আপনি কি Pronoun এর Classification নিয়ে Confused? কোনটি Personal Pronoun, কোনটি Indefinite Pronoun, আবার কোনটিই বা Distributive, সেটি Identify করতে কি আপনার সমস্যা হচ্ছে? তাহলে এই Tutorial টি আপনার জন্যই। আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, এই Tutorial টি দেখার পর আপনি আর কোনদিন Indefinite Pronoun Identify করতে ভুল করবেন না।Pronoun Basic- Ep-6- Indefinite Pronoun
Indefinite Pronoun
আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি Pronoun Basic এর আজকের Lesson এ। Episode-6 এ আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে Indefinite Pronoun. Let’s get started…
কিছু Pronoun আছে, যেগুলো পড়ে বুঝা যায় না, এরা Exactly কী বা কাকে বুঝায়। তাছাড়া এরা যাকে Refer করে, তার Number এবং Gender সম্পর্কও স্পষ্ট ধারণা পাওয়া যায় না। আর এরাই হচ্ছে Indefinite Pronoun.
যে Pronoun সাধারণভাবে অনির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু কে বুঝায়, তাকে Indefinite Pronoun বলে।
Indefinite Pronoun কে আরো ভালভাবে বুঝার জন্য চলুন কিছু Example দেখি।
1. Many are called but few are chosen.
যার অর্থ: অনেককে ডাকা হয় কিন্তু অল্প কয়েকজনকেই বেছে নেয়া হয়। এই Sentence টিতে Many এবং Few হচ্ছে Indefinite Pronouns. কেননা Many এবং Few দ্বারা Exactly কাকে বুঝানো হচ্ছে, তা কিন্তু এখানে স্পষ্ট নয়। এখানে ‘অনেকে’ কারা? আবার ‘অল্প কয়েকজন’ই কারা তা নির্দিষ্ট নয়।
2. They believe that man becomes a ghost after death.
যার অর্থ:- লোকে বলে মানুষ মরলে ভূত হয়। এই They মানে ‘তারা’ নয়। এখানে They দ্বারা ‘সাধারণ লোক’/ ‘সাধারণ মানুষ’ কে বুঝানো হয়েছে। এখানে They হচ্ছে একটি Indefinite Pronoun.
3. One should respect one’s mother.
অর্থ: মাকে শ্রদ্ধা করা উচিত। কিন্তু, কার মাকে কে শ্রদ্ধা করবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। এখানে In General Way তে বা সাধারণভাবে সকল সন্তানদের নিজনিজ মাকে শ্রদ্ধা করার কথা বলা হচ্ছে। সুতরাং এই one-ও একটি Indefinite Pronoun.
Dear viewers, I hope Indefinite Pronoun সর্ম্পকে আপনার কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এখন আমরা আরো কিছু Indefinite Pronoun দেখব।
Every/Some/Any/No এর প্রত্যেকটির সাথে আরো ৩ টি করে Suffix যেমন:- Body/One/Thing যোগ করে 3*4 মোট ১২ টি Indefinite Pronoun পেতে পারি।
যেমন:
Every এর সাথে আমরা Body/One/Thing যোগ করে
Everybody/Everyone/Everything পাই।
আবার, Some এর সাথে আমরা Body/One/Thing যোগ করে আমরা
Somebody/Someone/Something পাই।
একইভাবে, Any এর সাথে আমরা Body/One/Thing যোগ করে আমরা Anybody/Anyone/Anything পাই।
আবার, No এর সাথে আমরা Body/One/Thing যোগ করে আমরা
Nobody/No one/Nothing পাই।
এগুলো ছাড়াও আরো কিছু Indefinite Pronoun রয়েছে।
Many, Much, More, Most,
Few, Fewer, Fewest, Little, Less, Least.
One, Some, Any, Every, Enough
Half, All, Both, Several, Other
Each, Either, Neither
Enough: Enough is enough.
Little: Little is known about the period of history.
Less: Less is known about the period of history.
Much: Much was discussed in the meeting.
More: More is better.
Most: Most was rotten.
Plenty: Thanks, that’s plenty.
One: One has got through.
Several: Several was chosen.
Few: Few were chosen.
Fewer: Fewer are going to the mosque.
Many: Many are called.
More: More were ignored.
Most: Most would agree.