Upazila Postmaster MCQ 2010 is previous year question of Bangladesh Post office recruitment test. Upazila Postmaster (UPM) is one of the most lucrative jobs in Post offices. Bangladesh Post Office will publish exam date for UPM post very soon. So you can practice having a look at this question pattern. The test was held on 1st January 2010.
ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার-২০১০
তারিখ: ১লা জানুয়ারি ২০১০
সময়: ১ ঘণ্টা
পূর্ণমান: ৭০
১. ‘রোহিণী” চরিত্রটি কোন উপন্যাসের?
(a) পল্লীসমাজ
(b) মৃত্যুক্ষুধা
(c) সংশপ্তক
(d) কৃষ্ণকান্তের উইল
(e) কোনোটিই নয়
উত্তর: d
২. বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?
(a) খরোষ্ঠী লিপি
(b) ব্রাহ্ম লিপি
(c) আশোক লিপি
(d) প্রকৃত লিপি
(e) কোনোটিই নয়
উত্তর: (b) ব্রাহ্ম লিপি
৩. বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ কোনটি?
(a) বেদ
(b) শূন্যপূরাণ
(c) মঙ্গলকাব্য
(d) চর্যাপদ
(e) কোনোটিই নয়
উত্তর: (d) চর্যাপদ
৪. কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?
(a) ১২০১-১৩৫০ খ্রি.
(b) ৬০০-৯৫০ খ্রি.
(c) ১৩৫১-১৫০০ খ্রি.
(d) ৬০০-৭৫০ খ্রি.
(e) কোনোটিই নয়
উত্তর: (a) ১২০১-১৩৫০ খ্রি.
৫., কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
(a) পাল
(b) সেন
(c) মুঘল
(d) তুর্কী
(e) কোনোটিই নয়
উত্তর: (a) পাল
৬. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য কে রচনা করেন?
(a) রামাই পন্ডিত
(b) হলায়ুধ মিশ্র
(c) বড়ু চন্ডীদাস
(d) খনা
(e) কোনোটিই নয়
উত্তর: (c) বড়ু চন্ডীদাস
৭. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
(a) ১৭৯৫
(b) ১৭৯৯
(c) ১৮০০
(d) ১৮০১
(e) কোনোটিই নয়
উত্তর: (c) ১৮০০
৮. কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কোনটি?
(a) যাযাবর
(b) অবধূত
(c) ভানুসিংহ
(d) হুতোমপেচাঁ
(e) কোনোটিই নয়
উত্তর: (d) হুতোমপেচাঁ
৯. ’পঞ্চতন্ত্র’ গ্রন্থটি কার রচনা?
(a) সত্যেন সেন
(b) আবুল ফজল
(c) সৈয়দ মুজতবা আলী
(d) সমরেশ বসু
(e) কোনোটিই নয়
উত্তর: (c) সৈয়দ মুজতবা আলী
১০. ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?
(a) কপালকুন্ডলা
(b) নীলদর্পণ
(c) মরুশিখা
(d) মেঘনাধ বধ
(e) কোনোটিই নয়
উত্তর: (b) নীলদর্পণ
১১. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি?
(a) ৭টি
(b) ৮টি
(c) ৯টি
(d) ১০টি
(e) কোনোটিই নয়
উত্তর: (b) ৮টি
১২. এক কথায় প্রকাশ করুন: একবার ফল দিয়ে যে গাছ মরে যায়-
(a) ঔষধি
(b) ওষধি
(c) ঔষধী
(d) একবর্ষী
(e) কোনোটিই নয়
উত্তর: (b) ওষধি
১৩. কোনটি দ্বন্দ্ব সমাস?
(a) কোকিলকণ্ঠী
(b) রাতজাগা
(c) হাটেবাজারে
(d) মেনিমুখো
(e) কোনোটিই নয়
উত্তর: (c) হাটেবাজারে
১৪. ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়?
(a) কোকিল
(b) দোয়েল
(c) ময়ূর
(d) কাক
(e) কোনোটিই নয়
উত্তর: (a) কোকিল
১৫. ‘অর্বাচীন’ এর বিপরীত শব্দ কোনটি?
(a) বাচীন
(b) প্রাচীন
(c) নবীন
(d) চেনা
(e) কোনোটিই নয়
উত্তর: (b) প্রাচীন
১৬. ’তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি’ এটি কোন শ্রেণির বাক্য?
