Preposition Solution with Explanation

Preposition Solution with Explanation of English Second Paper || Dhaka Board- 2023

A good boy is accustomed (a) —- hard work. He is not addicted (b) —- any bad thing. He is not averse (c) —- any hard work.

Preposition Solution with Explanation

He clings (d) —- his determination. Since he is used (e) — hard work, he is not doubtful (f) —– his success. He is very much conscious (g) —- his duties.

Preposition Solution with Explanation

He is not boastful (h) —- his talents. He behaves well (i) — all. 
Preposition Solution with Explanation

He attends (j) —- his studies.

For more Solutions visit our site

Preposition Solution with Explanation

1.A good boy is accustomed (a) —- hard work.

ব্যাখ্যা: লাইনটির বাংলা অর্থ -‘একটি ভালো ছেলে কঠোর পরিশ্রমে অভ্যস্ত’।    accustom এর সাথে Appropriate Preposition হিসিবে to ব্যবহৃত হয়। এর অর্থ হলো অভ্যস্ত।

Answer (a) to.

2. He is not addicted (b) —- any bad thing.

ব্যাখ্যা: বাংলা- ‘সে কোন খারাপ কাজে আসক্ত হয় না’।
Appropriate Preposition হিসেবে  Addicted এর পর  to বসে।
অতএব এখানে Answer হবে to.

Answer (b) to

Preposition Solution with Explanation

3. He is not averse (c) —- any hard work.

ব্যাখ্যা:  অর্থ- ‘ সে কঠোর পরিশ্রম বিমুখ নয়’। এখানে গ্যাপ (c) এর আগে Averse আছে। Averse এরপর Appropriate Preposition হিসেবে to বসে।Averse to অর্থ: বিমুখ/বিরোধী।

Answer (c) to.

4. He clings (d) —- his determination.

ব্যাখ্যা: লাইনটির বাংলা অর্থ- ‘সে তার সংকল্পে আটল থাকে/লেগে থাকে’। cling এরপর Appropriate Preposition সবসময় to বসে। Cling to অর্থ-লেগে থাকা বা অটল থাকা।

Answer (d) to

Preposition Solution with Explanation

5. Since he is used  (e) — hard work, he is not doubtful (f) —– his success.

ব্যাখ্যা: বাংলা অর্থ- ‘যেহেতু সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত, তাই সে তার সফলতায় সন্দীহান নয়’। 
এখানে গ্যাপ (e) এর আগে আছে used. এই used এরপর Appropriate preposition- to বসে।  used to অর্থ: অভ্যস্ত।
গ্যাপ (f) এর আগে আছে doubtful. আর doubtful এর আগে Appropriate Preposition- of/ about ব্যবহৃত হয়।

Answer (e) to; (f) of/ about.

 

6. He is very much conscious (g) —- his duties.

ব্যাখ্যা: এই লাইনটির বাংলা অর্থ- ‘সে তার দায়িত্ব সম্পর্কে খুব সচেতন’।
এই লাইনটিতে গ্যাপের আগে আছ conscious.  এই conscious এরপর Preposition – of বসে।

Answer (g) of.

7. He is not boastful (h) —- his talents.

ব্যাখ্যা: লাইনটির বাংলা অর্থ: ‘সে তার মেধার বিষয়ে দাম্ভিক নয়’।
boastful এরপর Preposition হিসেবে of বসে। যার অর্থ  ‘দম্ভিক’।
Answer (h) of.

Preposition Solution with Explanation

8. He behaves well (i) — all.

ব্যাখ্যা: বাংলা অর্থ ‘ সে সকলের সাথে ভালো আচরন করে’।
behave এরপর Appropriate Preposition হিসেবে with ব্যবহৃত হয়।

Answer(i) with.

9. He attends (j) —- his studies.

ব্যাখ্যা: লাইনটির বাংলা অর্থ- ‘ সে তার পড়াশুনোয় মনেযোগ দেয়’। মনযোগ দেয়া অর্থে attend এর পর Preposition হিসেবে to ব্যবহৃত হয়।

Answer (j) to .

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype