Right-Form-of-Verb-Solution-HSC Jashore Board-2023

Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context:

Dhaka, the world’s densest and fastest growing city, (a) ____ (face) unbearable traffic jams. There (b) ____ (be) many reasons for this. The ever increasing number of vehicles and population (c) ___ (be) the main reason. During a traffic jam, people (d) ____ (has) to suffer much. They have to (e) ____ (move) inch by inch. They have to wait on roads hours after hours (f) ____ (face) unbearable sufferings. Again, the roads of Dhaka city (g) ____ (be not) spacious. Only seven percent of Dhaka city is (h) _____ (cover) by roads, compared with around 25 percent of Paris and Vienna. If anybody falls in a traffic jam, he (i) ____ (not know) when he will reach home.

Right-Form-of-Verb-Solution-HSC

Sometimes, a distance of 1km (j) ____ (take) an hour to cross. Office and school goers find it very difficult (k) ____ (reach) their destination in time. Our government (l) ____  (try) heart and soul to solve this problem. Flyovers (m) ____  (build) in different places in order to control traffic jam. Besides, traffic police and sergeants (n) ____  (see) filing cases against vehicles breaking road transport rules. But still it is becoming impossible to control traffic jam.

(a) faces; (b) are; (c) is; (d) have; (e) move; (f) facing; (g) are not; (h) covered; (i) does not know; (j) takes/can take; (k) to reach; (l) is trying; (m) are built/are being built; (n) are seen

 

ব্যাখ্যাসহ Solution

1.Dhaka, the world’s densest and fastest growing city, (a) ____ (face) unbearable traffic jams.
ব্যাখ্যা: পৃথিবীর সবচেয়ে ঘনবসিপূর্ণ এবং দ্রুত অগ্রসমান শহর ঢাকা অনহনীয় যানজটের মুখমুখি হয়। দেখুন ঢাকা শহর অসহনীয় যানজরেটর  সমস্যায় ভোগে- এটি আমাদের একটি স্বাভাবিক বর্তমান। তাই Sentence টি Present Indefinite Tense এ করতে হবে। এখানে Dhaka হলো subject যা 3rd Person Singular Number. (একটা বিষয় সবসময় মাথায় রাখবেন-দুই কমার মাঝে এই, the world’s densest and fastest growing city,  অংশটুকু  হলো Appositive. যা Subject- Dhaka সর্ম্পকে অতিরিক্ত তথ্য দিয়েছে। তবে এই অংশটুকু Verb নির্ধারনে কোন ভুমিকা রাখে না। তাই এইঅংশটুকু মাথা থেকে আপাতত ঝেড়ে ফেলে দিন।) মনে রাখাবেন Present Indefinite Tense যুক্ত  Sentence এর Subject যদি 3rd Person Singular Number হয় তবে Verb এর শেষে s/es হবে। অতএব গ্যাপ (a) তে faces হবে।
Answer (a) faces

Right-Form-of-Verb-Solution-HSC

2. There (b) ____ (be) many reasons for this.
ব্যাখ্যা: There যুক্ত Sentence এর Verb নির্ধারিত হয় Verb এর পরের Noun এর উপর ভিত্তি করে । পরের Noun টি Singular হলে Verb টি Singular হবে। আর Noun টি Plural হলে Verb টি Plural হবে। এই ‍Sentence টিতে দেখেন Verb এর পর আছে many reasons যা Plural তাই গ্যাপ (b) তে be Verb হিসেবে are হবে।
Answer (b) are

3. The ever increasing number of vehicles and population (c) ___ (be) the main reason.
ব্যাখ্যা: ক্রমবর্ধমান যানবাহন এবং জনমানবের সংখ্যাই প্রধান কারণ। এই গ্যাপে একটি be Verb ব্যবহার করতে বলা হয়েছে। প্রথমেই আমাদেরকে এই Sentence এর Subuject খুজে বের করতে হবে। এখনে The ever increasing number of vehicles and population এই অংশটুকু বাক্যের Subject হলেও বাক্যের Verb নির্ধারিত হবে of এর আগের  The ever increasing number অনুযায়ী। যা 3rd Person Singular Number. তাই  গ্যাপ (c ) তে be Verb হিসেবে is হবে।
Answer (c ) is

4. During a traffic jam, people (d) ____ (has) to suffer much.
ব্যাখ্যা: এই Sentence টির Subject হলো  people যা Plural. তাই গ্যাপে has এর বদলে have হবে। তখন Sentence টি দাড়াঁয় – During a traffic jam, people  have  to suffer much. অনুবাদ: যানজটের সময় মানুষকে অনেক ভোগতে হয়।
Answer (d) have

5. They have to (e) ____ (move) inch by inch.
ব্যাখ্যা: গ্যাপ (e ) এর আগে আছে have to. মনে রাখবেন- have to, has to,had to, ought to, am to, is to , are to, was to, were to এর পর ব্রাকেটের Verb এর কোন পরিবর্তন হয় না। অতএব গ্যাপ ( e) তে হবে move.
Answer (e ) move.

Right-Form-of-Verb-Solution-HSC

6. They have to wait on roads hours after hours (f) ____ (face) unbearable sufferings.
ব্যাখ্যা: লক্ষ্য করুন  এই Sentence টিতে দুটি Verb আছে- একটি হলো wait এবং অন্যটি হলো face. একটি Simple Sentence এ যদি দুটি Verb থাকে, তবে ২য় Verb এর সাথে হয় ing যোগ হয়। অথবা উদ্দেশ্য বুঝাতে To + Verb  হয়। গ্যাপ (f) এ লক্ষ্য করে দেখুন, এখানে কোন উদ্দেশ্য বুঝাচ্ছে না। বরং বলা হচ্ছে, অসহসীয় ভোগান্তির মুখমুখি হয়ে তাদেরকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হয়। তাই গ্যাপ (f)  এ face এর সাথে ing যোগ করে facing করতে হবে।
Answer (f) facing.

7.  Again, the roads of Dhaka city (g) ____ (be not) spacious.
ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে- আবার ঢাকা শহরের রাস্তাগুলো প্রশস্ত নয়। গ্যাপ (g) তে be verb হবে Subject অংশের of এর আগের অংশ the roads অনুযায়ী। যেহেতু the roads হলো Plural তাই গ্যাপ (g) তে হবে are not
Answer (g) are not

8. Only seven percent of Dhaka city is (h) _____ (cover) by roads, compared with around 25 percent of Paris and Vienna.
ব্যাখ্যা: লক্ষ্য করলে দেখবেন Only seven percent of Dhaka city is (h) _____ (cover) by roads এই অংশটুকু একটি Passive Voice এর Structure. (যেমন: subject + auxiliary Verb + Verb এর Past Participle + by + object).  তাই Ausiliary Verb- is এরপর গ্যাপে cover এর past participle হিসেবে covered বসবে।
Answer (h) covered

Right-Form-of-Verb-Solution-HSC

9. If anybody falls in a traffic jam, he (i) ____ (not know) when he will reach home.
ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে- If anybody falls in a traffic jam= যদি কেউ যান জটে পড়ে; he (i) ____ (not know) সে জানে না; when he will reach home= কখন সে বাড়ি পৌঁছাবে। আসলে এটি ঢাকা শহরের একটি স্বাভাবিক ব্যাপার। তাই এই Sentence টিও Present Indefinite Tense এ হবে। তাই গ্যাপ (i) তে ’সে জানে না’ অর্থে does not know হবে। কেননা Present Indefinite Tense এ Negative করতে হলে ‍Subject এরপর do not /does not ব্যবহার করতে হয়।
Answer (i) does not know.

Right-Form-of-Verb-Solution-HSC

10. Sometimes, a distance of 1km (j) ____ (take) an hour to cross.
ব্যাখ্যা: এই sentence টিতে sometimes আছে। ‍কোন Sentence এ sometimes, regularly, usually, normally, often, always থাকলে sentence এর Verb টি Present Indefinite Tense হবে। দেখেন গ্যাপ (j) এর Subject হলো of এর আগের অংশ  a distance যা 3rd Person Singular Number.  তই ব্রাকেটের Verb এরশেষে s/es যোগ করতে হবে। অতএব গ্যাপে হবে takes.
Answer (j) takes

11. Office and school goers find it very difficult (k) ____ (reach) their destination in time.
ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে- অফিস ও স্কুলগামীদের সময় মত তাদের গন্তব্যে পৌছানো কষ্টকর হয়ে যায়। এই Sentence টিতে দুটি Verb আছে একটি হলো find অন্যটি হলো reach. মনে রাখবেন- একটি simple sentence এ 2টি Verb থাকলে  ২য় Verb এর সাথে হয় ing যোগ হবে। অথবা উদ্দেশ্য বুঝাতে to+ Verb বসে। কী কষ্টকর হয়? উত্তর হবে- গন্তব্যে পৌছাতে। তাই (k) তবে হবে to + reach.
Answer (k) to reach

Right-Form-of-Verb-Solution-HSC

12. Our government (l) ____  (try) heart and soul to solve this problem.
অনুবাদ: আমাদের সরকারের এই সমস্যা সমাধান করার জন্য মনে প্রাণে চেষ্টা করছে। এখানে গ্যাপ (l) তে Present continuous Tense হবে। কেননা সরকারের এই চেষ্টা চলমান আছে।  যেহেতু Our government  হলো 3rd Person singular Number. তই  গ্যাপে is এর পর trying হবে।
Answer (l) is trying

13. Flyovers (m) ____  (build) in different places in order to control traffic jam.
ব্যাখ্যা: যানজট নিয়ন্ত্রনের জন্য বিভিন্ন জায়গায় ফ্লইওভার নির্মাণ করা হচ্ছে। Flyovers তো নিজে নিজে নির্মিত হয় না।তাই এই Sentence টি Passive voice এ করতে হবে। এবং যেহেতু বলা হচ্ছে[-নির্মাণ করা হচ্ছে। তাই Present Cotinuous Tense এর Passive Voice করতে হবে। ‍Structure: Sub + am/is/are +being+ verb এর past Participle +extention. Flyovers যেহেতু plural তাই are being built হবে।
Answer (m) are being built.

14. Besides, traffic police and sergeants (n) ____  (see) filing cases against vehicles breaking road transport rules.
ব্যাখ্যা: Besides, traffic police and sergeants (n) ____  (see)= তাছাড়াও ট্রাফিক পুলিশ এবং ‍সার্জেন্টদের দেখা যায়। filing cases against vehicles=  যানবাহনের বিরুদ্ধে মামলা দিতে। breaking road transport rules= সড়ক পরিবহন নিয়ম ভঙ্গকারী।  এখানে বলো হচ্ছে- ট্রাফিক পুলিশ এবং ‍সার্জেন্টদের দেখা যায়। অর্থ্যাৎ বাক্যটি Present indefinite Tense এর passive Voice এ করতে হবে। (Subject + am/is/are + verb এর Past Participle + Extension. এখানে traffic police and sergeants হলো Plural তাই গ্যাপ (n) এ হবে are seen.
Answer (n) are seen

Right-Form-of-Verb-Solution-HSC

 Facebook Page: English with Rasel

 Facebook Group:English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype