The boy to lie

The boy (to lie) on the floor yesterday.

(ক) lies
(খ)  lied
(গ) lay
(ঘ) layed

(গ) lay

        Base form – Past form – past participle

  1. Lie – Lied – Lied (মিথ্যা বলা)

       2. Lie – Lay – Lain (শুয়ে থাকা)

     3. Lay – Laid – Laid (কোনো কিছু রাখা / ডিম পাড়া )

এখানে এই sentence এ to lie (শুয়ে থাকা অর্থে ব্যবহার হয়েছে) past tense থাকায় sentence টি Lie এর past form Lay হয়েছে।

 

The boy to lie

 Causative Verb: বিভিন্ন প্রকার Verb এর মধ্যে Causative এক প্রকার Verb, যা English Grammar এ খুব গুরুত্ব বহন করে।

আমরা অনেক সময় এমন কিছু Verb ব্যবহার করি যেগুলো দ্বারা নিজে কাজ না করে অন্যের জন্য কাজ করা বুঝায় এমনকি অন্য কে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায়, এইসব Verb কে Causative Verb হিসেবে গণ্য করা হয়।

আমরা যদি সহজ ভাষায় বলি, যে সকল Verb দ্বারা নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb.

 

Causative Verb

Example Example Example

Normal Sense: I eat rice (আমি খায়)
Causative Sense: I feed my baby (আমার শিশুকে খাওয়াই)

 

Normal Sense: I see (আমি দেখি)।
Causative Sense: I show (আমি দেখাই)

Normal Sense: I learn English (আমি শিখি)।
Causative Sense: I teach English (আমি শেখায়)।

 

তার মানে, নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছেন, দেখাচ্ছেন, শেখাচ্ছেন এগুলোই Causative Verbs. এবার নিচের Example গুলো লক্ষ্য করুন।

Normal Sense: I open the door (আমি দরজাটি খুলি)
Causative Sense: I make Rahim open the door. (আমি রহিমকে দিয়ে দরজাটি খোলাই)

Normal Sense: I read a book. (আমি বই পড়ি)।
Causative Sense: I get him to read a book. (আমি তাকে দিয়ে বই পড়াই)।

Causative Verb

Normal Sense: I cut trees (আমি গাছ কাটি)।
Causative Sense: I get my hair cut (আমি চুল কাটায়)।

 আমরা উপরের Causative বাক্যগুলি থেকে বুঝতে পারছি যে, অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝাচ্ছে। 

 

মূল কথা হচ্ছে, ইংরেজিতে এরকম  Show, Feed, teach এর মতো  Causative Verb খুব কম সংখ্যক আছে।

তাই বাকি Causative Sense গুলো Make, Get, Help, Have দিয়ে করতে হয়। চলুন আমরা এখন কিছু Causative Verb দেখবো।

 Make, Get, Let, Have as Causative Verb

The boy to lie

★ Make এর ব্যবহার

গঠন: Sub + Make + N/P + Verb (present form) + Ext.

Example:
I + make + him + do + the work. (আমি তাকে দিয়ে কাজ টি করায়)।
I + don’t make + him + do + the work. (আমি তাকে দিয়ে কাজ টি করায় না)।

I + made + him + do + the work.(আমি তাকে দিয়ে কাজ টি করিয়েছিলাম)।
I + didn’t + him + do + the work.(আমি তাকে দিয়ে কাজ টি করায় নি)।

I + will make + him + do + the work.(আমি তাকে দিয়ে কাজ টি করাবো)।
I + won’t make + him + do + the work.(আমি তাকে দিয়ে কাজ টি করাবো না)।

Causative Verb

★ Get এর ব্যবহার

Get এর ২ ধরনের Structure:

গঠন ০১: Causative Verb “Get” এর ঠিক পরে যদি ব্যক্তি বাচক Object থাকে,
গঠন: Sub + Get + N/P (ব্যক্তি) + to+ Verb (present form) + Ext.

