আসসালামু আলাইকুম। প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ ইংরেজি সহায়িকায় আজ আলোচনা করবো Pride এর বিভিন্ন ব্যবহার নিয়ে। বিগত প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বিভিন্ন সময় Pride এর ব্যবহার নিয়ে প্রশ্ন আসছে। তাই আজ আলোচনা করবো Problems with Pride- Primary Job English.

 

 

Pride কখনো শুধু Preposition নিয়ে ব্যবহৃত হয়। আবার কখনোএক বা একাধিক শব্দসহ Phrase হিসেবে ব্যবহৃত হয়। এই Content টি মনযোগ সহকারে পড়লে, Pride থেকে যে ধরনের প্রশ্নই আসুক না কেন আপনি অনায়াসে উত্তর করে আসতে পারবেন। যা আপনাকে এক নম্বর নিশ্চিত করবে। 

 



প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগের বিশাল বিজ্ঞপ্তি  হাজারো বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। প্রকৃতপক্ষে মেধাবীরা এই বিজ্ঞপ্তির জন্য অপেক্ষায় ছিলেন।

প্রিয় পাঠক,  আপনাদের স্বপ্ন পূরণে একধাপ এগিয়ে রাখতে আমার ক্ষুদ্র প্রয়াস।  আমি প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি অংশ নিয়ে নিয়মিত Content তৈরি করবো। যা আপনাদের জন্য সহায়ক হবে বলে আমার বিশ্বাস। 



Pride এর ব্যবহার 

  1. Pride হচ্ছে Noun যার Adjective Form হলো Proud.

Proud এরপর Appropriate Preposition হিসেবে of ব্যবহৃত হয়।যেমন-

I am proud of my country.

We are proud of our freedom fighters.

 

 

2. Take pride in something

Pride যখন take কে তার সাথে নিয়ে ব্যবহৃত হয়, তখন Pride এরপর Preposition in ব্যবহৃত হয়। যেমন-

I take pride in my country.

We take pride in our freedom fighters.

 

 2. He takes pride —– his wealth.

(a) of
(b) upon
(c) at
(d) in



 

3. ‘Pride’ verb হিসেবে ব্যবহৃত হলে এরপর ‘on’ preposition বসে।

1. He prides himself — his wealth.

(a) of
(b) for
(c) on
(d) in

Ans : (c) on.

 

Problems with Pride- Primary Job English

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top