Solve Completing Sentence Rajshahi Board- 2023

  1. The martyrs laid down their lives in 1971. They did it so that —

  2. It’s too late. —–, we would not have missed the train.
  3. The poem is too difficult for me —-.
  4. Danger comes where —–. So we have to be careful in our life.
  5. She spoke as if —-.  She was actually a quack.
  6. The thief was afraid of police.  He ran away he lest —– arrested.
  7. Despite —–, he helps his relatives.
  8. He took Logic —- History. History seems to be difficult to him.
  9. If I had been hungry, ———. But  I am not hungry at all.
  10. Corruption is a curse. It is high time the government —–.

 

Solve Completing Sentence
  1. The martyrs laid down their lives in 1971. They did it so that —

ব্যাখ্যা: so that অর্থ  যেন/ যাতে। So that যুক্ত Sentence এর প্রথম অংশ Past Tense হলে so that এর পরের অংশ Subject + would/ could + মূল verb দিয়ে করতে হয়।

এখানে যেহেতু বলা হয়েছে  They did it so that –, তাই এরপর আগের বাক্যের সাথে মিলিয়ে সঙ্গতিপূর্ণ Phrase দিয়ে বাক্যটি Complete করতে হবে।

বাক্যটির বাংলা অর্থ ‘১৯৭১ সালে শহিদেরা তাঁদের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁরা এটি করেছিলেন যেন —’। 

এখন প্রশ্ন হলো- তাঁরা কেন জীবন উৎসর্গ করেছিলেন? উত্তর:  so that we could get an independent country. আমরা যেন একটি স্বাধীন দেশ পেতে পারি।

Answer (1) They martyrs laid down their lives in 1971. They did it so that we could get an independent country.

Solve Completing Sentence
  1. It’s too late. —–, we would not have missed the train.

ব্যাখ্যা: এখানে দুটি Sentence আছে। ২য়   Sentence টিতে ২টি অংশ রাখা হয়েছে। লক্ষ্য করলেই বোঝতে পারবেন ২য় অংশে subject + would not +have + verb এর Past Participle আছে। যা 3rd Conditional এর Stucture.

3rd Conditional এ ২য় অংশে  subject + would  + have + verb এর Past Participle হলে প্রথম অংশে If + subject + had + verb এর Past Participle হবে। বাংলা অর্থ দেখুন ‘অনেক দেরি হয়ে গেছে। —– আমরা ট্রেনটি মিস করতাম না’। 

অর্থ্যাৎ আমাদের অনেক দেরি হয়ে গেছে। আমরা যদি আরো আগে রেল স্টেশনে রওনা করতাম, তাহলে ট্রেনটি মিস করতাম না। অতএব 3rd Conditional এর নিয়ম অনুযায়ী  If we had started for station earlier, we would not have missed the train.

Answer (2) If we had started for station earlier, we would not have missed the train.

Solve Completing Sentence
  1. The poem is too difficult for me —-.

ব্যাখ্যা: এই Sentence হলো too + adjective + for (someone) to যুক্ত একটি Sentence.  

Too heavy to  lift যুক্ত Sentence এর বাংলা অর্থ হয় এতই ভারি  যে তুলতে পারি না।

 Too difficult  for me to recite যুক্ত Sentence এর বাংলা অর্থ হলো ‘এটা আমার জন্য এতো কঠিন যে আমি আবৃত্তি করতে পারি না’। 

অর্থ্যাৎ এই Sentence  টি to যুক্ত phrase ব্যবহার কর complete করতে হবে।

Answer (3) The poem is too difficult for me to recite.

বাংলা অর্থ ‘কবিতাটি আমার জন্য এতো কঠিন যে আমি আবৃত্তি করতে পারি না’।

Solve Completing Sentence
  1. Danger comes where —–. So we have to be careful in our life.

এই বাক্যটি হলো একটি প্রবাদ বাক্য।  যার বাংলা অর্থ ‘ যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়’। আর প্রবাদ বাক্যে কোন কিছু পরিবর্তন করা যাবে না। যা আছে তা হুবুহু লিখতে হবে।

প্রবাদ বাক্যটি হলো Danger comes where danger is feared.

Answer (4) Danger comes where danger is feared. So, we have to be careful in our life.

  1. She spoke as if —-.  She was actually a quack.

এই বাক্যটি as if যুক্ত একটি বাক্য। as though এবং as if যুক্ত sentence  এর প্রথম অংশ Present indefinite  Tense হলে পরের অংশ Past indefinite হয়।

 as though এবং as if যুক্ত sentence  এর প্রথম অংশ  Past Tense হলে পরের অংশ Past perfect tense  হয়। 

এখানে as if এরপর past tense – spoke ব্যবহার করা হয়েছে। সুতরাং as if এরপর past perfect tense হবে।

বাংলা অর্থ ‘সে এমনভাবে কথ বলে যেন সে —- ।  আসলে সে একজন হাতুড়ে ডাক্তার’।

 Answer হবে She spoke as she had known eveyrhing. She was actually a quack.

