Special Use of Phrases and Words is about Dhaka Board- 2017 questions solution. You can get more marks by practicing more and more. So let’s get started.
Dhaka Board- 2017
Special Use of Phrases and Words
Special Use of Phrases and Words
_________________________________________________________________________
Complete the sentences with suitable phrases or words given in the box:-0.5×10=5
As soon as | what does —- look like | What if | What’s it like | it |
had batter | was born | let alone | have to | would rather |
a)Deforestation is a matter of great concern. We —- take immediate steps against cutting down trees at random.
b)To tell a lie is a great sin. We — die than tell a lie. Otherwise none will believe us.
c)Helmet should be used while driving a motorcycle. — you were driving your bike and met a serious accident?
d)— swimming in the sea? It seems to be very heroic to me.
e)— mother heard the news, she cried loudly. She lost her child in a car accident.
f)Rome wasnot built in a day. — took a long time and hard labour to build this city.
g)Rahman is apoor man. He cannot buy a shirt, — a car.
h)Kazi Nazrul Islam is our rebel poet. He — in Churulia of West Bengal.
i)Rina’s dress looks very dirty. It is old enough. She — buy a new dress.
j)Rana:Hi, Robi — a peacock —?
Robi:It’s a very nice bird. It knows how to dance.
Special Use of Phrases and Words- Dhaka Board- 2017
Solution with Explanation
a). Deforestation is a matter of great concern. We —- take immediate steps against cutting down trees at random.
ব্যাখ্যা: প্রথম লাইনটিতে বলা হয়েছ, “বৃক্ষনিধন একটি বিশাল উদ্বেগের বিষয়। “ আর Subject- We এরপর বলা হয়েছে- ‘take immediate steps’- যার অর্থ “তাৎক্ষণাৎ পদক্ষেপ নেয়া”, against cutting down trees at random. এই অংশটুকুর অর্থ- “নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে”। অর্থাৎ নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে তাৎক্ষনাৎ পদক্ষেপ নেয়া। প্রথম লাইনটির সাথে মিলিয়ে পড়লে আমরা বোঝতে পারি যে, “বৃক্ষনিধন একটি বিশাল উদ্বেগের বিষয় হওয়ায়, নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে তাৎক্ষনাৎ পদক্ষেপ নেয়ার বাধ্যবাধকতা বোঝাচ্ছে। আরও লক্ষ্য করুন, Gap এরপর Verb এর Basic Form রয়েছে। অতএব এখানে এমন একটি Phrase ব্যবহার করতে হবে, যার দ্বারা বাধ্যবাধকতা বোঝায় এবং পরে Verb এর Basic Form ব্যবহৃত হয়। আর আমরা জানি, কোন কাজের বাধ্যবাধকতা বোঝালে Have/has to + verb এর Basic form বসে। আর দেখেন, এখানে Subject হচ্ছে We যা Plural । অতএব Answer: have to
Special Use of Phrases and Words- Dhaka Board- 2017
b). To tell a lie is a great sin. We — die than tell a lie. Otherwise none will believe us.
ব্যাখ্যা: প্রথম বাক্যটির অর্থ- “মিথ্যা বলা মহাপাপ।” প্রদত্ত Gap এর Subject হচ্ছে We। এরপর বাক্যাংশটুকু হচ্ছে – die than tell a lie। যার অর্থ- ‘মিথ্যা বলার চেয়ে মরব। ’ অর্থাৎ একটির চেয়ে অন্যটি বেশি পছন্দ বোঝাচ্ছে। আর এরকম than যুক্ত বাক্যে একটি চেয়ে অন্যটি বেশি পছন্দ বোঝালে would rather —- than ব্যবহৃত হয়। যার অর্থ দাড়ায় ‘আমি বরং একটির চেয়ে অন্যটি করব।’ তবে এক্ষেত্রে মনে রাখতে হবে would rather —- than’র সঙ্গে অভিন্ন Subject থাকবে। অর্থাৎ Would rather এর পূর্বে যে Subject থাকবে than এরপরেও একই Subject কাজ করবে। তবে than এরপর Subject উহ্য থাকবে। প্রদত্ত Sentence টিতে প্রথম Subject হলো We এবং than এরপরও এই একই Subject- We কাজ করছে। অতএর এখানে Answer: would rather
Read More: Pronoun Reference Solution HSC EXAm-2018
Special Use of Phrases and Words- Dhaka Board- 2017
c). Helmet should be used while driving a motorcycle. — you were driving your bike and met a serious accident?
