Preposition Solution

Preposition Solution with explanation of Rajshahi Board-2022. It is free for all. For more solutions visit our site.

Shilpi married Rashid (a) —- the age of fifteen. Marrying (b) —- daughters (c) — an early age is
 a standard practice (d) —- many families living in rural Bangladesh. (e) —- her wedding, Shilpi joined a local empowerment group that helps her (f) —- the tools needed
to gradually change cultural practices, particularly those pertaining (g) —- early marriage and pregnancy.
The group’s activities include discussions (h) — how to change begaviour related (i) —–  reproductive health

 as well as one-on-0ne counselling. Like Shilpi, many of the girls got assistance (j) —- this empowerment group.

Preposition Solution

1.Shilpi married Rashid (a) —- the age of fifteen.

ব্যাখ্যা: লাইনটির বাংলা অর্থ- ‘শিল্পী পনের বছর বয়সে রশিদ কে বিয়ে করেন’।

এখানে লক্ষ্য করুন বলা হয়েছে ‘পনের বছর বয়সে’।

‘বয়সে’  এর ইংরেজি হচ্ছে- at the age of. অতএব এখানে Proposition হিসেবে at ব্যবহৃত হবে।

Answer: (a) at

Preposition Solution

2. Marrying (b) —- daughters (c) — an early age is a standard practice (d) —- many families living in rural Bangladesh.

ব্যাখ্যা: এই লাইনটিতে তিনটি গ্যাপ রয়েছে। লাইনটির বাংলা অর্থ-
 ‘বাংলাদেশের গ্রামে বসবাসরত অনেক পরিবারে অল্প বয়সে মেয়েদের বিয়ে হওয়া একটি  স্বীকৃত ব্যবস্থা’। 

এখানে গ্যাপ (b) তে আছে Marrying —- এই গ্যাপে off –  Preposition বসালে  অর্থ হয় – ‘বিয়ে হওয়া’ ।

অতএব এখানে Answer (b) off.

গ্যাপ (c) তে আছে ‘—- an early age’ যার অর্থ ’অল্প বয়সে’. এই ধরণের Phrase এ Preposition- at বসে।

যেমন at an early age; at the age of ইত্যাদি। অতএব এখানে Answer (c) at.

গ্যাপ (d) বিশ্লেষণ করলে আমরা দেখি যে, a standard practice (d) —- many families. 

 যার অর্থ- ’অনেক পরিবারে স্বীকৃত ব্যবস্থা’ । ’অনেক পরিবারে’ মানে in many families. অতএব Answer (d) in. 

Answer  (b) off; (c) at; (d) in.

Preposition Solution

3. (e) —- her wedding, Shilpi joined a local empowerment group that helps her
(f) —- the tools needed to gradually change cultural practices, particularly
those pertaining (g) —- early marriage and pregnancy.

ব্যাখ্যা: আমরা এই লাইনটি অর্থ ভেঙ্গে ভেঙ্গে করবো। গ্যাপ (e) তে —- her wedding. আছে।
প্রদত্ত লাইনটি পড়লে আমরা বোঝতে পারবো ঘটনাটি শিল্পীর বিয়ের পরের ঘটনা।
অতএব এখানে হবে after her wedding. অর্থ- তার বিযের পরে।

Shilpi joined a local empowerment group অর্থ- ‘শিল্পী একটি স্থানীয় ক্ষমতায়ন গ্রুপে যোগ দেয়’। 

Answer  (e) after

Preposition Solution

এখানে আছে that helps her (f) —- the tools needed to gradually change cultural practices, এই লাইনটির অর্থ-

‘ধীরে ধীরে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি কে পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় উপকরণে দিয়ে গ্রুপটি তাকে সাহায্য করে। 

অরো ছোট করে বললে- ‘গ্রুপটি তাকে উপকরণ দিয়ে সাহয্য করে’  that helps her (f) —- the tools.
এখানে Preposition হিসেবে with বসবে।  তাহলে কী দাড়ালো that helps her (f)  with the tools. 

Answer (f) with

particularly those pertaining (g) —- early marriage and pregnancy. এই অংশটির বাংলা অর্থ-
‘বিশেষ করে যেগুলো বাল্যবিবাহ এবং প্রেগনেসির সাথে সম্পর্কীত’।
pertaining এরপর Preposition- to বসে। এবং এর অর্থ হলো সংযোগ আছে/ সম্পর্কীত।

Answer (e) after; (f) with; (g) to

এই  ‍পুরা লাইনটি অর্থ: ‘শিল্পী বিয়ের পর একটি স্থানীয় ক্ষমতায়ণ গ্রুপে যোগদান করে। যে গ্রুপটি তাকে বাল্য বিবাহ ও অপরিণত প্রেগনেনছির সাথে  সম্পৃক্ত অপসংস্কৃতি ধীরে ধীরে পরিবর্তন করার জন্য প্রয়োজনীয়  উপকরণ দিয়ে সাহায্য করে’।

Preposition Solution

4. The group’s activities include discussions (h) — how to change behavior related (i) —–  reproductive health as well as one-on-0ne counselling.

ব্যাখ্যা: এই লাইনটিতে ২টি গ্যাপ রয়েছে। The group’s activities include discussions (h) — how to change behavior এই অংশটুকুর অর্থ- ‘এই গ্রুপের কার্যক্রমের মধ্যে কিভাবে আচরন পরিবর্তন করা যায়,

এর উপর  আলোচনা অন্তর্ভূক্ত  রয়েছে’। এখানে বলা হয়েছে ’আলোচনা’, ’কিসের উপর আলোচনা?’ কিভাবে আচরন পরিবর্তন করা যায় তার উপর আলোচনা।

অর্থ্যাৎ discussions on something. অতএব, discussions on how to change. 

Answer (h) on

behavior related (i) —–  reproductive health এইটুকুর অর্থ- ‘প্রজনণ স্থাস্থ্যের সাথে সস্পর্কীত আচর ‘।  এখানে গ্যাপ (i) এর আগে আছে related . এই related এর পর Preposition হিসেবে to ব্যাবহৃত হয়।Answer (h) on; (i) to.

পুরো লাইনের  অর্থ- ‘এই গ্রুপটির আলোচনার মধ্যে অন্তভুর্ক্ত কিভাবে প্রজণন স্বাস্থ্য সম্পর্কীত আচরন পরিবর্তন করা যায়এবং one-on-one counsolling’.

5. Like Shilpi, many of the girls got assistance (j) —- this empowerment group.

ব্যাখ্যা: অর্থ- ‘শিল্পীর মত আরো অনেক মেয়েরো এই ক্ষমতায়ণ গ্রুপ থেকে সহযোগিতা নিয়েছিল। assistance (j) —- this empowerment group=ক্ষমতায়ণ গ্রুপ থেকে সহযোগিতা। থেকে মানে হলে from. এখানে উত্তর (j) from

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype