Synonym Antonym Solution Barishal Board HSC-2023

Read the passage and write the synonym or antonym of the words as directed :

Hospitality means friendly and generous treatment and entertainment towards guests or strangers, especially at one’s home. There was a time when hospitality was encouraged in our country. People could travel hundreds of miles with having a single penny. Gone are those days! Nowadays, people have become commercial and self-centred in their etiquette and manners. In all religions, hospitality is encouraged, because hospitality brings peace and amity in the society. To form a better society, we need to cultivate it at home and away.

অনুবাদ

1.Hospitality means friendly and generous treatment and entertainment towards guests or strangers, especially at one’s home.
অনবাদ: আথিতেয়তা মানে হলো বিশেষ করে কারো বাড়িতে কোন মেহমান বা আগুন্তুকের প্রতি বন্ধুত্বপূর্ণ এবং উদার আচরন এবং বিনদোন।

2. There was a time when hospitality was encouraged in our country.
অনুবাদ: একটা সময় ছিল যখন আথিতেয়তাকে আমাদের দেশে উৎসাহিত করা হতো।

3. People could travel hundreds of miles with having a single penny.
অনুবাদ: অল্প টাকাতেই মানুষজন শতশত মাইল ভ্রমন করতে পারতো।

Synonym Antonym Solution Barishal

4. Gone are those days!
অনুবাদ: সেসব দিন চলে গেছে।

5. Nowadays, people have become commercial and self-centred in their etiquette and manners.
অনুবাদ: বর্তমানে মানুষ তাদের আচার আচরনে ব্যবসায়িক এবং আত্মকেন্দ্রিক হয়ে গেছে।

6. In all religions, hospitality is encouraged, because hospitality brings peace and amity in the society.
অনুবাদ: সকল ধর্মেই আথিতেয়তা উৎসাহিত করা হয় কেননা আথিতেয়তা সমাজে শান্তি এবং বন্ধুত্ব পূর্ণ সর্ম্পক গড়ে তুলে।

7. To form a better society, we need to cultivate it at home and away.
অনুবাদ: অধিকতর ভালো একটি সমাজ গড়তে আমাদের ঘরে এবং বাইরে এটি (আথিতেয়তা) গড়ে তোলা প্রয়োজন।

Synonym Antonym

(a) hospitality (synonym) অর্থ আথিতেয়তা। এখানে বলা হচেছ hospitality এর Synonym  করতে হবে। hospitality এর Synonym হলো Friedliness/generosity

(b) friendly (antonym) অর্থ বন্ধুত্ব পূর্ণ । আবার এখানে বলা হচেছ friendly এর Antonym করতে হবে। friendly এর Antonym হলো hostile.

(c) generous(synonym) অর্থ উদার। এখানে আবার বলা হচ্ছে generous এর Synonym করতে হবে। generous এর Synonym হলো Kind/megnanimous/ noble

(d) treatment (synonym) অর্থ আচরন। এখানেও বলা হচ্ছে treatment এর Synonym করতে হবে। treatment এর Synonym হলো behaviour/reception.

(e) entertainment (antonym) অর্থ বিনোদন। এখানে বলা হচ্ছে Entertainment এর Antonym করতে হবে। entertainment এর Antonym হলো  bore/grief.

(f) stranger (antonym) অর্থ আগন্তুক। এখানেও stranger এর Antonym করতে বলা হয়েছে। stranger এর Antonym হলো friend/known.

(g) encourage (synonym) অর্থ উৎসাহিত করা। এখানে আবার বলা হয়েছে encourage এর Synonym করতে হবে। encourage এর Synonym হলো inspire/motivate.

(h) travel (synonym) অর্থ ভ্রমন করা। এখানেও বলা হয়েছে travel এর Synonym করতে হবে। travel এর Synonym হলো visit/roam/wander

(i) having (synonym) অর্থ আছে/থাকা। এখানেও বলা হচ্ছে having এর Synonym করতে হবে। having এর Synonym হচ্ছে owning/possessing.

Synonym Antonym Solution Barishal

(j) self-centred (antonym) অর্থ আত্মকেন্দ্রিক। অন্যদিকে এখানে বলা হচ্ছে self-centred এর Antonym করতে হবে। self-centred এর Antonym হলো considerate/liberate.

(k) etiquette (synonym) অর্থ আচরন। এখানে বলা হচ্ছে etiquette এর Synonym করতে হবে। etiquette এর Synonym হলো manner/behaviour.

(l) peace (antonym) অর্থ শান্তি। এখানে বলা হচ্ছে peace এর Antonym করতে হবে। peach এর Antonym হলো disorder/conflict

(m) amity (antonym) অর্থ বন্ধুত্ব। এখানে বলা হচ্ছে amity এর Antonym করতে হবে। amity এর antonym হলো hostility/enimity

(n) cultivate (synonym) অর্থ গড়ে তোলা।  এখানে বলা হচ্ছে cultivate এর Synonym করতে হবে। Cultivate এর Synonym হচ্ছে develop.

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype