Upazila Postmaster MCQ 2016 is previous year’s question of Bangladesh Post office recruitment test. Upazila Postmaster (UPM) is one of the most lucrative jobs in Post offices. Bangladesh Post Office will publish exam date for UPM post very soon. So you can practice having a look at this question pattern. The test was held on 29th July 2016.
ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার-২০১৬
তারিখ: ২৯ জুলাই ২০১৬
সময়: ১ ঘণ্টা
পূর্ণমান: ৭০
১. ব্লুটুথ (Bluetooth) কার নামানুসারে নামকরণ করা হয়?
(ক) ডেনমার্ক রাজা
(খ) জাপনের সম্রাট
(গ) ব্রিটেনর রানী
(ঘ) সুইজারল্যান্ডের রাজকুমার
উত্তর: ক
২. বিভিন্ন কম্পিউটারের মধ্যে সংযোগের জন্য যে জ্যামিতিক সন্নিবেশ করা হয় তাকে বলে-
(ক) মরফোলজি
(খ) টেকনোলজি
(গ) নিউরোলজি
(ঘ) টপোলজি
উত্তর: ঘ
Upazila Postmaster MCQ 2016
৩. নেটওয়ার্ক কার্ডের ইউনিক ক্রমিক নম্বরকে কী বলে?
(ক) আইপি অ্যাড্রেস
(খ) ম্যাক অ্যাড্রেস
(গ) ইউআরএল
(ঘ) নেটওয়ার্ড ড্রাইভার
উত্তর: খ
৪. কম্পিউটারে GUI শব্দটির পূর্ণরূপ কী?
(ক) Graphical User Instrument
(খ) Graphical Unified Interface
(গ) Graphical User Interface
(ঘ) Graphical Unified Instrument
উত্তর: গ
৫. কত গিগাবাইটে এক পেটাবাইট?
(ক) ১০০০০০০
(খ) ১০২৪
(গ) ১০০০
(ঘ) ১০০০০
উত্তর: ক
৬. মেমরি ও ALU-এর মধ্যে সংযোগ স্থাপন করে-
(ক) কিবোর্ড
(খ) র্যাম
(গ) কন্ট্রোল ইউনিট
(ঘ) মাউস
উত্তর: গ
Upazila Postmaster MCQ 2016
৭. OMR-এর পূর্ণরূপ কোনটি?
(ক) Optical Message Reader
(খ) Optical Mark Render
(গ) Optical Mark Reader
(ঘ) Optical Mark Render
উত্তর: গ
৮. নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
(ক) লিনাক্স
(খ) মজিলা
(গ) উবুন্টু
(ঘ) উইন্ডোজ
উত্তর: খ
৯. নিচের কোনটি ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
(ক) মাউস
(খ) প্লটার
(গ) মডেম
(ঘ) কিবোর্ড
উত্তর: গ
১০. কম্পিউটারের যে ডিক্সে ডিস্টেম সফটওয়্যার থাকে তাকে বলে-
(ক) স্টার্ট আপ ডিস্ক
(খ) কম্প্যাক্ট ডিস্ক
(গ) হাইডেসিটি ডিস্ক
(ঘ) ম্যাগনেটিক ডিস্ক
উত্তর: ক
Upazila Postmaster MCQ 2016
১১. RAM কোথায় লাগানো থাকে?
(ক) এক্সপানশন বোর্ডে
(খ) এক্সটার্নাল ড্রাইভে
(গ) মাদার বোর্ডে
(ঘ) সবগুলো
উত্তর: গ
১২. Office 2007-এর MS-Word ডকুমেন্টের ফাইল এক্সটেনশন কোনটি?
(ক) .pdf
(খ) .doc
(গ) .docx
(ঘ) .txt
উত্তর: গ
১৩. বাইনারি পদ্ধতিতে তথ্য্ প্রকাশের মৌলিক একক কোনটি?
(ক) মেগাবাইট
(খ) বাইট
(গ) কিলোবাইট
(ঘ) বিট
উত্তর: ঘ
১৪. নিচের কোন প্রটোকল ব্যবহার করে ইমেইল ক্লাযেন্টরা কারো কম্পিউটারে ই-মেইল ডাউনলোড করে?
(ক) TCP
(খ) FTP
(গ) POP
(ঘ) SMTP
উত্তর: ঘ
Upazila Postmaster MCQ 2016
১৫. কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে?
