This is about Sheikh Mujib and Liberation War- for MCQ Written and Viva. If you practice it, you will be benefited. So let’s get started.

Bangabandhu and Liberation War

————————————————————————————–
1.What is the code name of the operation to detain Sheikh Mujib in March, 1971?
Answer: The Operation Big Bird.
2.Who composed the declaration of Independence in the tenure of Mujibnagar Govt. in 1971?

 

Answer: Barrister Amirul Islam.
 
 
 
3.What is the significance of 23 triangular walls of the Mujibnagar Mausoleum?
Answer: The history of 23 years oppression on Bagalee.
4.Who is the youngest Birshreshtha?
Answer: Shipahi Hamidur Rahman.
5.When did Bangladesh Govt. issue gazette about title ‘Birsheshtha’?
Answer: on 15th December, 1973.
6.When were all Pakiatani planes destroyed by the attack of the Joint Command?
Answer: 4th December, 1971.
7.When was Sheikh Mujib sentenced to death declaring him traitor?
Answer: At Faisalabad Jail on 7thSeptember in 1971.
8.How many seats did Bangabandhu get in provincial Assembly election in 1970?
Answer: 288 seats. 
9.Who held hunger strike for Bangladesh in foreign country in 1971?
Answer: Anna BrownTailor, in front of The White House.
10.When was Shadhin Bangla Football team formed?
Answer: 1971.
11.When did Sheikh Mujib become the member Gono Parishad?
Answer: 5th June, 1955.
12.When did Sheikh Mujib rename ‘East Bengal’ as Bangladesh?
Answer: 5th December, 1969.
13.In which amendment to the constitution was the Declaration of Independence on 26thMarch by Sheikh Mujib added to the constitution of the People’s Republic of Bangladesh?
Answer: 15th amendment, at 6thSchedule.
14.Who were the chiefs of sector no-2?
Answer: Khaled Mosharof and Haider.
15. When was Swadhin Bangla Beter Kendro named?
Answer: 28th March.
Sheikh Mujib and Liberation War- for MCQ Written and Viva
16.When did A.S.M Abdur Rob hoist the flag of independent Bangladesh?
Answer: 2nd March.
17. Where will Bangabandhu Man Mandir be set up?
Answer: Bhanga, Faridpur.
18. Who was the designer of Postal Stamp of Mujibnagar?
Answer: Biman Mallik.
19.Where is the first mine of iron in Bangladesh?
Answer: Hakimpur, Dinajpur.
20.How many countries is Bangladesh having GPS facility from? 
Answer: 38 countries.
21.Who was the diplomat to Greece during the reign of Chandra Gopta Mourya?
Answer: Megasthenes.
22.What is name of the news paper published during the Liberation war?
Answer: Joybangla.
23.Who designed the first flag of Bangladesh with country map?
Answer: Shib Narayan Das.

০১| ১৯৭১ সালের মার্চে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার অপারেশনের কোড নাম কী ছিল?
>>>অপারেশন বিগ বার্ড
০২| মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেন কে?
>>>ব্যারিস্টার আমীর-উল-ইসলাম
০৩| মুজিবনগর স্মৃতিসৌধের ২৩টি ত্রিভুজাকৃতির দেয়াল কোন অর্থ বহন করে?
>>>২৩ বছরের বঞ্চনার ইতিহাস
০৪| সবচেয়ে কম বয়সী বীরশ্রেষ্ঠ কে?
>>>সিপাহী হামিদুর রহমান
০৫| ২২ জুলাই ১৯৭১ সালে ভারতের কোনাবন অঞ্চলকে প্রথম কোন গোলন্দাজ ইউনিট গঠিত হয়?
>>>মুজিব ব্যাটারী
০৬| বীরশ্রেষ্ঠদের উপাধী দিয়ে সরকার গেজেট প্রকাশ করে কবে?
>>>১৫ ডিসেম্বর ১৯৭৩ সালে

 

Theme & Template


০৭| যৌথ কমান্ডের আক্রমণে পাকিস্তানী বিমান বাহিনির সবগুলো বিমান ধ্বংস হয় কবে?
>>>৪ ডিসেম্বর ১৯৭১ সালে
০৮| বঙ্গবন্ধুকে দেশদ্রোহী ঘোষণা করে মৃত্যুদণ্ড দেওয়া হয় কবে?
>>>৭ সেপ্টেম্বর ১৯৭১ সালে ফায়জালাবাদ জেল,পাকিস্তান
০৯| ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদে বঙ্গবন্ধু কতটি আসন পেয়েছিল?
>>>২৮৮টি
১০| বিদেশের মাটিতে বাংলাদেশের জন্য অনশন করেছিল কে?
>>>আনা টেইলার,হোয়াইট হাউজের সামনে
১১| স্বাধীন বাংলা ফুটবল দল কবে গঠিত হয়?
>>>১৯৭১ সালে
>>>নোট রমজান
১২| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হোন কত সালে?
>>>৫ জুন,১৯৫৫ সালে
১৩| বঙ্গবন্ধু পূর্ব বাংলার নাম “বাংলাদেশ”করেন কবে?
>>>৫ ডিসেম্বর ১৯৬৯ সালে
১৪| বঙ্গবন্ধুর ২৬ মার্চের স্বাধীনতা ঘোষণা সংবিধানের কততম সংশোধনীতে অন্তভুক্ত করা হয়?
>>>পঞ্চদশের ৬ষ্ঠ তফসিল
১৫| স্বাধীন বাংলা বেতার কেন্দ্ hনামকরণ করা হয় কবে?
>>>২৮ মার্চ ১৯৭১ সালে
১৬| ২ নং সেক্টরের সেক্টর প্রধান কে ছিলেন?
>>>খালেদ মোশাররফ ও হায়দার
১৭| আ.স.ম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তলন করেন কবে?
>>>২ মার্চে

Sheikh Mujib and Liberation War- for MCQ Written and Viva
১৮| কোথায় বঙ্গবন্ধুর মান মন্দির নির্মাণ করা হবে?
>>>ফরিদপুরের ভাঙ্গায়।
১৯| বর্তমানে বাংলাদেশ মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানী করে কবে?
>>>ভাঙ্গা ফরিপুরে।
২০| মুজিবনগর সরকারের ডাকটিকেটের ডিজাইনার কে?
>>>বিমান মল্লিক


২১| বাংলাদেশের প্রথম লোহার খনি কোথায় অবস্থিত?
>>>হাকিমপুরের দিনাজপুরে
২২| বর্তমানে বাংলাদেশ কতটি দেশ থেকে জিএসপি সুবিধা পায়?
>>>৩৮টা
২৩| চন্দ্রগুপ্ত মৌর্যের সময় গ্রীসের রাষ্ট্রদূত কে ছিলেন?
>>>মেগাস্থিনিস
২৪| মুক্তিযুদ্ধকালে প্রকাশিত পত্রিকার নাম কী?
>>>জয় বাংলা
২৫| মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে?
>>>শিব নারায়ন দাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top