Completing-sentence with clauses-phrases HSC Jashore Board- 2023

Complete the sentences using suitable clauses/phrases:

(a) Florence Nightingale wanted to be a nurse with a view to ____.
(b) If I had the wings of a bird, I ____.
(c  ) Unity is strength. United we stand, _____.
(d) Time plays a very crucial role in human life. We cannot prosper in life unless ____.
(e) Whenever my uncle comes to our house, he ____. I have never seen him coming to our house empty-handed.
(f) It is high time you ____ It is detrimental to health.
(g) The box is very heavy. Are you strong enough ____ ?
(h) John is fond of reading. Whenever he goes to the book fair, ____.
(i) Rima is a good singer. She sings so well that ____.
(j) Since Bangladesh is an agricultural country, ____. We should put emphasis on our agricultural sectors.

Completing-sentence with clauses-phrases

(a) Florence Nightingale wanted to be a nurse with a view to ____.

ব্যাখ্যা: এখানে প্রদত্ত Sentence টিতে গ্যাপের আগে আছে with a view to.  মনে রাখবেন  sentence এ look forward to, with a view to, feel like ইত্যাদি থাকলে তার পরের verb এর সাথে ing যোগ করতে হয়। এরপর Verb এর শেষে ing যোগ হয়।  তাই গ্যাপে Verb এর সাথে ing যুক্ত একটি  ব্যাকাংশ বসাতে হবে। এই Sentence টিতে Florence  Nightingale এর কথা বলা হয়েছে। Florence Nightingale একজন বিশ্ব বিখ্যাত nurse ছিলেন। এখানে বলা হচ্ছে- Florence Nightingale একজন সেবিকা হতে চেয়েছিলেন। কেন? উত্তর হলো মানুষের সেবা করতে এবং স্বাস্থ্য খাতে অবদান রাখতে। গ্যাপে সঙ্গতিপূর্ণ এবং Verb+ing যুক্ত ব্যাকাংশ হবে -helping people and making a positive impact on healthcare.

Answer: Nightingale wanted to be a nurse with a view to helping people and making a positive impact on healthcare.

(b) If I had the wings of a bird, I ____.

ব্যাখ্যা: দেখুন প্রদত্ত Sentence টিতে Second Conditional ব্যবহার করা হয়েছে। অর্থ্যাৎ If + Past indefinite Tense  যুক্ত অংশ। তাই পরের অংশ অর্থ্যাৎ গ্যাপে  Subject + would + verb এর মূল form + Extension হবে। এখানে বলা হয়- যদি আমার পাখা থাকতো। পাখা থাকলে কী হত? পাখা থকলে উড়তাম। তাই এই গ্যাপে  I would fly freely in the sky  হবে।

Answer:  I had the wings of a bird, I would fly freely in the sky.

Completing-sentence with clauses-phrases

(c  ) Unity is strength. United we stand, _____.

ব্যাখ্যা: এখনে একটি প্রবাদ (Proverb) ব্যবহার করা হয়েছে।  প্রবাদটি হলো: একতায় উত্থান, বিবাদে পতন। অর্থ্যাৎ United we stand, divided we fall.

 Answer: Unity is strength. United we stand, divided we fall.

(d) Time plays a very crucial role in human life. We cannot prosper in life unless ____.

ব্যাখ্যা: এই Sentence টিতে গ্যাপের আগে unless আছে। unless অর্থ যদি না। Sentence টির অনুবাদ হলো: Time plays a very crucial role= সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে; in human life= মানুষের জীবনে। We cannot prosper in life= আমরা জীবনে উন্নতি করতে পারবো না; unless= যদি না….। দেখেন আমরা সবাই জানি যে,  সময়ের মূল্য না দিলে আমরা উন্নতি করতে পরব না। তাই unless এরপর  আমরা we value time বসিয়ে Sentence টি Complete করবো। বি.দ্র. Unless এরপর নতুন করে not ব্যবহার করতে হয় না।   অতএব আমাদের উত্তর হবে:

Answer: Time plays a very crucial role in human life. We cannot prosper in life unless we value time.

Completing-sentence with clauses-phrases

(e) Whenever my uncle comes to our house, he ____. I have never seen him coming to our house empty-handed.

 ব্যাখ্যা: আমারা যদি একটু অনুবাদটা দেখি, তবে Sentence টি Complete করতে আমাদের জন্য সহজ হবে। Whenever my uncle comes to our house= যখনই আমার চাচা আমাের বাসায় আসে; he —— = সে যেন কী করে। যাইহোক পরের লাইনে বলা হচ্ছে: I have never seen him = আমি কখনই তাকে দেখিনি; coming to our house empty-handed= আমাদের বাসায় খালি হাতে আসতে। এখন আমরা ব্যাপারটা আচ িকরতে পার এর মানে হলো চাচা যখনই আসে, তখনই কিছু না কিছু নিয়ে আসে। আর এখানে Whenever যুক্ত অংশ Present Indefinite Tense, তাই পরের অংশও  Present Indefinite Tense এ করতে হবে। Structure: Sub + verb এর  Present Form (subject 3rd Person Singular Number  হলে verb এর  শেষে s/ es  যোগ হবে) + Extension. তাহলে। Sentence টি দাঁড়ায়: He brings somethings with him. আমাদের উত্তরটি হবে:

Answer: Whenever my uncle comes to our house, he brings something with him . I have never seen him coming to our house empty-handed.

