“দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?
(ক) আবুল ফজল(খ) আবদুল কাদির(গ) জাহানারা ইমাম(ঘ) মুশতারি শফী Answer (ক) আবুল ফজল ব্যাখ্যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে তাঁর বাসভবন ‘সাহিত্য নিকেতনে’ চট্টগ্রামের সর্বশ্রেণির বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরা মিলিত হয়ে গড়ে তোলেন ‘শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবী প্রতিরোধ সংঘ’। আবুল ফজল এই সংঘের পৃষ্ঠপোষক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধকালে তিনি আত্মগোপন করেন এবং দুর্দিনের দিনলিপি রচনা করেন