(a) সরল বাক্য
(b) জটিল বাক্য
(c) যৌগিক বাক্য
(d) ব্যাসবাক্য
(e) কোনোটিই নয়
উত্তর: (a) সরল বাক্য
১৭. পাশাপাশি দুটি বর্ণ বা ধ্বণির মিলনকে কি বলে?
(a) সমাস
(b) ধ্বনি বিপর্যয়
(c) অপিনিহিতি
(d) সন্ধি
(e) কোনোটিই নয়
উত্তর (d) সন্ধি
১৮. নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে?
(a) কবিরাজ
(b) কুলটা
(c) ননদ
(d) নবীন
(e) কোনোটিই নয়
উত্তর (c) ননদ
১৯. বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ কতটি?
(a) ১৮
(b) ১৯
(c) ২০
(d) ২১
(e) কোনোটিই নয়
উত্তর (c) ২০
২০. সমাসনিষ্পন্ন পদটিকে কি বলে ?
(a) সমস্ত পদ
(b) ব্যাসবাক্য
(c) উত্তর পদ
(d) সমস্যমান পদ
(e) কোনোটিই নয়
উত্তর (a) সমস্ত পদ
Questions 21-25: Meaning of the underline word
Instruction: Select the word/phrase you think is closest in meaning to the word/words underlined.
21. As this is his first job he will have to put up with the inconvenience.
(a) endure
(b) adapt
(c) overcome
(d) avoid
(e) None of those
উত্তর (a) endure
22. Rana decided to pursue his career in developmental field in lieu of sitting in his father’s business.
(a) in accordance
(b) undermining
(c) in stead of
(d) along with
(e) None of those
উত্তর (c) in stead of
23. Every relation is measured and evaluated on the basis of reciprocity at one point of time.
(a) reception
(b) mutual
(c) reactivity
(d) sacrifice
(e) None of those
উত্তর (d) sacrifice
24. The supervisor showed great enthusiasm and appreciation contrary to what the labors had expected.
(a) in support of
(b) objection
(c) opposition
(d) complement
(e) None of those
উত্তর (c) opposition
25. Those antiquated machineries have huge impact on the current productivity of the firm.
(a) outdated
(b) modern
(c) simple to run
(d) complex
(e) None of those
উত্তর (a) outdated
26. Will you mind —- the accounts one more time?
(a) checking
(b) to check
(c) checked
(d) check
(e) None of those
উত্তর (a) checking
27. I stretched for tissue but the box of tissues — nearly empty.
(a) was
(b) were
(c) has
(d) have
(e) None of those
উত্তর (a) was
28. None of the students in the class left any doubt — enjoyed this class.
(a) as to whether or not he/she
(b) whether or not he/she
(c) as to whether or not they
(d) to whether he/she
(e) None of those
উত্তর (a) as to whether or not he/she
29. Susan’s self-confidence was — as she had scored poorly in the exam.
(a) boosted
(b)destroyed
(c) demoralized
(d) elevated
(e) None of those
উত্তর (c) demoralized
30. The students have submitted the report today which they — to bring yesterday.
(a) was supposed
(b) were supposed
(c) was suppose
(d) were supposed
(e) None of those
উত্তর (d) were supposed
Questions 31-35: Choose a word for each question given below to complete the passage.
Instruction: Below is a passage with blanks in it. Pick up words from the options given below to complete the passage.
Global strategies to control 31 disease have historically included the creation of barriers to international travel and 32 keeping people with such deadly diseases outside national borders has 33 as an important public health policy in the human immunodeficiency virus (HIV) epidemic. Between 29 and 50 countries 34 to have introduced border restrictions on HIV positive foreigners, usually those planning an 35 stay in the country, such as students, workers, or seamen.
31. (a) infectious
(b) defective
(c) infective
(d) prolonged
(e) None of those
উত্তর (a) infectious
32. (a) ennigration
(b) immigrate
(c) Immigration
(d) migration
(e) None of those
উত্তর (d) migration
33. (a) reemerged
(b) merged
(c)returned
(d) restrained
(e) None of those
উত্তর (a) reemerged
34. (a) reports
(b) is reported
(c) are reported
(d) are
(e) None of those
উত্তর (c) are reported
35. (a) intended
(b) extended
(c) unplanned
(d) interested
(e) None of those
উত্তর (b) extended
Questions: 36-40: Sentence Correction
Instruction: In each of the following sentences there is one word missing. Your task is to identify the missing word from the given choices so that the sentences become meaningful.
36. Last Monday it has been raining in torrents.
(a) till
(b) when
(c) from
(d) since
(e) None of these
উত্তর: (d) since
37. Have you ever been the longest sea beach of the world.
(a) to
(b) in
(c) on
(d) up
(e) None of these
উত্তর: (a) to
38. We saw several haunted houses were fire while coming from border areas.
(a) in
(b) on
(c) with
(d) under
(e) None of these
উত্তর: (b) on
39. We have been working hard we can win this year’s challenge .
(a) so that
(b) so
(c) that
(d) because
(e) None of these
উত্তর: (a) so that
40. I always listen radio while going to office.
(a) to
(b) in
(c) on
(d) up
(e) None of these
উত্তর: (a) to
৪১. কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত?
(a) বাইনারি
(b) ডেসিমেল
(c) হেপ্টাল
(d) হেক্সাল
(e) কোনটিই নয়
উত্তর: (a) বাইনারি
৪২. কম্পিউটারে হিসাব নিকাশ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি সর্বাধিক উপযোগী?
(a) এমএস ওয়ার্ড
(b) পাওয়ার
(c) নোটপ্যাড
(d) এমএস এক্সেল
(e) কোনটিই নয়
উত্তর: (d) এমএস এক্সেল
৪৩. কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে নিচের কোন মাধ্যামটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
(a) কো এক্সিয়াল কেবল
(b) ফাইবার অপটিক কেবল
(c) টুইস্টেড পেয়ার কেবল
(d) আর জে ৪৫ কানেক্টর
(e) কোনটিই নয়
উত্তর: (b) ফাইবার অপটিক কেবল
৪৪, নিচের কোনটি কম্পিউটারের ইনপুট যন্ত্র?
(a) মনিটর
(b) স্পিকার
(c) প্রিন্টার
(d) মাউস
(e) কোনটিই নয়
উত্তর: (d) মাউস
৪৫. নিচের কোনটি ড্যাটা (data) সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয়?
(a) পেন ড্রাইভ
(b) প্রসেসর
(c) ভি.জি. এ
(d) পাওয়ার সাপ্লাই
(e) কোনটিই নয়
উত্তর: (a) পেন ড্রাইভ
৪৬. নিচের কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টরনেট সংযোগের জন্য উপযোগী?
(a) সি-মস
(b) ওয়াই ম্যাক্স
(c) ব্রডব্যান্ড
(d) ব্লু টুথ
(e) কোনটিই নয়
উত্তর: (b) ওয়াই ম্যাক্স
৪৭. নিচের কোনটি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ?
(a) পাওয়ার পয়েন্ট
(b) এমএস এক্সেল
(c) সি
(d) উইন্ডোজ
(e) কোনটিই নয়
উত্তর: (c) সি
৪৮. নিচের কোনটি মাইক্রোসফটের নতুন সার্চ ইঞ্জিন?
(a) ইয়াহু
(b) গুগল
(c) স্কাইপ
(d) বিং
(e) কোনটিই নয়
উত্তর:(d) বিং
৪৯. কোন ওয়েরসাইটের নামের শুরুতে ‘www’ এর অর্থ কি?
(a) Worldwide Wireless Windows
(b) World wide Web
(c) World Wide WAN
(d) Worldwide Wrire-free Woofer
(e) কোনটিই নয়
উত্তর: (b) World wide Web
৫০. নিচের কোন মাধ্যমটির ড্যাটা (data) ধারণক্ষমতা সবচেয়ে বেশি?
(a) ফ্লপি ডিস্ক
(b) কমপ্যাক্ট ডিস্ক
(c) ডিজিটাল ভিডিও ডিস্ক
(d) মডেম
(e) কোনটিই নয়
উত্তর: (c) ডিজিটাল ভিডিও ডিস্ক
৫১. নিচের কোনটি আউটপুট যন্ত্র?
(a) মাউস
(b) ট্র্যাকার বল
(c) স্ক্যানার
(d) প্রিন্টার
(e) কোনটিই নয়
উত্তর: (d) প্রিন্টার
৫২. কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতিতে উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্সম?
(a) লেজার প্রিন্টার
(b) ইনকজেট প্রিন্টার
(c) ডটমেট্রিক্স প্রিন্টার
(d) বাবল জেট প্রিন্টার
(e) কোনটিই নয়
উত্তর: (a) লেজার প্রিন্টার
৫৩. আধুনিক কম্পিউটারের জনক কে?
