নভেরা আহমেদের পরিচয় কী

“দুর্দিনের দিনলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?

(ক) আবুল ফজল(খ)  আবদুল কাদির(গ) জাহানারা ইমাম(ঘ) মুশতারি শফী Answer (ক) আবুল ফজল ব্যাখ্যা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে তাঁর বাসভবন ‘সাহিত্য নিকেতনে’ চট্টগ্রামের সর্বশ্রেণির বুদ্ধিজীবী ও সংস্কৃতিকর্মীরা মিলিত হয়ে গড়ে তোলেন ‘শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতিসেবী প্রতিরোধ সংঘ’। আবুল ফজল এই সংঘের পৃষ্ঠপোষক নির্বাচিত হন। মুক্তিযুদ্ধকালে তিনি আত্মগোপন করেন এবং দুর্দিনের দিনলিপি রচনা করেন

নভেরা আহমেদের পরিচয় কী

“বুক তার বাংলাদেশের হৃদয়” কাব্যগ্রন্থের রচয়িতা কে?

৫৪. “বুক তার বাংলাদেশের হৃদয়” কাব্যগ্রন্থের রচয়িতা কে?(ক) সৈয়দ শামসুল হক(খ)  শামসুর রাহমান(গ) হাসান হাফিজুর রহমান(ঘ) আহসান হাবীব Answer (খ)  শামসুর রাহমান ব্যাখ্যা বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যের রচয়িতা হলেন কবি শামসুর রাহমান

নভেরা আহমেদের পরিচয় কী

‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন-প্রেমিক বলেছেন?

(ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে(খ)  জসীম উদ্দীনকে(গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে Answer (গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যাখ্যা ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুরকে তপোবন-প্রেমিক বলেছেন।

‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?

(ক) যুগ-বাণী(খ)  রুদ্র-মঙ্গল(গ) দুর্দিনের যাত্রী(ঘ) রাজবন্দির জবানবন্দি Answer (খ)  রুদ্র-মঙ্গল ব্যাখ্যা ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধগ্রন্থ ‘রুদ্র-মঙ্গল’ থেকে সংকলিত হয়েছে।

নভেরা আহমেদের পরিচয় কী

নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?

(ক) ইছামতি(খ)  মেঘমল্লার(গ) মৌরিফুল(ঘ) যাত্রাবদল Answer ক) ইছামতি ব্যাখ্যা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ : ‘মেঘমল্লার’ (১৯৩১), ‘মৌরীফুল’ (১৯৩২), ‘যাত্রাবদল’ (১৯৩৪), ‘জন্ম ও মৃত্যু’ (১৯৩৭), ‘কিন্নরদল’ (১৯৩৮), ‘বেনীগীর ফুলবাড়ি’ (১৯৪১), ‘নবাগত’ (১৯৪৪), ‘উপলখণ্ড’ (১৯৪৪), ‘বিধু মাস্টার’ (১৯৪৫), ‘ক্ষণভঙ্গুর (১৯৪৫), ‘অসাধারণ’ (১৯৪৬), ‘মুখোশ ও মুখশ্রী’ (১৯৪৭), নীলগঞ্জের ফালমন সাহেব’ (১৯৪৮), ‘জ্যোতিরঙ্গন’ (১৯৪৯), ‘কুশল পাহাড়ী’ (১৯৫০), ‘রূপ হলুদ’ (১৯৫৭), …

নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়? Read More »

নভেরা আহমেদের পরিচয় কী

রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?

(ক) ১০ বছর(খ)  ১২ বছর(গ) ১৪ বছর(ঘ) ১৬ বছর Answer (ঘ) ১৬ বছর ব্যাখ্যা ছোটগল্পকার হচ্ছেন এমন একজন সাহিত্যিক, যিনি ছোটগল্প লিখে থাকেন। সাহিত্যের একটি সুপরিচিত ও জনপ্রিয় ধারা বলা হয় ছোটগল্পকে। অনেক বিশ্বখ্যাত ঔপন্যাসিকের সাহিত্যজীবন শুরু হয় ছোটগল্পের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৬ বছর বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন।

নভেরা আহমেদের পরিচয় কী

প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?

(ক) রাজা রামমোহন রায়(খ)  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর(গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় Answer (খ)  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ব্যাখ্যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক গদ্যকার মনে করা হয়।

নভেরা আহমেদের পরিচয় কী

“বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা কে?

(ক) বিনয় ঘোষ(খ)  সুবিনয় ঘোষ(গ) বিনয় ভট্টাচার্য(ঘ) বিনয় বর্মণ Answer (ক) বিনয় ঘোষ ব্যাখ্যা বিদ্যাসাগর ও বাঙালী সমাজ  গ্রন্থের রচয়িতা বিনয় ঘোষ

নভেরা আহমেদের পরিচয় কী

নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?

(ক) দৌলত উজির বাহরাম খাঁ(খ)  সাবিরিদ খাঁ(গ) সৈয়দ সুলতান(ঘ) সৈয়দ নূরুদ্দীন Answer (ঘ) সৈয়দ নূরুদ্দীন ব্যাখ্যা সৈয়দ নূরুদ্দীন ছিলেন একজন বাংলাদেশী সাংবাদিক। সাংবাদিকতায় অবদানের জন্য তিনি ১৯৮৬ সালে মরণোত্তর বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। সৈয়দ নূরুদ্দীন যুদ্ধকাব্যের রচয়িতা নন। 

সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ

সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?

(ক) মানোএল দ্য আসসুম্পসাঁও (খ)  রাজা রামমোহন রায় (গ)  রামেন্দ্র সুন্দর ত্রিবেদী (ঘ) নাথানিয়েল ব্রাসি হ্যালহেড Answer (ক) মানোএল দ্য আসসুম্পসাঁও ব্যাখ্যা ১৮২৬ সালে রাজা রামমোহন রায় ইংরেজিতে বাংলা ব্যাকরণ লেখেন। এরপর তিনি স্কুল বুক সোসাইটির জন্য ঐ গ্রন্থ বাংলায় অনুবাদ করে নাম দেন ‘গৌড়ীয় ব্যাকরণ ‘ যা প্রকাশ হয় ১৮৩৩ সালে। আর এ গ্রন্থটি বাংলা …

সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? Read More »

Scroll to Top