Sentence || Basic Grammar হচ্ছে ইংরেজি বেসিক গ্রামারের ধারাবাহিক  পোস্ট।
এখানে আজ Sentence এর মৌলিক বিষয়গুলো তুলে ধরা হলো।
এই পোস্টটি পড়লে আপনি 
Sentence এর বেসিক সম্পর্কে জানতে পারবেন।

Definition

Definition: পাশাপাশি বসে পূর্ণাঙ্গ মনের ভাব প্রকাশক শব্দ সমষ্টিকে Sentence বল। অর্থ্যাৎ পাশাপাশি অবস্থিত কিছু অর্থবোধক শব্দ সমষ্টি যদি মনের ভাব প্রকাশ করে, তখনঐ শব্দ সমষ্টিকে  Sentence বা বাক্য বলে।

আবার, পাশাপাশি অর্থবোধক শব্দ আছে কিন্তু মনের ভাব সম্পূর্ণ ভাবে প্রকাশ করতে পারছে না এমন হলে Sentence বা বাক্য বলা যাবে না। নিচে উদাহরণ গুলো লক্ষ্য করুন। 

Sentence || Basic Grammar

Example

Correct: We play cricket everyday. (এখানে We হচ্ছে subject, play হচ্ছে verb, cricket হচ্ছে object এবং everyday হচ্ছে একটি adverb) এখানে সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশিত হয়েছে।
 
Incorrect:  I pen a have ( I অর্থ আমি, Pen অর্থ কলম, a অর্থ একটি এবং have অর্থ আছে। এগুলো অর্থবোধক শব্দ হওয়া সত্ত্বেও ইংরেজির বাক্য গঠনরীতি অনুযায়ী সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করতে না পারায় এটাকে বাক্য/Sentence বলা যাবে না। )
 

Sentence || Basic Grammar

Parts of Sentence Sentence Sentence

সাধারণত Sentence এর দুটি অংশ থাকে।

(1) Subject

(2) Predicate

Subject and predicate কাকে বলে?

1. Subject: কোন Sentence-এ যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনকিছু বলা বা লিখা হয় তাকে Subject বা কর্তা বলে ।
অন্যভাবে বলা যায়, বাক্যে যে কাজ করে তাকে Subject বলে। 

2. Predicate: কোন Sentence-এ subject বা কর্তা সম্পর্কে যা বলা হয় তাকে Predicate বলে । 

Example: 
I speak English everyday.

উপরের Sentence টিতে  ‘I’ হচ্ছে Subject । আর ‘speak English everyday’ হচ্ছে predicate. 

Sentence || Basic Grammar

Sentence এর প্রকারভেদ

Meaning Based Meaning Based Meaning Based

Sentence অর্থ অনুযায়ী(Meaning Based) ৫ প্রকার। অন্যদিকে গঠন অনুযায়ী ৩ প্রকার। প্রথমে আমরা অর্থ অনুযায়ী প্রকাভেদ আলোচনা করবো।

অর্থ অনুযায়ী: অর্থ অনুযায়ী ইংরেজিতে Sentence কে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায়। 

  1. Assertive Sentence.
  2. Interrogative Sentence.
  3. Imperative Sentence.
  4. Optative Sentence.
  5. Exclamatory Sentence.

 

1. Assertive Sentence: সাধারণত কোনো বিবৃতি বা বক্তব্য কে Assertive Sentence (বিবৃতি মূলক বাক্য) বলে | 

StructureSubject + Verb + Object/Complement/Adverb/Adjective

Sentence || Basic Grammar

Example:

  • Kamal is an energetic boy. (Affirmative)
  • The rich are not always happy. (Negative)
  • Everybody should respect teacher. (Modal auxiliaries)

2. Interrogative Sentence: যে Sentence দিয়ে কোন প্রশ্ন বা  কিছু জিজ্ঞেস করা বোঝায় তাকে Interrogative Sentence বলে। Interrogative Sentence এর শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) থাকে।

দুইভাবে Interrogative Sentence গঠিত হয়ে থাকে।

 
  1. বাক্যের শুরুতে Auxiliary verbs (am, is, are, was, were, have, has, had) অথবা do verb (do, does, did etc.) অথবা modal auxiliaries থাকে (shall, should, will, would, can, could, may, might)থাকে .

গঠনAuxiliary Verb+ Subject+ Verb Extension+ ?

 

Sentence || Basic Grammar

Example:

  • Do you study regularly?
  • Does he speak English?
  • Did she drive a car?
  • Should I go with you?
  • Can you hear the sound?
  • Don’t you like the dress? (Negative)

2. বাক্যের শুরুতে ‘WH’ ওয়ার্ড  থাকে; who, which, what, when, where, why, how, whom, how much, how many, etc. 

Example:

  • How is her business going on?
  • Who found the lost key?
  • Whom do you feel always?
  • What is your expectation from your students?
  • What is the time now by your watch?
  • How much money do you have right now?

    Sentence || Basic Grammar

3. Imperative Sentence: সাধারণত যে sentence দ্বারা আদেশ, উপদেশ বা অনুরোধ প্রকাশ করা হয় তাকে Imperative Sentence বলে (Imperative sentence এর Subject উহ্য থাকে) | 

গঠনSubject (Invisible-উহ্য) + Verb + Extension

Examples:

  • Work hard.
  • Follow me.
  • Close the door right now.
  • Be honest and truthful.
  • Come here.
  • Speak the truth.
  • Never tell a lie.
  • Do not laugh at others.
  • Let me do I want.

    Sentence || Basic Grammar

4. Optative Sentence: যে sentence দ্বারা কোন ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশ করা হয় তাকে Optative Sentence বলে |

StructureMay + Subject + Verb + Extension

Example:

  • May you pass in the examination.
  • May You be prosperous.
  • May you shine in your life.
  • May the almighty help you.
  • Long live Bangladesh. (Can also be formed without ‘may’).

5. Exclamatory Sentence: যে sentence দ্বারা কোন আকস্মিক আনন্দ-বেদনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে Exclamatory Sentence বলে | 

Structure: Alas/ Hurrah/ Bravo/ What/ How etc. + Others

Example:

  • Hurrah! Bangladesh has won the match.
  • Alas! He is no more.
  • Hurrah! Our cricket team has won the series.
  • Bravo! You have done a great job.
  • What a talented boy he is!
  • How sweetly the cuckoo sings!
  • What a wonderful country Bangladesh is!
  • Were I a Super Hero!
  • What a pity!
  • Fantastic!
  • What a nice idea!
  • Put that down now!

    Sentence || Basic Grammar

Structure Based Structure Based structure Based

গঠন অনুসারে  Sentence তিন প্রকার | 

  1. Simple Sentence
  2. Complex Sentence 
  3. Compound Sentence.

 

  1. Simple Sentence: যে sentence-এ একটি মাত্র subject ও একটি মাত্র finite verb (সমাপিকা ক্রিয়া) থাকে তাকে simple sentence বলে |
    Example:
    The students play football. এ sentence-এ একটি মাত্র subject “The students” ও একটি মাত্র finite verb “play football.

    Sentence || Basic Grammar

 

2. Complex Sentence: যে sentence-এ একটি Principal Clause এবং এক বা একাধিক Subordinate Clause থাকে তাকে Complex Sentence বলে |

Example: 

  1. Although Rana is rich, he is not happy.
  2. I know that he would help me.

প্রথম sentence-এ”Although Rana is rich” – Subordinate Clause এবং “he is not happy”-Principal Clause. দ্বিতীয় Sentence-এ “I know”-Principal Clause এবং”that he would help me”– Subordinate Clause. অতএব Sentence দুটি Complex Sentence.

Subordinate Clause এবং Complex Sentence চিহ্নিত করার উপায়

Subordinate Clause/Complex Sentence কিভাবে চিনবো?

মনে রাখবেন, Subordinate Clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, which, who, where, how, before, after, whether, while ইত্যাদি word/connectors বসে| 

Sentence || Basic Grammar

N.B: তাহলে কোন Clause-এ এই word/connectors গুলো থাকলে সেটি Subordinate Clause এবং যে Sentence-এ Subordinate Clause থাকবে সেটা Complex Sentence. 

3. Compound Sentence: যদি কোন Sentence-এ একাধিক Principal Clause and, but, or, yet, and, so, and so, therefore ইত্যাদি Co-ordinating Conjunction দ্বারা যুক্ত হয় তাকে Compound Sentence বলে|

Examples:

  1. He is meritorious but he could not get a job.
  2. Read or you will fail.
  3. I went there and found him reading

N.B: and দ্বারা যুক্ত Compound Sentence এর দ্বিতীয় Subject (i)টি উহ্য থাকে | (উভয় Clause-এ Subject এক-ই হওয়ার কারণে) 

Sentence || Basic Grammar

Co-ordinating Conjunction  এবং Compound Sentence চিহ্নিত করার উপায়:

Co-ordinating Conjunction/Clause/Compound Sentence কিভাবে চিনবো?

Co-ordinating Conjunction: (and, but, or, yet, and, so, and so, thereforeতার মানে, কোন Sentence-এ এই Co-ordinating Conjunction গুলো থাকলে সাধারণত সেটি Compound Sentence হবে | 

Sentence || Basic Grammar

Like our facebook page English with Rasel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top