(a)উ্ইলবার রাইট
(b) চার্লস ব্যাবেজ
(c) টিম বার্নার্স লী
(d) জন বেয়ার্ড
(e) কোনটিই নয়
উত্তর: (b) চার্লস ব্যাবেজ
৫৪. কোনো ই-মেইলে ‘CC’ অর্থ কি?
(a) Close Circuit
(b) Carbon Copy
(c) Close Contact
(d) Contact Center
(e) কোনটিই নয়
উত্তর: (b) Carbon Copy
৫৫. নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার?
(a) উইনডোজ ভিস্তা
(b) এসএস এক্সেল
(c) ওরাকল
(d) নোটপ্যাপ
(e) কোনটিই নয়
উত্তর: (a) উইনডোজ ভিস্তা
৫৬. CPU এর পূর্ণরূপ কি?
(a) Central Processing Unit
(b) Core Programming Unit
(c) Core Performance Unit
(d) Cyber programming Unit
(e) কোনটিই নয়
উত্তর: (a) Central Processing Unit
৫৬. CPU এর পূর্ণরূপ কি?
(a) Central Processing Unit
(b) Core Programming Unit
(c) Core Performance Unit
(d) Cyber programming Unit
(e) কোনটিই নয়
উত্তর: (a) Central Processing Unit
৫৭. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার?
(a) বিজয়
(b) সুতনি
(c) সুলেখা
(d) রূপসা
(e) কোনটিই নয়
উত্তর: (a) বিজয়
৫৮. কম্পিউটারের ভাইরাস কী?
(a) একটি ক্ষতিকারাক জীবানূ
(b) একটি ক্ষতিকারক প্রোগ্রাম
(c) একটি ক্ষতিকারক বর্তনী
(d) একটি ক্ষতিকারক চৌম্বকক্ষেত্র
(e) কোনটিই নয়
উত্তর: (b) একটি ক্ষতিকারক প্রোগ্রাম
৫৯. নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?
(a) গ্রাফিকস কার্ড
(b) রোম
(c) প্রসেসর
(d) হার্ডডিস্ক
(e) কোনটিই নয়
উত্তর: (c) প্রসেসর
৫৯. নিচের কোনটি কম্পিউটারের মস্তিস্ক রূপে কাজ করে?
(a) গ্রাফিকস কার্ড
(b) রোম
(c) প্রসেসর
(d) হার্ডডিস্ক
(e) কোনটিই নয়
উত্তর: (c) প্রসেসর
৬০. কম্পিউটারকে ইন্টারনেটের সাথে যু্ক্ত করতে কোন যন্ত্রাংশ আবশ্যক?
(a) ডিভিডি রম ড্রাইভ
(b) মডেম
(c) পেন ড্রাইভ
(d) টাচ স্ক্রিন
(e) কোনটিই নয়
উত্তর: (b) মডেম
৬১. দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্রের মেয়াদকাল কোনটি?
(a) জুন’১০ – জুন’১২
(b) জুন’১০ – জুন’১৪
(c) জুন’০৯ – জুন’১১
(d) জুন’০৯ – জুন’১৩
(e) কোনটিই নয়
উত্তর: জুন’১০ – জুন’১২
৬২. বাংলাদেশে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে কবে পৃথক করা হয়?
(a) ১ নভেম্বর’০৭
(b) ১১ নভেম্বর’০৭
(c) ৮ নভেম্বর’০৮
(d) ১১ নভেম্বর’০৮
(e) কোনটিই নয়
উত্তর: (a) ১ নভেম্বর’০৭
৬৩. কবে প্রথম বাংলাদেশে পতাকা উত্তোলন করা হয়?
(a) ২ মার্চ ১৯৭১
(b) ৭ মার্চ ১৯৭১
(c) ২৫ মার্চ ১৯৭১
(d) ২৬ মার্চ ১৯৭১
(e) কোনটিই নয়
উত্তর: (a) ২ মার্চ ১৯৭১
৬৪. ঐতিহাসিক ৬ দফা দিবস কবে ঘোষণা করা হয়?
(a) ১ লা ফেব্রুয়ারি
(b) ৫ ফেব্রুয়ারি
(c) ৭ ফেব্রুয়ারি
(d) ৭ ফেব্রুয়ারি
(e) কোনটিই নয়
উত্তর: (b) ৫ ফেব্রুয়ারি
৬৫. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সংবিধান দিবস কত তারিখ?