ব্যাখ্যা: লক্ষ্য করুন Gap যুক্ত Sentence টির শেষে একটি Question Mark ‘?’ রয়েছে। কিন্তু Sentece টি একটি Assertive Sentence, যার শেষে Full Stop ‘.’ হওয়ার কথা ছিল। দেখুন, প্রথম Sentence টিতে বলা হয়েছে, “মটরসাইকেল চালনার সময় হেলমেট ব্যবহার করা উচিত।” এরপর বলা হয়েছে, “তুমি একটি বাইক চালাচ্ছিলে এবং একটি দুর্ঘটণার শিকার হয়েছিলে।” আর শেষে ’প্রশ্নবোধক চিহ্ন’। এরকমটি ঘটেছে একটি বিশেষ Phrase এর কারনে। আর সেটি হচ্ছে what if যার অর্থ- কী হবে যদি/ কী ঘটবে যদি। আর এই what if এরপর Affirmative এবং Negative উভয় Sentenceই হতে পারে। যেমন- What if we neglect our teacher’s advices? এবং What if we do not follow the advices of our teacher? অতএব Answer: what if.
d). — swimming in the sea? It seems to be very heroic to me.
ব্যাখ্যা: এই Sentecne টির শুরুতেই Verb + ing এবং বাক্যের শেষে Question Mark রয়েছে। অতএব এটি একটি Interrogative Sentence। আর এখানে এমন একটি Phrase ব্যবহার করতে হবে, যা Interrogative Sentence এর গঠনটি সম্পন্ন করবে এবং এর ঠিক পরেই Verb + ing হবে। আর এরকমটি ঘটে একটি বিশেষ Phrase এর কারণে। আর তা হলো What’s it like ।’কোন কাজ করার অনুভূতির বিবরণ দিতে What’s it like কাঠামোটি ব্যবহৃত হয়।’ এবং এই Phrase টির পর verb + ing হয় । অতএব Answer: What’s it like
Click Here to Watch Video:
Click Here to Watch Video:
e). — mother heard the news, she cried loudly. She lost her clild in a car accident.
ব্যাখ্যা: প্রদত্ত Sentence টি একটি Complex Sentence । যার দুটি Clauseই একই Tense । পুরো Sentence টির অর্থ – “মা সংবাদটি শুনেছিল, উচ্চস্বরে কেঁদেছিল। “ বাক্যটি অর্থপূর্ণ হচ্ছেনা। যদি বলাহয়, ‘মা সংবাদটি শুনা মাত্রই উচ্চস্বরে কেঁদেছিল।”এই, শুনামাত্রই/করামাত্রই/করতে না করতেই বোঝাতে AS soon as ব্যবহৃত হয়।অতএব Answer: As soon as
Special Use of Phrases and Words- Dhaka Board- 2017
f). Rome wasnot built in a day. — took a long time and hard labour to build this city.
ব্যাখ্যা: বলা হচ্ছে, “রোম একদিনে গড়ে উঠেনি। নগরটি নির্মাণ করতে দীর্ঘসময় এবং কঠোর শ্রম লেগিছিল।” এই Sentence টিতে Impersonal Subject হিসেবে it ব্যবহৃত হবে। Answer: It
g). Rahman is apoor man. He cannot buy a shirt, — a car.
ব্যাখ্যা: বাক্যটির অর্থ হচ্ছে- “রহমান একজন গরিব লোক। সে একটি শার্ট কিনতে পারে না, — একটি গাড়ি। এখানে রহমান একটি শার্টই কিনতে পারে না, আবার, একটি গাড়ি। এধরনের বোঝাতে Let alone ব্যবহৃত হয়। যার অর্থ- ভাবাই যায় না/ চিন্তাই করা যায় না।
h)Kazi Nazrul Islam is our rebel poet. He — in Churulia of West Bengal.
ব্যাখ্যা:কাজী নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি। তিনি পশ্চিম বঙ্গের চুরুলিয়ায় —। ’জন্মগ্রহন করেছিলেন’। অর্থাৎ Be born যা সবসময় Passive voice হয়।অতএব Answer: was born.
i). Rina’s dress looks very dirty. It is old enough. She — buy a new dress.
ব্যাখ্যা: বলা হচ্ছে, রিনার জামাটা নোংরা দেখাচ্ছে। এটি যথেষ্ট পুরোনো। তার একটি নতুন জামা কেনাই বরং ভালো। এখানে রিনার জন্য একটি উপদেশ বা পরামর্শ দেয়া হচ্ছে। আর উপদেশ দেয়া বোঝাতে had batter ব্যবহৃত হয়। অতএব Answer: had batter
j). Rana:Hi, Robi — a peacock —?
Robi:It’s a very nice bird. It knows how to dance.
ব্যাখ্যা: কোন ব্যক্তির চেহারা কেমন / কোন বস্তু আকার বা আকৃতি কেমন বোঝাতে what does — look like ব্যবহৃত হয়। এখানে রানা রবিকে প্রশ্ন করছে ময়ূর দেখতে কেমন? রবি উত্তর দিচ্ছে , ময়ূর খুব সুন্দর। কীভাবে নাচতে হয় ময়ূর জানে। অতএব Answer: What does — look like.