(ক) জার্মানী
(খ) ব্রিটেন
(গ) ফ্রান্স
(ঘ) স্পেন
উত্তর: খ
১৬. বাংলাদেশে ডাক জাদুঘরটি অবস্থিত-
(ক) ঢাকায়
(খ) চট্রগ্রামে
(গ) খুলনায়
(ঘ) রাজশাহীতে
উত্তর: ক
১৭. কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা দিয়েছে?
(ক) ইউনিসেফ
(খ) ইউএনডিপি
(গ) বিশ্বব্যাংক
(ঘ) ইউনেস্কো
উত্তর: ঘ
১৮. নিচের কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই?
(ক) ব্রিটেন
(খ) নিউজিল্যান্ড
(গ) স্পেন
(ঘ) সবগুলো
উত্তর: ক
Upazila Postmaster MCQ 2016
১৯. OIC এর প্রথম মহাসচিবের নাম কি?
(ক) টেংকু আব্দুল কাদের
(খ) টেংকু আব্দুল রহমান
(গ) টেংকু আব্দুর রহিম
(ঘ) মাহাথির মোহম্মদ
উত্তর: খ
২০. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
(ক) ১৩৬
(খ) ১৩৭
(গ) ১৩৮
(ঘ) ১৩৯
উত্তর: ক
২১. মহাত্মা গান্ধীর রাজনৈতিক নেতৃত্বের উত্থান ঘটে কোন দেশে?
(ক) ভারত
(খ) দঃআফ্রিকা
(গ) ইংল্যান্ড
(ঘ) নেপাল
উত্তর: খ
২২. ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে?
(ক) ইংল্যান্ড
(খ) অস্ট্রেলিয়া
(গ) নিউজিল্যান্ড
(ঘ) ভারত
উত্তর: ক
Upazila Postmaster MCQ 2016
২৩. কোপা আমেরিকা ২০১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কোন দল?
(ক) আমেরিকা
(খ) আর্জেন্টিনা
(গ) চিলি
(ঘ) ব্রাজিল
উত্তর: গ
২৪. কোনটি সবচেয়ে প্রাচীন সভ্যতা?
(ক) মিশরীয়
(খ) গ্রিক
(গ) চৈনিক
(ঘ) পারস্য
উত্তর: ক
২৫. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
(ক) আবুল আহসান
(খ) মনমোহন সিং
(গ) শওকত আজিজ
(ঘ) চেককিয়ার দোর্জি
উত্তর: ক
২৬. গবেষণায় একুশে পদক ২০১৬ কে পেয়েছেন?
(ক) ডা. সাঈদ হায়দার
(খ) ড. জামিলুর রেজা চৌধুরী
(গ) তোয়াব খান
(ঘ) ডা. এ বি এম আব্দুল্লাহ
উত্তর: ঘ
Upazila Postmaster MCQ 2016
২৭. বৈদেশিক মুদ্রার রিজর্ভের ভিত্তিতে বাংলাদেশের অবস্থান কত?
(ক) ২৮
(খ) ৪৮
(গ) ৬৮
(ঘ) ৮৮
উত্তর: খ
২৮. উত্তরা গণভবন অবস্থিত কোন জেলায়?
(ক) ঠাকুরগাঁও
(খ) সৈয়দপুর
(গ) রাজশাহীতে
(ঘ) নাটোরে
উত্তর: ঘ
২৯. জাহিদ ১০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানীকে ১৮০ টাকা দিল। বইটির প্রকৃত মূল্য কত টাকা?
(ক) ১০০
(খ) ৫০
(গ) ১৫০
(ঘ) ২০০
উত্তর: ঘ
৩০. একটি চালের গুদামে ৪০০ কেজি চাল মজুদ আছে। মালিক ২০ টাকা কেটি দরে ৮০% চাল বিক্রয় করেন। তার মোট বিক্রয়মূল্য কত টাকা?
(ক) ৫৪০০
(খ) ৬৪০০
(গ) ৩০০০
(ঘ) ৩৩০০
উত্তর: খ
Upazila Postmaster MCQ 2016
৩১. ২/৫, ৩/৫, ৬/১৫ এর গ.সা.গু. কোনটি?
(ক) ৬/৫
(খ) ৭/৫
(গ) ৮/৫
(ঘ) ৯/৫
উত্তর: ১/১৫
৩২. দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩৭। সংখ্যা দুটি কি কি?
