড়া মানুষের এমন অন্যতম একটি অভ্যাস যা মানুষ নিজের  করে নিতে পারে। 

অন্যতম এর ইংরিজি হলো one of the. যা একটি Phrase. অতএব এখানে হবে of.

Answer (j) of

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype