আমরা যখন অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে প্রত্যেকে আলাদা আলাদা বেছে নিতে চাই এবং তাদের ইংরেজিতে প্রকাশ করতে চাই, তখন আমাদেরকে  কিছু Pronoun ব্যবহার করতে হয়। আর এরাই হচ্ছে Distributive Pronoun. চলুন Definition টা দেখে নিই।তাহলে বিষয়টি আরো Clear হয়ে যাবে। Pronoun Basic- Ep-5- Distributive Pronoun
Distributive Pronoun 

 

Definition 
 
যে Pronoun অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে বুঝায়, তাকে Distributive Pronoun বলে।
 
অর্থ্যাৎ অনেকগুলো ব্যক্তি বা বস্তুকে সমষ্টিগতভাবে (Collectively) না বুঝিয়ে পৃথকভাবে বুঝায়। । এমন বুঝাতে যে Pronoun ব্যবহৃত হয়, তাকে Distributive Pronoun বলে। যেমন: Each, Either, Neither, মূলত এই তিনটিই  হচ্ছে Distributive Pronoun । তবে আমরা আরো কিছু Pronoun কে Distributive Pronoun হিসেবে ব্যবহার করতে পারি। যেমন- Any, none. তবে এই Any এবং None আবার Indefinite Pornoun এর অন্তর্ভূক্ত।
 
Example
Each of the girls is talented.
Either of these books is new. 
Any of the three houses is costly. 

Neither of these pens is mine. 
None of the five flowers are nice. 

Click Here to Watch:


 


এখন আমরা শিখব Distributive Pronoun এর ব্যবহার
 
Each: Each অর্থ-প্রত্যেক। Each দ্বারা এক এক করে সবাইকে বুঝায়। তবে Each দ্বারা Small Number বা কম সংখ্যক থেকে প্রত্যেকটিকে বুঝায়।  Large Number বা অধিক সংখ্যক বুঝাতে কখনো Each ব্যবহৃত হয় না। 
She gave me two pens. Each was green. 
Each of the students is present.  
 
Either: দুইয়ের মধ্যে যে কোন একটি  বুঝাতে Either বসে। 
I have bought two pens, either is good. 

Either of the girls is tall. 

Any: দুইয়ের অধিক বস্তু বা ব্যক্তি থেকে যেকোন একটি বস্তু বা ব্যক্তিকে বুঝাতে Any/Anyone ব্যবহৃত হয়।

Any of the five cars is brought from Japan.
Anyone of the three students is good at mathematics. 

Pronoun Basic- Ep-5- Distributive Pronoun

Neither: দুইয়ের মধ্যে যদি কোনটিকেই না বুঝায়, তবে Neither ব্যবহৃত হয়। 

There are two books on the table, neither is interesting. 
Neither of the laptops is working. 
Neither of the students is industrious. 

Read more: Pronoun Basic- EP-6- Indefinite Pronoun

None: দুইয়ের অধিক বস্তু বা ব্যক্তি থেকে যদি কাউকেই না বুঝায়, তবে None ব্যবহৃত হয়। 
Of the five students, none is participating in the party.
 None of the three tables are mine. 

  Verb with Distributive Pronoun
 

1. Each, Either, Neither, Any এরপর ‍সবসময় ‍Singular Verb হয়। 
She gave me two pens. Each was green.
I have bought two pens, either is good. 
There are two books on the table, neither is interesting.

Of the five cars, anyone is from Japan.

2. যদি Each of the/Either of the/Neither of the/Any of the + Plural Noun এইভাবে ব্যবহৃত হয়,  তবুও Singular Verb হয়।


Each of the students is present. 

Either of the tables is strong.
Any of the five cars is brought from Japan. 
Neither of the students is industrious. 


3. None এরপর Singular Verbও হয় আবার Plural Verbও হয়। তবে Plural Verbই বেশি ব্যবহৃত হয়।


None of the three tables are (or is) mine.

None of the students are guilty.

Theme & Template

 

 
 
 


Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top