(ক) ১২,১৩
(খ) ১৫,১৬
(গ) ১৮,১৯
(ঘ) ২০,২১
উত্তর:গ
৩৩. পরপর তিনটি সংখ্যা গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে ?
(ক) ৯
(খ) ১২
(গ) ১৪
(ঘ) ১৫
উত্তর:গ
৩৪. একটি রম্বস ক্ষেত্রে কর্ণ যথাক্রমে ৫ সে. মি. ও ৪.৫ সে. মি.। এর ক্ষেত্রফল কত বগ্য সে.মি.?
(ক) ২.২৫
(খ) ২২.৫০
(গ) ১২.৫০
(ঘ) ১১.২৫
উত্তর: ঘ
Upazila Postmaster MCQ 2016
৩৫. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(ক) ৪০%
(খ) ৫০%
(গ) ৬০%
(ঘ) ৭০%
উত্তর: খ
৩৬. সার্বিক সেট UU= {1,2,3,4,5}, A={1,2,4}, B={1,3,5} হলে A’ᴜB’ কত হবে?
(ক) {1,2,3}
(খ) {2,3,4}
(গ) {3,4,5}
(ঘ) {2,3,4,5}
উত্তর: ঘ
৩৭. চতুর্ভুজের চার কোণের অনুপাত ১:২:২:৩ বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রি হবে?
(ক) ১০০
(খ) ১১৫
(গ) ১৩৫
(ঘ) ২২৫
উত্তর: গ
৩৮. ১০ সে.মি. ব্যার্সাধ্যের বৃত্তের কেন্দ্র থেকে ৬ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা-এর দৈর্ঘ্য কত সে.মি.?
(ক) ১২
(খ) ১৪
(গ) ১৬
(ঘ) ১৮
উত্তর: গ
Upazila Postmaster MCQ 2016
৩৯. (√3. √5)4 এর মান কত?
(ক) ৩০
(খ) ৬০
(গ) ২২৫
(ঘ) ১৫
উত্তর: গ
৪০. কোন বৃহত্তম সংখ্যার দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে?
(ক) ১৪
(খ) ১০
(গ) ১২
(ঘ) ১৬
উত্তর: গ
৪১. দুটি সংখ্যার গুণফল ৫৪। সংখ্যা দুটির গ.সা.গু. ৩। সংখ্যা দুটর ল.সা.গু কত হবে?
(ক) ১২
(খ) ১৬
(গ) ১৮
(ঘ) ২৪
উত্তর: গ
৪২. একটি পানি ভর্তি বালতির ওজন ১৬.৫ কেজি। বালতির ১/৪ অংশ পানি ভর্তি থাকলে তার ওজন ৫.২৫ কেজি হয়। খালি বালতির ওজন কত কেজি?
(ক) ২.৫
(খ) ১.৫
(গ) ৩.৫
(ঘ) ১.২৫
উত্তর: খ
Upazila Postmaster MCQ 2016
৪৩. ‘Blue blood’ means—
(ক) fresh blood
(খ) aristocratic birth
(গ) scoundrel
(ঘ) none
উত্তর: খ
৪৪. Correct the sentence- “The father could not help but cry at this condition”.
(ক) cry on
(খ) cry for
(গ) crying
(ঘ) no correction
উত্তর: গ
৪৫. What is the synonym of ‘competent’?
(ক) discrete
(খ) capable
(গ) prudent
(ঘ) cautious
উত্তর: খ
৪৬. Antonym of ‘enormous’
(ক) tiny
(খ) soft
(গ) weak
(ঘ) fragile
উত্তর: ক
Upazila Postmaster MCQ 2016
৪৭. Change the voice, ‘Please keep quiet.’
(ক) You are told for keep quiet.
(খ) You are requested to keep quiet.
(গ) You are requested for keep quiet.
(ঘ) You are told to keep quiet.
উত্তর: খ
৪৮. Change the narration: He remarked, “two and two makes four”.
(ক) He remarked that two and two would make four.
(খ) He remarked that two and two made four.
(গ) He remarked that two and two makes four.
(ঘ) He adviced that two and two makes four.
উত্তর: গ
৪৯. Find the idioms and phrases of “tall talk”.
(ক) secrets
(খ) to frown
(গ) to bribe
(ঘ) in dumps
উত্তর: খ
৫০. I had a talk with him. Here “talk” is a —
(ক) verb
(খ) noun
(গ) pronoun
(ঘ) adverb
উত্তর: খ
Upazila Postmaster MCQ 2016
৫১. Which of the following words is not plural.
(ক) feet
(খ) lice
(গ) news
(ঘ) men
উত্তর: গ
৫২. Of the two boys, Latif is —- intelligent.
(ক) most
(খ) more
(গ) as
(ঘ) far
উত্তর: খ
৫৩. Find the correct spelling-
(ক) secretarial
(খ) sacretarial
(গ) secretareal
(ঘ) secretariel
উত্তর: ক
৫৪. My birthday is —- February.
(ক) in
(খ) on
(গ) at
(ঘ) by
উত্তর: ক
Upazila Postmaster MCQ 2016
৫৫. Look at those black clouds. It —- rain.
(ক) will
(খ) is going to
(গ) would
(ঘ) needs
উত্তর: খ
৫৬. I asked him—
(ক) What is his name
(খ) What was his name
(গ) What his name is
(ঘ) What his name was
উত্তর: ঘ
৫৭. ’মেঘনাদবধ’ কাব্যে কোনটির প্রবল প্রকাশ ঘটেছে?
(ক) জাতিসত্তা
(খ) দেশপ্রেম
(গ) স্বজনপ্রীতি
(ঘ) আত্মপ্রীতি
উত্তর: খ
৫৮. ’কি করিতে হইবে বুঝিতে না পারা’- এক কথায় হবে–
(ক) অবুঝ
(খ) অমনোনিবেশ
(গ) কিংকর্তব্যঅনূঢ়
(ঘ) কিংকর্তব্যবিমূঢ়
উত্তর: ঘ
Upazila Postmaster MCQ 2016
৫৯. নিচের কোন বাক্যটি সঠিক?
(ক) আমার কথাই প্রমাণ হলো
(খ) আমার কথাই প্রমান হলো
(গ) আমার কথাই প্রমাণীত হলো
(ঘ) আমার কথাই প্রমাণিত হলো
উত্তর: ঘ
৬০. ’রক্তাক্ত প্রান্তর’ এর পটভুমি ছিল-
(ক) মহান মুক্তিযোদ্ধ
(খ) ভাষা আন্দোলন
(গ) পানি পথের ৩য় যুদ্ধ
(ঘ) পলাশীল যুদ্ধ
উত্তর: গ
৬১. অভিধানে কোন শব্দটি আগে আসবে?
(ক) চাঁপা
(খ) চানা
(গ) চালা
(ঘ) চাঁটি
উত্তর: ঘ
৬২. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
(ক) সোনার তরী
(খ) গীতাঞ্জলি
(গ) চিত্র
(ঘ) ক্ষণিকা
উত্তর: খ
Upazila Postmaster MCQ 2016
৬৩. অমর কথাশিল্পী নামে পরিচিত-
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) কাজী মোতাহার হোসেন
(ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: ঘ
৬৪. ’মৃন্ময়’ এর সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) মৃন+ময়
(খ) মৃং+ময়
(গ) মৃৎ+ময়
(ঘ) মৃঃ+ময়
উত্তর: গ
৬৫. ’মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ’- এই বাক্যে মরি মরি-
(ক) বিশেষণের-বিশেষণ
(খ) পদাশ্রিত নির্দেশক
(গ) সমুচ্চয়ী অব্যয়
(ঘ) অণন্বয়ী অব্যয়
উত্তর: ঘ
৬৬. খেয়া পার করে যে, তাকে বলা হয়-
(ক) মাঝি
(খ) ঘাটাল
(গ) পাটনী
(ঘ) কর্ণধার
উত্তর: গ
Upazila Postmaster MCQ 2016
৬৭. বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানান শুদ্ধ?
(ক) হাতি/হাতী
(খ) নারি/নারী
(গ) জাতি/জাতী
(ঘ) দাদি/দাদী
উত্তর: খ
৬৮. বাংলা সাহিত্য ধারা প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) প্যারীচাঁদ মিত্র
(ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর: গ
৬৯. হেমিংওয়েরের ‘দি ওল্ডম্যান এন্ড দি সি’- গ্রন্থের বঙ্গানুবাদ করেছেন-
(ক) ফজলে লোহানী
(খ) ফতেহ লোহানী
(গ) কামাল লোহানী
(ঘ) জামাল লোহানী
উত্তর: খ
৭০. নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি?
(ক) বিদ্রোহী
(খ) মুক্তি
(গ) রণসঙ্গীত
(ঘ) লিচুচোর
উত্তর: খ