Connector Chattogram Board-2024 pfd Download

Use appropriate sentence connectors in the blank spaces of the following passage:

Self-confidence is essential to attain success in life. (a)_______ a person having self-confidence has won half of the battle. Self- confidence enables a man to prosper by creating some other virtues requisite for success. (b)_______ when a self-confident man olfails to attain success, he becomes determined to reach his goal. This determination gives rise to some other virtues in him. (c)________ he becomes diligent. He does not yield to failure. (d)_______ he endeavours more in the process. (e)________ he becomes more sincere in his work.

Connector Chattogram Board-2024

(f)_______ he becomes successful. (g) _______ a man devoid of self-confidence stumbles at every step, (h)________ – he loses vitality to go ahead. (i)__________ he does not try once more. (j)________ he is heard to curse his fortune. (k)_______ the brave who have self-confidence (l)_________ this process has been going on since prehistoric time. (m)________ we must follow the track of the greatest people. (n)_________ we have to be failure in life and lament.

Connector Chattogram Board-2024

উত্তর: (a) In fact/Actually; (b) Thus/ Hence; (c) Firstly; (d) Rather; (e) Secondly; (f) Finally; (g) On the other hand / On the contrary; (h) Naturally/ Usually; (i) Even; (j) As a result / Often; (k) Actually / In fact; (1) And; (m) So/Hence; (n) Otherwise;

ব্যাখ্যাসহ Solution

1. Self-confidence is essential to attain success in life.

ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে, জীবনে সফলতার জন্য আত্মবিশ্বাস প্রয়োজনীয়। এই লাইনটিতে কোন গ্যাপ নাই। তাই পরের লাইনে চলে যাবো।

2. (a)_______ a person having self-confidence has won half of the battle.

ব্যাখ্যা: এই লাইনটিতে বলা হয়েছে (a)_______ a person having self-confidence = আত্মবিশ্বাস আছে এমন ব্যক্তি; has won half of the battle. = যুদ্ধে অর্ধেক জয়লাভ করে ফেলে। অর্থ্যাৎ আত্মবিশ্বাস সম্পন্ন ব্যক্তি যুদ্ধ শুরুর আগেই অর্ধেক সফলতা পেয়ে যায়।

লক্ষ্য করুন লাইন 1 ও 2 তে Self-confidence সম্পর্কে ইতিবাচক বক্তব্য তুলে ধরা হয়েছে। এখানে লাইন 1কে Support করার জন্য লাইন 2 তেও ইতিবাচক কথা বলা হয়েছে। এই ধরনের ধারাবাহিকতায় Connector হিসেবে Actually/ Infact /Indeed ব্যবহৃত হয়ে থাকে।

(a) Infact a person having self-confidence has won half of the battle.

Answer (a) Infact

3. Self- confidence enables a man to prosper by creating some other virtues requisite for success.

ব্যাখ্যা: এই বড় লাইনটি আমরা ভেঙ্গে ভেঙ্গে অনুবাদ করবো।  Self- confidence enables a man to prosper= আত্মবিশ্বাস একজন মানুষকে সমৃদ্ধি লাভ করতে সক্ষম করে তোলে;  by creating some other virtues requisite for success= সফলতার জন্য প্রয়োজনীয় এমন অন্যান্য গুণাবলী নিজের মধ্যে গড়ে তোলার মাধ্যমে।

এই লাইনটিতে কোন গ্যাপ নাই। চলে যাবো পরের লাইনে।

Connector Chattogram Board-2024

4. (b)_______ when a self-confident man fails to attain success, he becomes determined to reach his goal.

ব্যাখ্যা: এখানে বলা হচ্ছে (b)_______ when a self-confident man fails= যখন একজন আত্মবিশ্বাসী ব্যাক্তি ব্যর্থ হন;  to attain success,= সফলতা অর্জন করতে; he becomes determined= সে সংকল্পবদ্ধ হয়;  to reach his goal= তার লক্ষ্যে পৌঁছাতে।

৩ নাম্বার লাইনের সাথে মিলিয়ে পড়লে বলা যায়, যেহেতু আত্মবিশ্বাস মানুষের মধ্যে অন্যান্য গুণের সন্নিবেশ ঘটায়। তাই আত্নবিশ্বাসী ব্যক্তি ব্যর্থ হলেও, সে তাঁর লক্ষ্য অর্জনে সংকল্পবদ্ধ থাকেন।

এখানে গ্যাপ (b) তে Connector হিসেবে Hence বসবে। 

(b) Hence when a self-confident man fails to attain success, he becomes determined to reach his goal.

Answer (b) Hence

Connector Chattogram Board-2024

5. This determination gives rise to some other virtues in him.

ব্যাখ্যা: অনুবাদ করে নিই This determination gives rise=  এই সংকল্প বাড়িয়ে তোলে; to some other virtues in him= ব্যক্তির মধ্যে অন্যান্য গুণাবলী। অর্থ্যাৎ এই সংকল্প ব্যক্তির মধ্যে অন্যান্য গুণের সন্নিবেশ ঘটায়। এই লাইনটিতে কোন গ্যাপ নাই। তাই পরের লাইনে চলে যাবো।

6. (c)________ he becomes diligent.

ব্যাখ্যা: এই লাইনটিতে বলা হচ্ছে (c)________ he becomes diligent= সে পরিশ্রমী হয়।

4 ও 5 নাম্বার লাইনে বলা হয়েছে আত্মবিশ্বাসের কারণে মানুষ সংকল্পবদ্ধ হলে মানুষর মধ্যে অনেক গুণের সঞ্চার হয়। এখন  6 নাম্বার  থেকে পরবর্তী কয়েকটি লাইনে ধারাবাহিকভাবে গুণগুলো তুলে ধরা হচ্ছে। পরিশ্রমী হওয়াটা হচ্ছে প্রথম গুণ। তাই গ্যাপ © তে Connector হিসেবে Firstly বসবে।

লাইনটি দাঁড়ায় © Firstly he becomes diligent.

Answer © Firstly

Connector Chattogram Board-2024

7. He does not yield to failure.

ব্যাখ্যা: এই লাইনটিতে বলা হয়,  He does not yield to failure= সে ব্যর্থতার কাছে নতি স্বীকার করে না। অর্থ্যাৎ যে ব্যক্তি আত্মবিশ্বাসী ও সংকল্পবদ্ধ, সে কখনো failure এর কাছে নতিস্বীকার করে না বা আত্মসমর্পণ করে না। এই লাইনটিতে কোন গ্যাপ নাই চলে যাচ্ছি পরের লাইনে। 

8. (d)_______ he endeavours more in the process.

ব্যাখ্যা: বলা হচ্ছে (d)_______ he endeavours more=  সে আরো প্রচেষ্টা চালায়;  in the process.= ঐ প্রক্রিয়াতে। অর্থ্যাৎ আত্মবিশ্বাসী ও সংকল্পবদ্ধ ব্যক্তি ব্যর্থতার কাছে নতিস্বীকার করে না। বরং সে আরো প্রচেষ্টা চালিয়ে যায়।

তাই এই গ্যাপ (d) তে Connector হিসেবে Rather হবে।

তাহলে পুরো  লাইনটি হলো (d) Rather he endeavours more in the process.

Answer (d) Rather

Connector Chattogram Board-2024

9. (e)________ he becomes more sincere in his work.

ব্যাখ্যা: এই লাইনটিতে আত্মবিশ্বাসী ও সংকল্পবদ্ধ ব্যাক্তির দ্বিতীয় গুণের কথা উল্লেখ্য করে বলা হয় (e)________ he becomes more sincere= সে আরো বেশি আন্তরিক হয়;  in his work= তার কাজকর্মে।

তাই গ্যাপ (e) তে ‘দ্বিতীয়ত’ অর্থে Connetor হিসেবে Secondly বসবে।

লাইনটি হলো (e) Secondly he becomes more sincere in his work.

 Answer (e) Secondly

10. (f)_______ he becomes successful.

 ব্যাখ্যা: এই লাইনটিতে বলা হয়েছে (f)_______ he becomes successful = সে (আত্মবিশ্বাসী ও সংকল্পবদ্ধ ব্যক্তি) সফল হয়। এখানে আমরা Connector হিসেবে Moreover ব্যবহার করবো। তখন লাইনটি হবে (f) Moreover he becomes successful.

Answer (f) Moreover

Connector Chattogram Board-2024

11. (g) _______ a man devoid of self-confidence stumbles at every step, (h)________ – he loses vitality to go ahead.

