Who wrote Ozymandias

Who wrote the poem ‘Ozymandias”?

(ক) Thomas Hardy
(খ) Robert Frost
(গ) P. B. Shelley
(ঘ) Edmund Spenser

(গ) P. B. Shelley

(ক) Thomas Hardy বিখ্যাত Novel- Tess of the D’urberville.

(খ) Robert Frost এর বিখ্যাত Poem হলো The Road Not Taken, Mending Wall.

(গ) P.B. Shelley এর বিখ্যাত Poemহলো Ozymandias, Ode to the West Wind, To a Skylark.

(ঘ) Edmund Spenser’s masterpiece is the epic poem ‘The Faerie Queene’.

So P.B Shelley wrote the poem ‘Ozymandias’.

For more Solutions regularly visit our site.

Clause

ইংরেজি বাক্যে Clause একটি গুরুত্বপূর্ণ অংশ। Complex এবং compound sentence-এর ক্ষেত্রে একের অধিক clause থাকে। 
 
সংজ্ঞা: যে বাক্যাংশে একটি  Subject এবং একটি Finite Verb থাকে এবং যেই বাক্যাংশটি
একটি বড় Sentence-এর অংশ হিসেবে ব্যবহৃত হয়,তাকে Clause বলে।
 
(Note:যে ক্রিয়াবাচক শব্দ বাক্যের অর্থ পরিপূর্ণ বা শেষ করে,তাকে Finite verb বলে।)
 
Example: I saw how they earned their bread and butter.
ব্যাখ্যা: এই Sentence টিতে দুটি অংশ রয়েছে এবং দুটি অংশে how এর আগে ও পরে একটি Subject ও Finite verb রয়েছে। how যুক্ত দুটি অংশটিই হচ্ছে CLAUSE।

Who wrote Ozymandias

Kinds of Clauses

Clause for BCS Preparation

Clause-কে সাধারণত তিনভাগে ভাগ করা হয়।

1. Principal Clause বা Independent Clause 

2. Subordinate Clause বা Dependent Clause

3. Co-ordinate Clause

Principal/ Independent Clause

যে Clause কে তার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো Clause-এর উপর নির্ভর করতে হয় না বরং নিজেই স্বয়ং সম্পূর্ণভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Clause বা Main Clause বলে ।

We watched a movie which was amazing.

Subordinate/Dependent Clause

অন্যদিকে যে Clause নিজে নিজে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশের জন্য Principal Clause-এর উপর নির্ভর করে তাকে Subordinate Clause/Dependent Clause বলে।

Subordinate Clause সাধারণত একটি Subordinating Conjunction যেমন- when, while, before, after, till, until, who, which, whom, since, though, although, if, unless ইত্যাদি দিয়ে শুরু হয়।

Istiyak knew that he was good.

Classification of Subordinate Clause: 

1) Noun Clause 2) Adjective Clause 3) Adverbial Clause

Who wrote Ozymandias

Clause চেনার উপায়

Clause for BCS Preparation

⇒Noun clause চেনার উপায়:

 Underlined বাক্যাংশটিকে যদি it দ্বারা logically ও meaningfully প্রতিস্থাপন করা যায়। তবে সেটা Noun Clause.
যেমন: The man wants (something to eat).
 
Adjective clause চেনার উপায়:
বাক্যাংশটিকে যদি বাক্য থেকে সরিয়ে দিলেও অর্থবোধক বাক্য অবশিষ্ট থাকে এবং বাক্যাংশটি যদি noun কে modify করে তাহলে সেটা adjective clause.
যেমন: This is the man (who called you yesterday).
 
Adverb clause চেনার উপায়:
প্রথম দুইটি পদ্ধতি যদি না খাটে তাহলে সেটা adverb clause.
এবং clause টি যদি adjective বা verb কে modify করে তাহলে সেটা adverb clause.
Example: You may go (whenever you like)
You can be allowed here (only if you are a student)
He is so weak (that he cannot walk) 

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top