
Right Form of Verbs- Dinajpur Board- 2017
This is about Right Form of Verbs- Dinajpur Board- 2017. You can get benefited by this article. But the condition is that you have to practice more and more.
Right Form of Verbs
Dinajpur Board- 2017
1.In the last autumn vacation, I (a) —- (get) sufficient time. So, I (b) —– (make) up my mind to make a journey by train from Dhaka to Chittagong.
I (c) —- (reach) the station about half an hour before the departure of the train.
It (d) —- (be) then a very busy time. Rickshaw, motorcars and other vehicles (e) — (come) to the station with passengers.
Coolies (f) —– (run) behind them.
There (g) —- (be) shouts and rush of the passengers and the coolies. After some time hearing a whistle,
the passengers (h) —— (stand) in a queue before the ticket counter. I also (i) —- (stand) in the line and (j) —- (buy) a second class ticket.
a). In the last autumn vacation I (a) —- (get) sufficient time.
ব্যাখ্যা: ‘In the last autumn vacation’ এই Adverbial Phrase থেকে আমরা বুঝতে পারি যে, এই Passage টি Past Tense এর ঘটনা।
সুতরাং এই Passage এর Verb গুলো Past Indefinite Tense এ হবে। অতএব Gap (a) তে হবে ‘get’ এর past form ‘got’। Answer: got
Right Form of Verbs- Dinajpur Board- 2017
b).So, I (b) —– (make) up my mind to make a journey by train from Dhaka to Chittagong.
ব্যাখ্যা: যথারীতি Gap (b) তেও ‘make up one’s mind’ phrase এর Verb- ‘make’ এর Past form ‘made’ হবে। Answer: made
c). I (c) —- (reach) the station about half an hour before the departure of the train.
ব্যাখ্যা: আমি প্রথমেই বলেছি
‘In the last autumn vacation’ এই Adverbial Phrase টি যেহেতু অতীত সময়কে নির্দেশ করে,
তাই এই Passage এর সবগুলো Verb ই Past Indefinite এ হবে। অতএব Gap (c) তে Answer হবে ‘reach’ এর Past form ‘reached’। Answer: reached
Read More: Modifier Solution Barishal Board-2017
d). It (d) —- (be) then a very busy time.
ব্যাখ্যা:Gap (d) তে বলা হয়েছে be verb বসাতে। আমরা be verb বলতে বুঝি- Am, is, are, was, were ।
আমরা এও জানি be verb- Am, is, are, ব্যবহৃত হয় যদি Sentence এর Verb টি Present Tense হয়। আর was, were ব্যবহৃত হয় Past tense এর ক্ষেত্রে।
তবে, Past Tense এর ক্ষেত্রে Sentence এর Subject টি Singular হলে was ব্যবহৃত হয়।
আর যদি Sentence এরSubject টি Plural হলে were ব্যবহৃত হয়। প্রদত্ত Sentence টিতে Subject যেহেতু ‘It’ একটি Singular word । তাই Gap (d) তে Answer: was
Right Form of Verbs- Dinajpur Board- 2017
e). Rickshaw, motorcars and other vehicles (e) — (come) to the station with passengers.
ব্যাখ্যা: Gap (e) তে verb টির Past Indefinite /Past Continuous হতে পারে। কেননা সে স্টেশনে পৌছে দেখেছিল যানবাহনগুলো যাত্র্র্র্রী নিয়ে আসছিল/ এসেছিল। দুটি উত্তরই সঠিক। Answer: came/ were coming
f). Coolies (f) —– (run) behind them.
ব্যাখ্যা: Gap (f) তে verb টিরও Past Indefinite /Past Continuous হতে পারে।বাক্যটির বাংলা অর্থ; ‘কুলিরা গাড়ীগুলোর পেছনে ছুটেছিল/ ছুটছিল’।
দুটি উত্তরই সঠিক। Answer: ran/ were raning
Right Form of Verbs- Dinajpur Board- 2017
g). There (g) —- (be) shouts and rush of the passengers and the coolies.
ব্যাখ্যা:Introductory ‘There’ যুক্ত Sentence এ There নিজে Subject না। বরং be verb এরপর যে Noun থাকে তা হল Subject।
এক্ষেত্রে be verb এরপর যে Noun টি থাকে, তা যদি Singular হয়, তবে Verb টি Singular ।
আর যদি be verb এরপরের Noun টি Plural হয় তবে verb টি Plural হবে।
এই বাক্যটিতে যেহেতু be verb এরপরের Noun-‘shouts and rush’ টি Plural, তাই Verb টি Plural হবে।
এবং যেহেতু অতীতের ঘটনা, তাই Answer: were
এবং যেহেতু অতীতের ঘটনা, তাই Answer: were
h). After some time hearing a whistle, the passengers (h) —— (stand) in a queue before the ticket counter.
ব্যাখ্যা: বাক্যটির বাংলা অর্থ: ’কিছু সময় পর বাশীঁ শুনে যাত্রীরা টিকেট কাউন্টারের সামনে সারিবদ্ধভাবে দাড়িয়েছিল’।
Gap (h) এর Verb টির Past form ব্যবহার করতে হবে। Stand এর Past form হল Stood। অতএব Answer: Stood
i)+ j) I also (i) —- (stand) in the line and (j) —- (buy) a second class ticket.
ব্যাখ্যা: অনুরূপভাবে i) এবং j) যথাক্রমে Stand ও buy এর Past form হবে। Answer: i) stood এবং j) bought