Right Form of Verb-HSC-Chattogram-Board-2023
Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context.
While (a) —— (eat) food, we should (b) —— (bear) in mind that we don’t eat just to (c) —— (satisfy) hunger or to (d) —— (fill) the belly. We eat to (e) —— (preserve) our health. For good health, a man (f) —— (eat) good food. Sometimes, it so (g) —— (happen) that people who (h) —— (live) even in the midst of plenty do not (i) —— (eat) the food they need for good health. Actually, they (j) —— (have) no knowledge of health and nutrition. They don’t know how to (k) —— (select) a balanced diet from the many foods that (l) —— (be) available to them. Besides, foods are being (m) —— (adulterate) in many ways nowadays. So, it is high time we (n) —— (select) right kind of foods for avoiding health hazard.
Right Form of Verb-HSC-Chattogram-Board-2023
ব্যাখ্যাসহ Solution
1.While (a) —— (eat) food, we should (b) —— (bear) in mind that we don’t eat just to (c) —— (satisfy) hunger or to (d) —— (fill) the bell.
ব্যাখ্যা: While এরপর Verb এর সাথে ing যোগ করতে হয়।
অতএবং গ্যাপ (a) তে eat এর সাথে ing যোগ করে হবে eating.
আবার দেখেন গ্যাপ (b) এর আগে আছে should.
মনে রাখবেন Shall, Should, will, would, can, could, may, might, ought to , have to, has to , am to, is to, are to, was to, were to
এর পর ব্রাকেটের Verb এর কোন পরিবর্তন হয় না। অতএব গ্যাপ (b) তে bear এর কোন পরিবর্তন হবে না। যা আছে তাই।
অন্যদিকে গ্যাপ (c ) এবং গ্যাপ (d) এর আগে আছে to.
আপনারে জ্ঞাতার্থে জানাচ্ছি to এর পরও ব্রাকেটের Verb এর কোন পরিবর্ত হয় না।
তাই গ্যাপ (c ) এবং গ্যাপ (d) এর ব্রাকেটের Verb এর কোন পরিবর্তন হবে না। যথাক্রমে satisfy এবং fill হবে।
Answer (a) eating
(b ) bear
(c) satisfy
(d) fill
2. We eat to (e) —— (preserve) our health.
ব্যাখ্যা: এখানেও গ্যাপ (e) এর আগে to আছে তাই ব্রাকেটের Verb- Preserve এর কোন পরিবর্তন হবে না। যা আছে তাই।
অনুবাদ: আমরা খাবার খাই আমাদের স্বাস্থ্য রক্ষা করতে ।
Answer (e ) preserve
Right Form of Verb-HSC-Chattogram-Board-2023
3. For good health, a man (f) —— (eat) good food.
ব্যাখ্যা: সুস্বাস্থ্যের জন্য একজন মানুষকে ভালো খাবার খাওয়া উচিত। ‘খাওয়া উচিত’ অর্থে গ্যাপে Should eat হবে।
Answer (e) should eat.
4. Sometimes, it so (g) —— (happen) that people who (h) —— (live) even in the midst of plenty do not (i) —— (eat) the food they need for good health.
ব্যাখ্যা: এই sentence টিতে sometimes আছে। কোন Sentence এ sometimes,
regularly, usually, normally, often, always থাকলে sentence এর Verb টি Present Indefinite Tense হবে।
দেখেন গ্যাপ (g) এর Subject হলো it যা 3rd Person Singular Number. তই ব্রাকেটের Verb এরশেষে s/es যোগ করতে হবে।
অতএব গ্যাপ (g) এ হবে happens.
আবার লক্ষ্য করুন গ্যাপ (h) এর Verb হবে who এর আগের Noun- people অনুযায়ী। আগেই বলেছি Sentence টি Present Indefinite Tense এর।
এই গ্যাপে এর আগের people যেহেতু 3rd Person Plural তাই গ্যাপের Verb এর কোন পরিবর্তন হবে না। অর্থ্যাৎ live এর কোন পরিবর্তন হবে না।
অন্যদিকে গ্যাপ (i) এর আগে আছে do not . মনে রাখবেন do not, did not এবং
does not এর পর ব্রাকেটের Verb এর কোন পরিবর্তন হয় না। তাই গ্যাপ (i) তে eat ই থাকবে।
Answer (g) happens
(h) live
(i) eat
Right Form of Verb-HSC-Chattogram-Board-2023
5. Actually, they (j) —— (have) no knowledge of health and nutrition.
ব্যাখ্যা; আগের Sentence গুলোর ধারাবাহিকতায় এই Sentence টিও present Indefinite Tense এর.
এখানে Subject হলো they যা 3rd Person Plural Number.
এই দিকে sentence টি Present Indefinite Tense এর হওয়ায় ব্রাকেটের have এর কোন পরিবর্তন হবে ন।
Answer (j) have.
6. They don’t know how to (k) —— (select) a balanced diet from the many foods that (l) —— (be) available to them.
ব্যাখ্যা: গ্যাপ (k) এর আগে আছে how to .
আমরা জেনেছি যে to এর পর ব্রাকেটের Verb এর কোন পরিবর্তন হয় না। তাই গ্যাপ (k) তে select ই হবে।
আবার দেখেন গ্যাপ (l) এর আগে আছে that যা একটি Relative Pronoun. এই that এর আগের many foods অনুযায়ী গ্যাপে be verb হবে।
যেহেতু many foods হলো 3rd Person Plural Number এবং Sentence টি Prestne Indefinite tense তাই গ্যাপ (l) এ হবে are.
Answer (k) select
(l) are.
7. Besides, foods are being (m) —— (adulterate) in many ways nowadays.
ব্যাখ্যা: এখানে গ্যাপ (m) এর আগে আছে being.
মনে রাখবেন being এরপর ব্রাকেটের Verb এর Past Participle হয়। অতএব গ্যাপ (m) এ adulterated হবে।
Answer (m) adulterated
8. So, it is high time we (n) —— (select) right kind of foods for avoiding health hazard.
ব্যাখ্যা: It is time/ It is high time এর পর সাধারনত to + Verb হয়।কিন্তু যদি It is time/ It is high time এরপর যদি Subject হয়,
তবে ব্রাকেটের Verb এর Past form হয়। অতএব গ্যাপ (n) এ হবে selected.
Answer (n) selected
Facebook Page: English with Rasel
Facebook Group:English with Rasel