৫১. ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।’ —এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
(ক) শেখ নাসেরকে
(খ) শেখ কামালকে
(গ) শেখ হাসিনাকে
(ঘ) শেখ রেহেনাকে
(খ) শেখ কামালকে
শেখ কামাল (৫ আগস্ট ১৯৪৯ – ১৫ আগস্ট ১৯৭৫) শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক ছিলেন। যুদ্ধকালীন সময়ে তিনি মুহাম্মদ আতাউল গণি ওসমানীর এইড ডি ক্যাম্প (এডিসি) হিসেবে কাজ করেন। ১৯৭৫ সালের ১৪ জুলাই তিনি ক্রীড়াবিদ সুলতানা খুকিকে বিয়ে করেন।‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস।’ —এখানে শেখ মুজিবুর রহমান শেখ কামাল- এর কথা বলেছেন।