
This is about Right Form of Verbs- Rajshahi Board- 2017 . You can get benefited by this article. But the condition is that you have to practice more and more.
Right Form of Verbs
Rajshahi Board- 2017
1.It has been over three hundred years since Emperor Shah Jahan of Delhi (a) — (build) the Taj Mahal as a tomb for his wife in Agra.
Architecturally, it (b) — (be) one of the most beautiful buildings in the world. The building (c) — (make) of fine white marble with inlays of coloured marble.
It (d) —- (have) eight sides and many open arches.
Right Form of Verbs- Rajshahi Board- 2017
It (e) — (rest) on a platform of terrace of red sandstone. Four slender white towers (f) —- (rise) from the corners of the terrace.
A large dome (g) —- (stand) above the centre of the building. Around this large dome there (h) —- (be) four smaller domes.
Just inside the outer walls, there is an open corridor from which the visitors (i) —– (look) through carved marble screens into a central room.
The bodies of Shah Jahan and his wife Mumtuz (j) — (lie) in two graves below this room.
Right Form of Verbs- Rajshahi Board- 2017
Solution with Explanation
a)It has been over three hundred years since Emperor Shah Jahan of Delhi (a) — (build) the Taj Mahal as a tomb for his wife in Agra.
ব্যাখ্যা:Since যুক্ত দুটি clause এর প্রথম Clause টি Present Tense থাকলে দ্বিতীয় Clause টি Past indefinite হয়।
প্রদত্ত বাক্যটিতে Since এর পূর্বের অংশ Present Perfect Tense । তাই নিয়ম অনুযায়ী পরের অংশ Past Indefinite Tense হবে। সুতরাং Answer: built
b)Architecturally, it (b) — (be) one of the most beautiful buildings in the world.
ব্যাখ্যা: তাজমহল বিশ্বের সবচেয়ে সুন্দর বিল্ডিংগুলোর মধ্যে অন্যতম।
Sentence টি Present Tense এ হবে। কেননা, এমন নয় যে তাজমহল আগে সুন্দর ছিল। কিন্তু এখন সুন্দর নেই।বরং তাজমহল এখনও সুন্দর।
আবার, one of the যুক্ত Sentence এর Verb হয় Singular কিন্তু এরপর Noun হবে Plural। তাই Answer: is
Right Form of Verbs- Rajshahi Board- 2017
c)The building (c) — (make) of fine white marble with inlays of coloured marble.
ব্যাখ্যা: বাক্যটি Passive Voice এ হবে। কেননা, বিল্ডিংটি তো আর নিজে নিজে সাদা মার্বেল দিয়ে নির্মিতি হয়নি।
বরং বিল্ডিংটি অন্য কেউ নির্মাণ করে।
যেহেতু Subject- ‘The building’ নিজে কাজ করে না, তাই বাক্যটি Passive Voice এ করতে হবে।
সেক্ষেত্রে Structure হবে: Subject + auxiliary verb + verb এর Past Participle ।বাক্যটিতে Subject- ‘The building’ Singular।
তাই auxiliary verb হবে is। এবং মূল Verb- ‘Make’ এর Past participle হল ‘made’। সুতরাং Answer: is made
Read More: Right form of Verbs Dinajpur Board- 2017
d)It (d) —- (have) eight sides and many open arches.
ব্যাখ্যা: এই বাক্যটিও Present Indefinite Tense হবে। কেননা, তাজমহল এখনও বিদ্যমান।
এবং বাক্যটির অর্থ:’এর আটটি সাইট এবং অনেক উন্মুক্ত খিলান আছে’।আর বাক্যের Subject যেহেতু Singular তাই verb টিও singular হবে।
অতএব, সঠিক Answer: has
e)It (e) — (rest) on a platform of terrace of red sandstone.
ব্যাখ্যা: এই বাক্যটিও আগের বাক্যের মত Present Indefinite Tense হবে।
এখানেও যেহেতু Subject টি Third Person Singular, তাই verb এর শেষে S/es যোগ করতে হবে। Answer: rests
f)Four slender white towers (f) —- (rise) from the corners of the terrace.
ব্যাখ্যা: এই বাক্যটিতে Subject হল ‘Four slender white towers’ যা Plural। তাই verb টিও হবে Subject অনুযায়ী।
বাক্যটির বাংলা অর্থ: ‘চারটি সরু সাদা টাওয়ার চত্তরের কোনা থেকে উঠে আসে’।অতএব, ‘rise’- verb এর present form হবে। Answer: rise.
Right Form of Verbs- Rajshahi Board- 2017
g)A large dome (g) —- (stand) above the centre of the building.
ব্যাখ্যা: এই বাক্যটিও Present Indefinite Tense এ হবে।
আর যেহেতু Subject- ‘A large dome’ একটি Third Person Singular Number, তাই Verb এর শেষে s/es যুক্ত করতে হবে। Answer: stands
h)Around this large dome there (h) —- (be) four smaller domes.
ব্যাখ্যা:Introductory ‘There’ যুক্ত Sentence এ There নিজে Subject না।
বরং be verb এরপর যে Noun থাকে তা হল Subject।
এক্ষেত্রে be verb এরপর যে Noun টি থাকে, তা যদি Singular হয়, তবে Verb টি Singular ।
আর যদি be verb এরপরের Noun টি Plural হয় তবে verb টি Plural হবে।
এই বাক্যটিতে যেহেতু be verb এরপরের Noun টি Plural, তাই Verb টি Plural হবে। Answer: are
i)Just inside the outer walls, there is an open corridor from which the visitors (i) —– (look) through carved marble screens into a central room.
ব্যাখ্যা: Gap (i) তেও present indefinite tense হবে। এবং এখানে Subject- ‘visitors’ হল Plural ।
তাই ‘look’- Verb টির কোনো পরিবর্তন হবে না। অতএব Answer: look
j)The bodies of Shah Jahan and his wife Mumtuz (j) — (lie) in two graves below this room.
ব্যাখ্যা: এই বাক্যটিতে Subject হল ‘bodies’। তাই এখানেও ব্রেকেটের verb এর কোনো পরিবর্তন হবে না। Answer: li