Sentence Connectors Rajshahi Board Solution HSC-2022

Use appropriate Sentnce connectors in the blank spaces of the following passage:

Air is an important element of our environment. (a) —–,  clean air is essential for our life. (b) ——,  air is polluted in many ways. (c) —–, one thing that pollutes air is smoke. Smoke is produced from different  sources. (d) —, we make fire to cook food and it creats smoke. (e) —–, bushes and trucks playing in the roads emit smoke. (f) —–, the burning of coal in the railway engine also produces smoke. (g) —-, the mills and factories also produce a huge amount of smoke. (h) —- we melt tar for road constructions which creates black smoke. (i) —- all these smokes mix with the air and pollutes it. (j) —- smoke from different sources is creating serious harm to our environment. 

Sentence Connectors Rajshahi Board

ব্যাখ্যাসহ Solution

1.Air is an important element of our environment.

ব্যাখ্যা: বায়ু আমাদের পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই লাইনে কোন গ্যাপ নাই। তাই চলে যাচ্ছি পরের লাইনে।

2.(a) —–,  clean air is essential for our life.

ব্যাখ্যা: এই লাইনটিতে আবার বলা হচ্ছে clean air is essential for our life= পরিষ্কার বায়ু আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। প্রথম লাইনে বলা হয়- বায়ু পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। আবার এই লাইনে বলা হয়- পরিষ্কার বায়ু আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়। তাই এখানে Connector হিসেবে Infact বসবে। ফলে বাংলা অনুবাদ দাড়াঁবে- প্রকৃতপক্ষে, পরিষ্কার বায়ু আমাদের জীবনের জন্য প্রয়োজনীয়।

Answer (a) Infact

Sentence Connectors Rajshahi Board

3. (b) ——, air is polluted in many ways.

ব্যখ্যা: air is polluted in many ways= বায়ু বিভিন্নভাবে দূষিত হয়। লক্ষ্য করুন- আগের দুটি লাইনে বায়ু সম্পর্কে ইতিবাচক কথা বলা হয়েছে। কিন্তু এই লাইনটিতে আবার নেতিবাচক কথা বলা হচ্ছে। বক্তব্যের এরূপ পরিবর্তন বুঝাতে  Connector হিসেবে However বসবে। বাংলা অনুবাদ: যাইহোক,বায়ু বিভিন্নভাবে দূষিত হয়।

 Answer (b) However

4.(c) —–, one thing that pollutes air is smoke.

ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে – one thing that pollutes air is smoke= একটি জিনিস যা বায়ু দূষিত করে তা হলো ধোঁয়া। আমরা এখানে Connector হিসেবে Primarily ব্যবহার করবো। যার অর্থ প্রধানত। লাইনটির বাংলা অনুবাদ : প্রধানত, একটি জিনিস যা বায়ু দূষিত করে তা হলো ধোঁয়া।

Answer © Primarily

Sentence Connectors Rajshahi Board

5. Smoke is produced from different sources.

ব্যাখ্যা: বিভিন্ন উৎস থেকে ধোঁয়া উৎপন্ন হয়। এই লাইনে কোন গ্যাপ নাই। তাই চলে যাচ্ছি পরের লাইনে।

6. (d) —, we make fire to cook food and it creats smoke.

ব্যাখ্যা:  we make fire to cook food= আমরা খাবার রান্না করতে আগুন জ্বালাই; and it creats smoke=  এবং এটি ধোঁয়া উৎপন্ন করে। পরের কয়েকটি লাইনে দেখবেন-  কিভাবে ধোঁয়া  উৎপন্ন হয়, তা ধারাবাহিকভাবে তুলে ধরা হলো। ধারাবাহিকতা বুঝাতে firstly, secondly ব্যবহৃত হয়।  অতএব এই লাইনটি প্রথম হওয়ায়, এখানে Connector হিসেবে Firstly বসবে।

Answer (d) Firstly

Sentence Connectors Rajshahi Board

7. (e) —–, bushes and trucks playing in the roads emit smoke.

ব্যাখ্যা: এই লাইনটিতে বলা হয়- bushes and trucks playing in the roads emit smoke= রাস্তায় চলা বাস ও ট্রাক ধোঁয়া নির্গত করে। এখানে  Connector   হিসেবে Secondly বসবে।

 Answer (e) Secondly

8. (f) —–, the burning of coal in the railway engine also produces smoke.

ব্যাখ্যা: the burning of coal= কয়লা পোড়ানো; in the railway engine= রেলের ইঞ্জিনে; also produces smoke= ধোঁয়া উৎপন্ন করে।  এখানেও কিভবে ধোঁয়া উৎপন্ন হয়, তা দেখানো হলো। এই লাইনে connector হিসেবে Moreover হবে।

Answer (f) Moreover

Sentence Connectors Rajshahi Board

9. (g) —-, the mills and factories also produce a huge amount of smoke.

ব্যাখ্যা: the mills and factories also produce= মিল ফ্যাক্টরিও উৎপন্ন করে ; a huge amount of smoke= বিপুল পরিমানে ধোঁয়া। এই লাইনেও কিভবে ধোঁয়া উৎপন্ন হয়, তা দেখানো হলো। তাই Connector হিসেবে Furthermore বসবে।

Answer (g) Furthermore

10. (h) —- we melt tar for road constructions which creates black smoke.

ব্যাখ্যা: – we melt tar for road constructions= রাস্তা নির্মানের জন্য আমরা তার গলাই; which creates black smoke= যা কালো ধোঁয়া তৈরি করে। এই লাইনটিই ধোঁয়া উৎপাদনের উৎসের শেষলাইন। তাই এখানে Connector হিসেবে Finally বসবে।

Answer (h) Finally

Sentence Connectors Rajshahi Board

11. (i) —- all these smokes mix with the air and pollutes it.

ব্যাখ্যা: all these smokes mix with the air= এই সকল ধোঁযা বায়ুর সাথে মিশে; and pollutes it.= এবং বায়ু দূষিত করে। সকল ধোঁয়া মিশে বায়ুকে দূষিত করে, যা দুর্ভাগ্যজনক। তাই গ্যাপে Connector হিসেবে Unfortunately বসবো।

Answer (i) Unfortunately

12. (j) —- smoke from different sources is creating serious harm to our environment.

ব্যাখ্যা: smoke from different sources= বিভিন্ন উসৎ থেকে ধোঁয়া; is  serious harm to our environment= আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। যেহেতু এইভাবে বায়ু দূষিত হয়। তাই এখানে Connector হিসেবে Thus বসবে।

Answer (j) Thus

Sentence Connectors Rajshahi Board

 Facebook Page: English with Rasel

 Facebook Group:English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype