Shakespeare for BCS MCQ || Online MCQ Test bd
- Md Rasel
- August 4, 2023
- 8:29 pm
- No Comments
Shakespeare for BCS MCQ is one of the most important topics for job seekers. In Bangladesh, questions from William Shakespeare are found in most competitive tests.
“Shakespeare for bcs mcq pdf” Shakespeare for bcs mcq question” “Shakespeare for bcs mcq pdf download” “Shakespeare for bcs mcq book” “Shakespeare for bcs mcq test”
“Shakespeare mcq for bcs * mcq”
The following information about William Shakespeare will be a turning point for you. So get through right now.
Shakespeare for BCS MCQ
- William Shakespeare is the greatest dramatist in the history of English literature.
- He was born in Stratford-upon-Avon on 26 April 1564.
- Shakespeare died on the same date in 1616
- He is mostly known for his plays/dramas though he wrote sonnets, long narrative poems, and epithets.
- The number of his plays is 37.
- He wrote 154 sonnets.
- The number of narrative poems is 3.
- William Shakespeare was the greatest poet of Elizabethan age.
Shakespeare for BCS MCQ
- William Shakespeare -Stratford-upon-Avon এ জন্মগ্রহণ করেন বলে, তাকে Bard of Avon বলা হয়।
- এখানে Bard অর্থ Poet.
- Avon – নদীর নাম।
- তিনি ইংল্যান্ডের জাতীয় কবি।
- Shakespeare হলেন একজন বিখ্যাত Sixteen Century English নাট্যকার।
- Shakespeare live during the reign of Elizabeth I.
Shakespeare for BCS MCQ
- He is notable for the objective presentation of his deep knowledge of human psychology.
- শেকস্পিয়ার প্রথম Historical Play রচনা করেন।
- A Shakespearean play consists of 5 acts.
- 1590- 1616 সাল এই ২৬ বছরকে Shakespeare এর সাহিত্যকাল বলা হয়।
- Shakespeare কে বলা হয় Father of English Drama.
- ১৮ বছর বয়সে এনি হ্যাথওয়েকে বিয়ে করেন।
Shakespeare for BCS MCQ
- Othello is Morish Captain.
- Macbeth is a Scottish General.
- Hamlet is a Danish Prince.
- Julius is a Roman General
- Titus Andronicus- a Roman General
- Hamlet means Small village
- Tempest অর্থ তিব্র ঝড়
- Shakespeare’s longest play – Hamlet (Tragedy)
- Shakespeare’s smallest Play- Comedy of Errors (comedy)
- First Play- Hanry- IV; Part-II (Historical Play)
- Last Play (Swin Song) -Tempest- (Comedy)
Shakespeare for BCS MCQ
Tragedy
- Troilus and Cressida
- Coriolanus
- Titus Andronicus
- Romeo and Juliet
- Timon of Athens
- Julius Caesar
- Macbeth
- Hamlet
- King Lear
- Othello
- Antony and Cleopatra
- Cymbeline
Shakespeare for BCS MCQ
Comedy
- The Tempest
- The Two Gentlemen of Verona
- Measure for Measure
- The Comedy of Errors
- Much Ado About Nothing
- Love’s Labour’s Lost
- A Midsummer Night’s Dream
- The Merchant of Venice
- As You Like It
- The Taming of the Shrew
- All’s Well That Ends Well
- Twelfth Night
- The Winter’s Tale
- Pericles, Prince of Tyre
- Cymbeline
Shakespeare for BCS MCQ
Tragicomedy
- The Tempest
- Measure for Measure
- The Merchant of Venice PP
- Cymbeline
- The Winter’s Tale
https://www.facebook.com/groups/1334236016969216/permalink/1654955364897278/
Narrative Poems
- The Rape of Lucrece
- A Lover’s Complaint
- Venus and Adonis
Note: উপর্যুক্ত নাটকগুলো পরীক্ষায় আসলে উত্তর হবে Tragicomedy. কিন্তু অপশনে Tragicomedy না থাকলে Answer হবে Comedy.
- Measure for Measure, The Merchant of Venice, The Tempest, The Winter’s Tale এগুলোকে রোমান্স নাটকও বলা হয়।
Shakespeare for BCS MCQ
Historical Play
- King John
- Richard II
- Richard III
- Henry IV
- Henry V
- Henry VI
- Henry VII
Shakespeare তাঁর নাটকগুলোতে Verse ও Prose দুটি Form ই ব্যবহার করেন। Verse এর ক্ষেত্রে তিনি Blank Verse (Rhyme এর অন্ত মিল নেই) ব্যবহার করেন। কিছু নাটকে Iambic Pentameter Verse ব্যবহার করেন।
Shakespeare for BCS MCQ
Shakespeare তাঁর নাটকগুলোতে বিভিন্ন Themes ব্যবহার করেন। Shakespeare তাঁর নাটকগুলোতে যে Themes বেশি ব্যবহার করেছেন সেগুলো হল: Love, Power, Money, Death, Revenge, friendship, fate and free will. নিচে বিশেষ বিশেষ নাটকগুলোর থিম তুলে ধরা হলো।
- Romeo and Juliet– Eternal Love/ A tragedy of everlasting love
- King Lear- Agony and human unfairness/A tragedy of an arrogant king.
- Macbeth- The corrupt power of unchecked ambition
- Hamlet- The mystery of death, revenge and justice.
- Othello- The catastrophic result of doubt.
Shakespeare for BCS MCQ
- Julias Caesar- The dilemma of loyalty, betrayal and barbarism.
- The Merchant of Venice- Self-interest vs love/friendship.
- Measure for Measure- The conflict between mercy and justice.
- As you like It-Love at first sight.
- Twilft Night-Love Triangle
- Midnight Summer’s Dream- The course of true love never did run smoothly.
- The Tempest – Forgiveness and Repentance
- Antony and Cleopatra- The clash of east and west.
Shakespeare for BCS MCQ
Notable Works on Shakespeare
- ‘A Preface to Shakespeare’ by Dr. Samuel Johnson is Criticism.
- ‘The Plays of Shakespeare’ by Dr. Samuel Johnson. এটিও একটি সাহিত্য সমালোচনা।
- ‘Tales from Shakespeare’ by Charles Lamb is a Children’s book.
- ‘On the Tragedy of Shakespeare’ by Charles Lamb is an Essay.
- ’Characters of Shakespeare’s plays’ by William Hazlitt. এটি একটি সাহিত্য সমালোচনা।
- ‘On Shakespeare’ by John Milton is an Elegy.
- ’Shakespearean Tragedy’ by A.C. Bradley is a criticism.
Shakespeare for BCS MCQ
Play and within-a-play
- The Murder of Gonzago এটি Hamlet নাটকের ভিতরে একটি নাটক। এই নাটকটির মাধ্যমে হেমলেট তাঁর বাবার হত্যাকারী চাচাকে সনাক্ত করে।
- Pyramus and Thisbe এটি A Midsummer Night’s Dream নাটকের ভিতরে একটি নাটক।Theseus এর বিয়ে উপলক্ষে নাটকটি করা হয়।
- ’Prospero’s rule of the Island’ নাটকটি The Tempest নাটকের ভিতরে আরেকটি নাটক।যাদুর মাধ্যমে Prospero এর দ্বীপ শাসনে নাটক সদৃশ্য
- ’The Learned Man’s Show নাটকটি Love’s Labour’s Lost নাটকের ভিতরে আরেকটি নাাটক। এই নাটকে রাজা বিজ্ঞ লোকটিকে একটি প্রদশর্নীর অয়োজন করতে বলেন।
- The Taming of the Shrew নটকটি The Taming of The Shrew নাটকের ভিতর অন্য একটি নাটক। এ গল্পের মূল নাটকটিই একটি আন্তনাটক।
Shakespeare for BCS MCQ
- হ্যামলেট বা দি ট্রাজেডি অফ হ্যামলেট (প্রিন্স অফ ডেনমার্ক)
- ডেনমার্ক সম্রাজ্যের পটভূমিতে রচিত।
- শেক্সপিয়ারের জীবনে ‘হ্যামলেট’ ছিল সবচেয়ে সফল ও জনপ্রিয় ট্রাজেডি নাটক।
- শেক্সপিয়ার রিচিত সর্ববৃহৎ ট্রাজিডি নাটক।
- শেক্সপিয়ার এই নাটকটিতে অপর একটি বিখ্যাত Elizabethan নাট্যকার টমাস কিড এর বিখ্যাত নাটক The Spanish Tragedy কে অনুসরন করেন।
চরিত্র পরিচয়:
- Hamlet (হ্যামলেট): ডেনমার্কের সাবেক রাজার পুত্র
- Claudius (রাজা ক্লডিয়াস): ডেসমার্কের রাজা এবং হ্যামলেটের চাচা।
- Gertrude (গারট্রুড):ডেনমার্কের রানি ও হ্যামলেটের চাচা।
- Horatio (হোরাশিও) : হ্যামলেটের বন্ধু
- Polonius (পলোনিয়াস):রাজার প্রধান উপদেষ্টা
- Ophelia (ওফেলিয়া): পলোনিয়াসের কন্যা (নায়িকা)
- Laertes (লেয়ার্তেস) : পলেঅনিয়াসের পুত্র
Summary of the Play
ডেনমর্কের কয়েকজন প্রহরী রাতে বেলা একটি প্রেতাত্মা দেখেছে। তারা হোরাশিওর মাধ্যমে রাজকুমার হ্যালেটকে জানায় এ কথা। রাজকুমার হ্যামলেটের পিতা কিছুদিন আগে মারা গেছেন। বাজ্যের ক্ষমতা নিয়েছে তাঁর পিতার ভাই ক্লডিয়াস। ক্লডিয়াস বিবাহ করেছে হ্যামলেটের মা রানি গারট্রুডকে। প্রহরীরে সাথে প্রেতাত্মা দেখতে গেল হ্যামলেট। প্রেতাত্মাটা দেখতে হ্যামলেটের মৃত পিতার মতো। প্রেতাত্মার পিছে পিছে গেল হ্যামলেট। তাকে অদ্ভুত কিছু কথা বলল প্রেতাত্মা । এক ষড়যন্ত্রের কথা বললো। । হ্যামলেটের পিতার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাঁকে খুন করা হয়েছে। এক কথা জেনে প্রতিশোধ নেওয়ার জন্য ফুঁসতে থাকলো হ্যালেট।কিভাবে সেই বিশ্বসঘাতকদের শায়েস্তা করা যায় ভাবতে লাগল। একসময় খামখেয়ালি রানি গারট্রুট হ্যামলেটেরজন্য রাখা বিষ মিশ্রিতি পানি পান করে মারা যায়। অন্যদিকে হ্যালেট চাচা ক্লডিয়াসকে ছুরির আঘাত ও বিষ মিশ্রিত পানি পান করিয়ে হত্যা করে। নাটকের শেষে হ্যালেট বিষ মিশ্রিত ছুরির আঘাতে মূত্যুবরণ করে।
চরিত্র পরিচয়:
- Shylock (শাইলক): লোভী ইহুদী, সুদখোর মহাজন এবং জেসিকার পিতা।
- Antonia (অ্যান্টোনিও):ভেনিসের এক বণিক
- Bassanio (বসানিও) : অ্যান্টোনিওর বন্ধু, পোর্শিয়ার প্রেমিক এবং পরবর্তীকালে স্বামী
- গ্রাতিয়ানো: অ্যান্টোনিও ও বাসানির বন্ধু এবং নেরসার স্বামী
- লরেন্সো: অ্যান্টোনিও ও বাসানিওর বন্ধু এবং জেসিকার স্বামী
- Portia: বাসানিও প্রেমিকা এবং পরবর্তীকালে স্ত্রী
- Jessica (জেসিকা): শাইলকের কন্যা
- Setting: Venice, Italy
Summary of the Play
ইতালির ভেনিস শহরের সওদাগর অ্যান্টোনিও। সকলের কাছে সে প্রশংসিত । আর এক ব্যবসায়ীশাইলক নীতিহীন, সুদখোর, কুটবুদ্ধিসম্পন্ন। কেউ তাকে পছন্দ করে না। অ্যান্টোনিওর ঘনিষ্ঠ বন্ধু বাসানিও টাকার অভাবে পোর্শিয়াকে বিয়ের প্রস্তার দিতে পারছে না।অবশেষে অ্যান্টিনিও বন্ধুর মনোবাসানা পূর্ণ করতে শাইলকের কাছ থেকে টাকা ধার করে ।তবে শর্ত থাকে যে যদি অ্যান্টোনিও সময়মতো টাক পরিশোধ করতে না পারে তবে তার এক পাউন্ড মাংশ কেটে দিতে হবে। টাকা প্রদানের সময়সীমা পার হওয়ায় শাইলক অ্যান্টোনিওর শরীর থেকে এক পাউন্ড মাংশ দাবী করেন। খবরটা পোর্শিয়াকে বিচলিত করে যখন অ্যান্টোনিওর বিচারকার্য চলছে, তখন একতরুন উকিলের ছদ্মবেশে পোর্শিয়া বিচারকের সামনে দাড়াঁয়। তরুন উকিল শাইলককে অ্যান্টোনিওর শরীর থেকে রক্তপাতহীন এক পাউন্ড মাংস কেটে নিতে বলে কারণ রক্তের কথা উল্লেখ ছিল না। রক্তপাতহীন মাংশ কাটা অসম্ভব। ধূর্ত শাইলক বিপদে পড়ে যায় এবং অবশেষে বিচারে সে হেরে যায়।