Example:
I + get + him + to write + the letter. (আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিই)।

I + don’t get + him + to write + the letter. (আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিই না)।

I + got+ him + to write + the letter.(আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিয়েছিলাম)।
I + didn’t + get+ him + to write + the letter.(আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিই নি)।

I + will get + him + to write + the letter.(আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিবো)।
I + won’t get + him + to write + the letter.(আমি চিঠি টি তাকে দিয়ে লিখিয়ে নিবো না)।

Causative Verb

The boy to lie

গঠন ০২: Causative Verb “Get” এর ঠিক পরে যদি বস্তু বাচক Object থাকে,
গঠন: Sub + Get + N/P (বস্তু) + Verb3 (p.p) + Ext.

Example:
I + get + the letter + written. (আমি চিঠি টি লিখিয়ে নিই)।

I + don’t get + the letter + written. (আমি চিঠি টি লিখিয়ে নিই না)।

I + got + the letter + written  (আমি চিঠি টি লিখিয়ে নিয়েছিলাম)।
I + didn’t get + the letter + written.  (আমি চিঠি টি লিখিয়ে নিই নি)।

I + will get + the letter + written. (আমি চিঠি টি লিখিয়ে নিবো)।
I + won’t get + the letter + written. (আমি চিঠি টি লিখিয়ে নিবো না)।

★ Let এর ব্যবহার

গঠন: Sub + Let + N/P + Verb (present form) + Ext.

Example:
I + let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিই)।
I + don’t let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিই না)।

I + let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিয়েছিলাম)।
I + didn’t let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিই নি)।

I + will let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিবো)।
I + won’t let + him + play + football. (আমি তাকে ফুটবল খেলতে দিবো না)।

Causative Verb

The boy to lie

★ Have এর ব্যবহার

Have এর ২ ধরনের Structure:

গঠন ০১: Causative Verb “Have” এর ঠিক পরে যদি ব্যক্তি বাচক Object থাকে,
গঠন: Sub + have + N/P (ব্যক্তি) + Verb (present form) + Ext.

Example:
I + have + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠায়)।
I + don’t have + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠায় না)।

I + had + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠিয়েছিলাম)।
I + didn’t have + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠায় নি)।

I + will have + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠাবো)।
I + won’t have + him + send + the E-mail. (আমি তাকে দিয়ে ই-মেইল পাঠাবো না)।

Causative Verb

গঠন ০২: Causative Verb “Have” এর ঠিক পরে যদি বস্তু বাচক Object থাকে,
গঠন: Sub + have + N/P (বস্তু) + Verb3 (pp) + Ext.

Example:
I + have + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিই)।
I + don’t have + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিয়েছি/নিয়েছিলাম)।

I + had + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিয়েছি/নিয়েছিলাম)।
I + didn’t have + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিই নি)।

I + will have + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিবো)।
I + won’t have + my car + washed. (আমি আমার গাড়িটি ধৌত করিয়ে নিবো না)।

★ Help এর ব্যবহার

The boy to lie

Help এর ২ ধরনের Structure:

Structure 01: Causative Verb “Help” এর ঠিক পরে যদি ব্যক্তি বাচক Object থাকে,
Structure: 01
 Sub + help+ N/P (ব্যক্তি) + Verb (present form) + Ext.

Example:
I + help + him + understand+ the lesson. (আমি তাকে লেসনটি বুঝতে সাহায্য করি)।
I + helped + him + understand+ the lesson. (আমি তাকে লেসনটি বুঝতে সাহায্য করেছিলাম)। 

Structure: 0২
 Sub + help+ N/P (ব্যক্তি) + to+Verb (present form) + Ext.

Example:
I + help + him + to understand+ the lesson. (আমি তাকে লেসনটি বুঝতে সাহায্য করি)।
I + helped + him + to understand+ the lesson. (আমি তাকে লেসনটি বুঝতে সাহায্য করেছিলাম)। 

The boy to lie

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype