
Which of the following novels was written by George Orwell?
(ক) 1984
(খ) Brave New World
(গ) A Clockwork Orange
(ঘ) For Whom the Bell Tolls
(ক) 1984
George Orwell এর লেখা উপন্যাস ‘1984’. Eric Arthur Blair ১৯৪৯ সালে বইটি লিখেন। এতে তিনি ১৯৮৪ সালের পৃথিবী কল্পনা করেছেন। যেখানে মানুষের কোন বাক-স্বাধীনতা নাই এবং মানুষের সকল কর্মকাণ্ড সরকার পর্যবেক্ষন ও নিয়ন্ত্রণ করে। এই উপন্যাসের একটি বিখ্যাত সংলাপ “Big brother is watching you”.
George Orwell হলো Eric Arthur Blair এর ছদ্মনাম। এই ছদ্মনামের আড়ালে তিনি কালোত্তীর্ণ ভুবন বিখ্যাত ইংরেজ সাহিত্যি রচনা করেছিলেন।
অবিভক্ত ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের মতিহারিতে ১৯০৩ সালে জন্ম হয়েছিল তাঁর। বিশ্ব সাহিত্যের অঙ্গনে তিনি জর্জ অরওয়েল ছদ্মনামে সমধিক পরিচিত। তাঁর দুটি উপন্যাস – Animal Firm ও ‘1984’- বিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের তালিকায় স্থান পেয়েছে।
https://englishwithrasel.com/category/model-test/