(a) ১৬ ডিসেম্বর
(b) ২৩ অক্টোবর
(c) ৭ মার্চ
(d) ৪ নভেম্বর
(e) কোনটিই নয়
উত্তর: (d) ৪ নভেম্বর
৬৬. কোন বিদেশী প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন?
(a) পন্ডিত জওহরলাল নেহেরু
(b) মার্শাল জোসেফ টিটো
(c) লাল বাহাদুর শাস্ত্রী
(d) রির্চাড নিক্সন
(e) কোনটিই নয়
উত্তর: (b) মার্শাল জোসেফ টিটো
৬৭. বর্তমান গ্রামীণ ব্যাংক ’গ্রামীণ ব্যাংক প্রকল্প’ রূপে কাজ শুরু করে কবে?
(a) ১৯৮৩ সাল
(b) ১৯৭২ সাল
(c) ১৯৭৩ সালে
(d) ১৯৭৬ সাল
(e) কোনটিই নয়
উত্তর:(b) ১৯৭২ সাল
৬৮. বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা কত?
(a) ৩০০
(b) ৩৩০
(c) ৩৪৫
(d) ৩৫০
(e) কোনটিই নয়
উত্তর: (d) ৩৫০
৬৯. অক্সফাম (Oxfam) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
(a) জেনেভা
(b)প্যারিস
(c) নিউইয়র্ক
(d) লন্ডন
(e) কোনটিই নয়
উত্তর: (d) লন্ডন
৭০. বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০০৯ অনুসারে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম দেশ?
(a) ৬ষ্ঠ
(b)৭ম
(c) ৮ম
(d) ৯ম
(e) কোনটিই নয়
উত্তর: (b)৭ম
৭১. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয়?
(a) রূপা
(b) তামা
(c) এ্যলূমিনিয়াম
(d) টংস্টেন
(e) কোনটিই নয়
উত্তর: (d) টংস্টেন
৭২. বায়ুমন্ডলে কোন গ্যাসে পরিমান বেশি?
(a) অক্সিজেন
(b) নাইট্রোজেন
(c) হাইড্রোজেন
(d) কার্বন ডাই অক্সাইড
(e) কোনটিই নয়
উত্তর: (b) নাইট্রোজেন
৭৩. মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত?
(a) ২১ জোড়া
(b) ২২ জোড়া
(c) ২৩ জোড়া
(d) ২৪ জোড়া
(e) কোনটিই নয়
উত্তর: (c) ২৩ জোড়া
৭৪. উপকূলে পর পর ২টি জোয়ার এর মধ্যে কত সময় ব্যবধান থাকে?
(a) ৬ ঘণ্টা
(b) ১২ ঘণ্টা
(c) ২৪ ঘণ্টা
(d) ৪৮ ঘণ্টা
(e) কোনটিই নয়
উত্তর: (b) ১২ ঘণ্টা
৭৫. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
(a) কঠিন
(b) তরল
(c) বায়বীয়
(d) শূন্য মাধ্যম
(e) কোনটিই নয়
উত্তর: (a) কঠিন
৭৬. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল ?
(a) ইউরোনিয়াম
(b) সোডিয়াম
(c) লিথিয়াম
(d) পারদ
(e) কোনটিই নয়
উত্তর: (d) পারদ
৭৭. মানব দেহে কতটি হাড় আছে?
(a) ২০০
(b) ৪০৩
(c) ২০৬
(d) ৪০৬
(e) কোনটিই নয়
উত্তর: (c) ২০৬
৭৮. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কার কতদিন?
(a) ৭দিন
(b) ৩০দিন
(c) ১২০দিন
(d) ১৮০দিন
(e) কোনটিই নয়
উত্তর:(c) ১২০দিন
৭৯. কোনটি উদ্ভিদের সালোক সংশ্লেষণে কাজ করে?
(a) জ্যান্থোফিল
(b) জাইলেম
(c) ক্রোমোপ্লাস্ট
(d) ক্লোরফিল
(e) কোনটিই নয়
উত্তর:(d) ক্লোরফিল
৮০. পাউরুটি ফোলানোর জন্য কোনটি ব্যবহৃত হয়?
(a) অ্যামিবা
(b) ঈষ্ট
(c) টি-২ ফাজ
(d) H1N5
(e) কোনটিই নয়
উত্তর: (b) ঈষ্ট