Solve Completing Sentence
  1. The thief was afraid  of police.  He ran away he lest —– arrested.

ব্যাখ্যা: এখানে Incomplete  বাক্যটিতে lest আছে। lest যুক্ত বাক্যের বাংলা অর্থ দাঁড়ায় ‘পাছে যদি কিছু হয়ে যায়। যেমন পাছে যদি ট্রেন মিস হয়ে যায় অথবা পাছে যদি গ্রেফতার হয়ে যায়’।

lest যুক্ত Incomplete বাক্যকে Complete করতে lest এরপর should/might + verb এর মূল form বসাতে হয়। লক্ষ্য করুন  প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে lest এরপর verb এর past participle আছে।  এখানে যেহেতু 

Verb এর Past Participle – arrested আছে, তাই lest এরপর might + get বসাতে হবে। কেননা get এরপর Verb এর Past Participle  হয়।

Answer (6) The thief was afraid  of police.  He ran away he lest might get arrested.

বাংলা অর্থ ‘চোরটি পুলিশকে ভয় পায়। সে দৌড় পালিয়ে ছিলো পাছে যদি সে গ্রফতার হয়ে যায়’।

Solve Completing Sentence
  1. Despite —–, he helps his relatives.

Despite (সত্বেও) ব্যবহৃত হয় বৈপরীত্য বোঝানোর জন্য। পরের বাক্যে বলা হচ্ছে he helps his relatives. সে তাঁর আত্মীয়দের সাহায্য করে। তাই Despite এরপর এমন একটি শব্দগুচ্ছ / phrase ব্যবহার করতে হবে যেন পরের বক্যের সাথে বৈপরীত্য বোঝায়। আমরা যদি বলি ‘গরিব হওয়া সত্ত্বেও সে তাঁর আত্মীয়দের সাহায্য করে’। তাহলে কিন্তু Sentence  টি Correctly Complete হয়ে যায়। 

তাহলে 

Answer (7) Despite being poor, he helps his relatives.

  1. He took Logic —- History. History seems to be difficult to him.

এই Sentence টিতে দুটি Subject এর কথা উল্লেখ করা আছে, Logic এবং History. পরের লাইনিতে বলা হচ্ছে,  ‘History তার কাছে কঠিন মনে হয়,? অর্থ্যাৎ সে History  subject এর পরিবর্তে logic নিয়েছিলো। এখানে গ্যাপে ‘পরিবর্তে’ বোঝাতে instead of/ in lieu of ব্যবহৃত হবে।

Answer (8) He took logic instead of/ in lieu of History. History seems to be difficult  to him.

Solve Completing Sentence
  1. If I had been hungry, ———. But  I am not hungry at all.

এখানে Incomplete Sentence  টি 3rd conditional  অর্থ্যাৎ If + subject + have + verb এর Past participle. 

অতএব এই  Sentence টি Complete করতে গেলে  অবশ্যই Subject + would + have + Past Participle এই Structure ব্যবহার করতে হবে। এবং একটি সংগতিপূর্ণ Sentence  ব্যবহার করতে হবে।

এখানে আমরা বলতে পারি If I had been hungry, I would have eaten the whole burger.. But I am not hungry at all. Answer (9)

Solve Completing Sentence
  1. Corruption is a curse. It is high time the government —–.

ব্যাখ্যা: It is time / It is high time এর পরে infinitive phrase কিংবা past indefinite tense-এর clause উভয়ই ব্যবহার করা যায়। তবে কোনো কাজ করার সঠিক সময় হয়েছে  বোঝাতে infinitive phrase বসে এবং কোনো কাজ করার সঠিক সময় ইতোমধ্যে পার হয়ে গেছে তাই বিলম্ব না করে এ মুহূর্তেই কাজটি শুরু করা উচিত  বোঝানোর জন্য past indefinite tense-এর clause ব্যবহার করতে হয়। উল্লেখ্য যে, এ ধরনের sentence দ্বারা present tense-এর অর্থ প্রকাশ পায়। It is time এর পরিবর্তে It is high time ব্যবহার করলে বেশি জোর / গুরুত্ব বোঝায়। It is time / It is high time এর structure ও উদাহরণ নিচে দেওয়া হলো।

a) It is time / It is high time + (for + object)+ to + verb-এর base form + অন্যান্য

b) It is time / It is high time + sub2 + verb-এর past form + অন্যান্য

Q. It is time to ————.

A. It is time to start the work.

Q. It is high time for us to ————.

A. It is high time for us to attack the enemy.

Q. It is time we ———-.

A. It is time we started our business.

Q. ————— time they changed their eating habits.

A. It’s high time they changed their eating habits.

Q. It’s time we ———-.

A. It’s time we earned our livelihood.

অতএব এখানে যদি আমরা the government এরপর  past indefinite tense ব্যবহার করি তাহলে Sentence   টি সঠিক হবে।

Answer (10) Corruption is a curse. It is high time the government took step against it.

Solve Completing Sentence

Like Our Facebook Page: English with Rasel

Join Our Facebook Group: English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype