বিদেশি শব্দ থেকে উৎপত্তি Singular Number ও Plural Number খুব মুশকিলের ব্যাপার হয়ে দাঁড়ায়। তাছাড়া BCS সহ বিভিন্ন Cometitive পরীক্ষাতে এখান থেকে প্রায়ই প্রশ্ন থাকে। তাই আজ আমরা আলোচনা করবো Singular & Plural Form of Foreign Words. আশাকরি এ পোস্ট পড়ার পর এ সমস্যা আর হবে না।
1. যে-সব Singular Number এর শেষে “US” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “US” এর পরিবর্তে “I/ES” যুক্ত করতে হবে।
Example:
Singular ——–Plural
Alumnus ——–Alumni
Abacus—— Abacuses
Cactus—— Cacti/Cactuses
Focus ————Foci/ Focuses
Radius———–Radii / Radiuses
Terminus—— Termini/ Terminuses
Read More: Words Used Both as Singular & Plural
2. Singular Number এর শেষে “U” থাকলে ;সে-সব Singular Number কে Plural Number করতে “X/S” যুক্ত করতে হবে।
Example:
Adieu—— Adieus/ Adieux
Bureau—- Bureaus/ Bureax
Plateau—- Plateaus/ Plateaux
Milieu—- Milieus/ Milieux
Singular & Plural Form of Foreign Words
3. যে-সব Singular Number এর শেষে “UM” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “UM” এর পরিবর্তে “A” যুক্ত করতে হবে।
Example:
Singular——–Plural
Agendum——-Agenda
Aquarium—— Aquaria
Datum ———Data
Dictum ———-Dicta
Erratum—— Errata
Forum —— Fora
Medium—– Media
Optimum——-Optima
Ovum ——- Ova
Spectrum—- Spectra
Ultimatum—- Ultimata
4. Greek থেকে আগত যে-সব Singular Number এর শেষে “IS” আছে;সে-সব Singular Number কে Plural Number করতে “IS” এর পরিবর্তে “ES” যুক্ত করতে হবে।
Example:
Singular ———Plural
Thesis ——— Theses
Axis. ——– Axes
Analysis——–Analyses
Crisis ———–Crises
Basis/base —–Bases
Oasis ————oases
Synopsis ———-Synopses
5. যে-সব Singular Number এর শেষে “U” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “U” এর পর “X”যুক্ত করতে হবে।
Example:
Singular——–Plural
Adieu ——–Adieux
Bureau ——–Bureaux
6. যে-সব Singular Number এর শেষে “A” আছে; সে-সব Singular Number কে Plural Number করতে “A” এর পর “E” যুক্ত করতে হবে।
Example:
Singular——–Plural
Alumana——–Alumanae
Vertebra———vertebrae
7. যে-সব Greek Noun এর শেষে “ON” আছে; সে-সব Singular Noun কে Plural Noun করতে “ON” এর পরিবর্তে “A” যুক্ত করতে হবে।
Example:
Singular——–Plural
Criterion ——–Criteria
Phenomenon–Phenomena
Chrimson—- Crisma
8. যে-সব Singular Number এর শেষে “IX” ও “EX” আছে;সে-সব Singular Number কে Plural Number করতে “IX” ও “EX” এর পরিবর্তে “ICES” যুক্ত করতে হবে।
Example:
Singular——–Plural
Index ———–Indices
Vertex————vertices
Appendix —–Appendices
Radix ———-Radices.
Singular & Plural Form of Foreign Words
টিপস
Which of the following words is in singular form?
a. Formulae
b. Agenda
c. Oases
d. Syllabus
এখানে আপনি যদি Agenda / Syllabus নিয়ে ১% কনফিউজড থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য।
– Singular / Plural Identification = 1 mark
যেমনঃ Agenda, শব্দটির সাথে সবাই পরিচিত। সবাই জানি আরেকটি শব্দ আছে Agendum.
প্রথমবার এক্সামে বসলে কিংবা প্রস্তুতি একটু দুর্বল হলে পরীক্ষার হলে Singular / Plural নিয়ে কনফিউশন হবে এবং ভুল হবে। এমন ভুলের কারণেই অল্পের জন্য কাট মার্কের নিচে নেমে যায় নিজের নম্বর।
us, na, um, is, on (আসনা আম ইজন) — শুধু এইটুক মনে রাখেন আর ১ নম্বর নিশ্চিত করেন। শব্দের শেষে এগুলা থাকলে Singular.
Example: Alumnus – Alumni, Locus – Loci, Stimulus – Stimuli, Curriculum – Curricula, Axis – Axes, Crisis – Crises, Criterion – Criteria, Phenomenon – Phenomena
—
Which of the following words is in singular form?
a. Formulae
b. Agenda
c. Oases
d. Radius ** (us)