(f) It is high time you ____ It is detrimental to health.

ব্যাখ্যা: It is high time এরপর দুইভাবে Sentence Complete  করতে হয়। একটি হলো: It is high time এরপর to + verb যুক্ত phrase দিয়ে  বাক্যটি Complete করতে হয়। যেমন: It is high time to study hard.  অন্যটি হলো: It is high time এরপর যদি অন্য আরেকটি Subject থাকে, তবে ২য় Subject এরপর Past Tense ব্যবহার করে  Sentcence টি Complete করতে হবে। যেমন: It is high time you studied hard. যেহেতু প্রদত্ত Sentence টিতে It is high time এরপর আরেকটি Subject হিসেবে you আছে, তাই আমরা you এরপর past tense যুক্ত অংশ বসিয়ে Sentence টি Complete করবো। তাহলে আমাদের উত্তর হলো:

Answer: It is high time you gave up smoking/ to give up smoking. It is detrimental to health.

Completing-sentence with clauses-phrases

(g) The box is very heavy. Are you strong enough ____ ?

ব্যাখ্যা: দেখেন প্রদত্ত Sentence টিতে Adjective + Enough  এরপর Phrase ব্যবহার করে Sentence টি Complete করতে বলা হয়েছে। মনে রাখবেন: Adjective + enough এরপর to + verb যুক্ত phrase ব্যবহৃত হয়। যেমন: He is brilliant enough to get chance in medical college. তাহলে আমাদের উত্তরটি হলো:

Answer: The box is very heavy. Are you strong enough to lift the box?

(h) John is fond of reading. Whenever he goes to the book fair, ____.

ব্যাখ্যা: John is fond of reading= জন বই পড়তে পছন্দ করেন। Whenever he goes to the book fair, ____ = যখনই সে বই মেলায় যায়, ——. আচ্ছা বলুতো যে ব্যক্তি বইয়ের পোকা, সে বইমেলায় গেলে কী করে? অবশ্যই বই কিনে। আমাদের প্রদত্ত  Sentence এর Johnও যখনই বই মেলায় যায়, তখনই বই কিনে। আর এখানে Whenever যুক্ত অংশ Present Indefinite Tense, তাই পরের অংশও  Present Indefinite Tense এ করতে হবে। Structure: Sub + verb এর  Present Form (subject 3rd Person Singular Number  হলে verb এর  শেষে s/ es  যোগ হবে) + Extension. তাই এখানে উত্তর হবে:

Answer: John is fond of reading. Whenever he goes to the book fair, he buys various books.

Completing-sentence with clauses-phrases

(i) Rima is a good singer. She sings so well that ____.

ব্যাখ্যা: দেখেন এখানে বলা হচ্ছে so —- that দিয়ে Sentence টি Complete করতে হবে। so —- that অর্থ:  এতো যে। So + adjective + that এর পরে গ্যাপ থাকলে উক্ত গ্যাপে এ Sub + can/could + V1 +ext বসে। ‍So —- that এর আগের অংশে Present Tense হলে, So —- that এর পরের অংশে  Sub + can + V1 +ext বসে। যেমন: He studies  so hard that he can make a good result.  কিন্তু  So —- that এর আগের অংশে Past Tense হলে, So —- that এর পরের অংশে Sub + could + V1 +ext বসে। He studied  so hard that he could make a good result. অতএব উত্তর হবে-     

Answer: Rima is a good singer. She sings so well that she can amuse anyone.

(j) Since Bangladesh is an agricultural country, ____. We should put emphasis on our agricultural sectors.

ব্যাখ্যা: প্রথমে Since/as তার পরে যদি একটি কারণ Clause  উল্লেখ থাকে। এরপরে  একটি ফলাফল Clause হয়। এ ক্ষেত্রে কারণ Clauseটি যে Tense এ থাকে ফলাফল Clause টিও সেই Tense এ হয় ।

Answer: Since Bangladesh is an agricultural country, the economy of Bangladesh depends largely on agriculture. We should put emphasis on our agricultural sectors.

Completing-sentence with clauses-phrases

 Facebook Page: English with Rasel

 Facebook Group:English with Rasel

Scroll to Top

Your Share will inspire us to work More

Please share on Social Media

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
Pinterest
Skype