ব্যাখ্যা: আপনারা ইতোমধ্যে লক্ষ্য  করেছেন যে, পূর্বের লাইনগুলোতে Self-confident ব্যক্তির গুণাবলি এবং Self-confidence এর সুফল তুলে ধরা হয়েছে।

এখন আবার কয়েকটি লাইনে আত্মবিশ্বাস হীনতার কুফল সম্পর্কে বলা হচ্ছে। এখানে আগের লাইনগুলোর ভিন্নতা প্রকাশ পেয়েছে। যেমন  (g) _______ a man devoid of self-confidence= আত্মবিশ্বাস বিবর্জিত ব্যাক্তি; stumbles at every step= প্রতিটি ধাপে ধাপে হোটচ খায়, (h)________ – he loses vitality to go ahead.= সে সামনে এগিয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলে।

 

তাই গ্যাপ (g) তে Connector  হিসেবে On the other hand/ on the contrary বসবে।

আর হোচট খাওয়ার ফলে স্বাভাবিকভাবেই সে সামনে এগিয়ে যাওয়ার শক্তি হারিয়ে ফেলে। 

তাই এই গ্যাপ (h) এ Connector হিসেবে Naturally / usually  হবে।

তখন লাইনটি দাঁড়াবে

(g) On the other hand/ on the contrary a man devoid of self-confidence stumbles at every step, (h) naturally/ usually he loses vitality to go ahead.

Answer (g) On the other hand/ on the contrary

Answer (h) naturally/usually

Connector Chattogram Board-2024

12.(i)__________ he does not try once more.

ব্যাখ্যা: এই লাইনটিতে  বলা হচ্ছে, সে একবারের বেশি চেষ্টা করে না।

আসলে আত্মবিশ্বাস বিবর্জিত ব্যাক্তি এমনকি একবারের বেশি চেষ্টা করে না।

তাই গ্যাপ (i) তপ Connector হিসেবে Even হবে। যার অর্থ ‘এমনকি’।

তখন লাইনটি  হবে (i) Even he does not try once more.

Answer (i) Even

Connector Chattogram Board-2024

13. (j)________ he is heard to curse his fortune.

ব্যাখ্যা: এই লাইনটিতে বলা হয়েছে,  সে তার সৌভাগ্যকে ধ্বংশ করে ফেলে। এটি হলো আত্মবিশ্বাস  হীনতার ফল।

তাই গ্যাপ (j) Connector হিসেবে As a result/ often হবে।

লাইনটি দাঁড়াবে (j) As a result/ Often he is heard to curse his fortune.

Answer (j) As a result/ Often

14. (k)_______ the brave who have self-confidence (l)_________ this process has been going on since prehistoric time.

ব্যাখ্যা: (k)_______ the brave who have self-confidence = সাহসী যারা, তাদের আত্মবিশ্বাস  আছে; (l)_________ this process has been going on= এই প্রক্রিয়া চলমান আছে;  since prehistoric time.= প্রাগৈতিহাসিক কাল থেকে।

Answer (k) Actually

Answer (l) And

Connector Chattogram Board-2024

15. (m)________ we must follow the track of the greatest people.

ব্যাখ্যা: এখানে বলা হয়েছে,  তাই আমাদেরকে অবশ্যই মহান ব্যক্তিদের পথ অনুসরন করতে হবে।

গ্যাপ (m) এ Connector হিসেবে Hence/ So বসবে।

লাইনটি হবে (m) Hence/ So we must follow the track of the greatest people

Answer (m) Hence/So

Connector Chattogram Board-2024

16. (n)_________ we have to be failure in life and lament.

ব্যাখ্যা: (n)_________ we have to be failure in life= আমাদের জীবনে ব্যর্থ হতে হবে; and lament= দু:খ করতে হবে।

এখানে বলা হচ্ছে অন্যথায় আমাদের জীবনে ব্যার্থ হতে হবে এবং দু:খ করতে হবে।

তাই গ্যাপ (n) এ Connector হিসেবে Otherwise বসাবো।

লাইনটি হবে (n) Otherwise  we have to be failure in life and lament.

 

Answer (n) Otherwise

1.Facebook Page: English with Rasel

2.  Facebook Group:English with Rasel

 1.Facebook Page: English with Rasel

2.  Facebook Group:English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype