নভেরা আহমেদের পরিচয় কী

কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?

(ক) রসুল বিজয়(খ)  মক্কা বিজয়(গ) রসুলচরিত(ঘ) মক্কানামা Answer (ক) রসুল বিজয় ব্যাখ্যা জয়েন উদ্দীন (পঞ্চদশ শতক) মধ্যযুগের বাংলার একজন বিখ্যাত কবি। তিনি গৌড়ের সুলতান ইউসুফ শাহের (১৪৭৪ – ১৪৮১) সভাকবি ছিলেন। তার রসুল-বিজয় মৌলিক রচনা নয়, কোনো ফার্সি গ্রন্থের অনুসরণে লিখিত। তার এই কাব্যটি প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমান রচিত বিজয়-কাব্যধারার অন্যতম পথিকৃৎ।

নভেরা আহমেদের পরিচয় কী

নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?

(ক) দৌলত উজির বাহরাম খাঁ(খ)  সাবিরিদ খাঁ(গ) সৈয়দ সুলতান(ঘ) সৈয়দ নূরুদ্দীন Answer (ঘ) সৈয়দ নূরুদ্দীন ব্যাখ্যা সৈয়দ নূরুদ্দীন ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। সৈয়দ নূরুদ্দীন যুদ্ধকাব্যের রচয়িতা নন। 

নভেরা আহমেদের পরিচয় কী

কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?

(ক) ব্রজবুলি(খ)  বাংলা(গ) সংস্কৃত(ঘ) হিন্দি Answer (ক) ব্রজবুলি ব্যাখ্যা  প্রাচীন বাংলার প্রথম ব্রজবুলি পদ রচনা করেন যশোরাজ খান। রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানুসিংহ ঠাকুরের পদাবলী রচনা করেছেন এ ভাষায়। বাংলার নবজাগরণের অন্যান্য ১৯ শতকের ব্যক্তিত্ব, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও ব্রজবুলিতে লিখেছেন।

Scroll to Top